Ad-1

Sunday, October 4, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট - ০১

বিষয়: বাংলা দ্বিতীয় পত্র
পূর্ণমান : ১০০। সময় : ৩ ঘণ্টা


বহু নির্বাচনী অংশ (মান : ৩০) 
 সময় : ৩০ মিনিট 
১. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির'- এ বাক্যে 'মিটির মিটির'- কোন পদ?
ক) বিশেষ্য। খ) বিশেষণ। গ) অব্যয়। ঘ) সর্বনাম
২.রেস্তোরাঁ '- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফরাসি খ) ফারসি গ) পর্তুগিজ। ঘ) গুজরাটি
৩. 'মোড়ক' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মুট + অক খ. মোড় + অক গ. মোড়া +অক ঘ. মুড়+অক
৪. ধাতুকে কখন ক্রিয়াপ্রকৃতি বলা হয়?
ক. ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে
খ. ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে
গ. ধাতু থেকে ক্রিয়াপদ গঠিত হল
ঘ. ধাতুর সঙ্গে কৃদন্ত পদ যুক্ত হলে
৫.ব্যঞ্জনবর্ণের নিচে ‘হস্’ চিহ্ন দিয়ে লিখতে হয় কখন?
ক. হসন্ত বর্ণ হলে
খ. ব্যঞ্জনের সঙ্গে স্বরধ্বনি সংযুক্ত না হলে
গ. উচ্চারণের সুবিধার জন্য.
ঘ. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপ লিখতে
৬. কোনগুলো পশ্চাৎ স্বরধ্বনি?
ক. ই, ঈ, এ, অ্যা খ. উ, ঊ, ও, অ গ. আ, ই, ঈ ঘ. অ, উ, ঊ
৭. কোন স্বরবর্ণটিকে স্বরবর্ণ বলা চলে না? ক. অ খ. ঋ গ. ঔ ঘ. ঐ
৮. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
(ক) ষ + ন (খ) ষ + ঞ। (গ) ষ + ণ। (ঘ) ষ + ঙ
৯. কোনটি অভিশ্রুতির উদাহরণ? ক. সত্য > সইত্য খ. শুনিয়া > শুনে গ. বেঞ্চ > বেঞ্চি ঘ. মুলা > মুলো
১০. 'নিদাঘ '- শব্দে 'নি' উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?
ক. গতি অর্থে খ. উত্তম অর্থে গ. নিষেধ অর্থে ঘ. নিশ্চয় অর্থে
১১. উপসর্গের প্রভাবে শব্দের কয় ধরনের পরিবর্তন ঘটে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১২. কোনটিতে স্বভাবতই ‘ষ’ হয়েছে? ক. বর্ষা খ. সুষমা গ. ঔষধ ঘ. ভবিষ্যৎ
১৩. শিরঃপীড়া এর সন্ধিবন্ধ রূপ কোনটি? ক. শিরপিড়া খ. শিরঃপীড়া গ. কিরপীড়া ঘ. শিরপীড়া
১৪. সংস্কৃত স্ত্রীবাচক শব্দের বিশেষণ কী হয়? ক. পুরুষবাচক খ. স্ত্রীবাচক গ. উভয়বাচক ঘ. নিত্য স্ত্রীবাচক
১৫. কোন ক্ষেত্রে সাধারণত ‘ণ’ হয় না, ‘ন’ হয়? (ক) প্রত্যয়যুক্ত শব্দে (খ) উপসর্গযুক্ত শব্দে (গ) বিভক্তিযুক্ত শব্দে (ঘ) সমাসবদ্ধ শব্দে
১৬. ‘অহিংসা পরম ধর্ম’—এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সুনীতি (খ) সত্কাজ (গ) উত্কর্ষ (ঘ) স্বভাব
১৭. কোন কোন পদের বচনভেদ হয়? ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষ্য ও ক্রিয়া গ. সর্বনাম ও ক্রিয়া ঘ. বিশেষণ ও সর্বনাম
১৮. কী ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়?
ক. কালভেদে খ. পুরুষভেদে গ. বচনভেদে ঘ. স্থানভেদে
১৯. উপমান কর্মধারয় সমাসে কী থাকে না? ক. সাধারণ ধর্ম খ. উপমেয়। গ. অভিন্নতা ঘ. ন্যায়
২০. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? ক. তেপায়া খ. দোলনা গ. চৌচালা ঘ. পঞ্চভূত
২১. কোনটি আরবি উপসর্গ?
ক. না খ. লা গ. কম ঘ. আ
২২. বিদেশি ধাতু কোনটি?
ক. ফির্ খ. বুঝ্ গ. গঠ্ ঘ. স্থা
২৩. প্রত্যয় সাধিত পদ কোন পদ হয়? ক. বিশেষ্য খ. বিশেষণ গ. বিশেষ্য ও বিশেষণ ঘ. ক্রিয়া
২৪. কোন শব্দে ‘জাত’ অর্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. দখনে খ. দখিনা গ. হাতা ঘ. চাষা
২৫. ভাব বিশেষণ কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৬. অসম্পূর্ণ ধাতু কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২৭. ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন—এ বাক্যে অব্যয়ের বিশেষণ কোনটি?
ক. ধিক্ খ. শত গ. তারে ঘ. নির্লজ্জ
২৮. কোন বাক্যের কর্তা নিরপেক্ষ? (ক) তোমরা বাড়ি এলে আমি রওনা হব
(খ) তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে? (গ) সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল (ঘ) যত্ন করলে রত্ন মেলে
২৯. কোন যতি চিহ্নে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়?
(ক) দাঁড়ি (খ) বিস্ময়। (গ) জিজ্ঞাসা (ঘ) সেমিকোলন
৩০ ‘বাধিত’ শব্দের রীতিসিদ্ধ অর্থ কোনটি?
(ক) কৃতজ্ঞ (খ) বাধাপ্রাপ্ত। (গ) নির্দেশ (ঘ) অনুগত

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post