Ad-1

Wednesday, February 26, 2020

৬. আবেগ শব্দ কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখ

আবেগ-শব্দ (Interjection):

আবেগ-শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। এ ধরনের শব্দে তীব্র আবেগ, অনুভূতি ও মনােভাব ব্যক্ত হয়। যেমন : বাহ্! কী চমক্কার রং ! আরে ! আপনি কখন এলেন? প্রথাগত ব্যাকরণে এগুলি অনন্বয়ী, মনােভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয় নামে পরিচিত। এ ধরনের শব্দ বাক্যের অন্য পদগুলাের সঙ্গে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে।

আবেগ-শব্দের শ্রেণিবিভাগ মানুষের আবেগ বিচিত্র, সব যে শব্দের আকার পায়, তাও নয়। তবু প্রকাশ অনুসারে আবেগ-শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন :

১. সিদ্ধান্তবাচক আবেগ-শব্দ (assertive interjection) : এ ধরনের আবেগ-শব্দের সাহায্যে অনুমােদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। যেমন : হুঁ, মনে হচ্ছে একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বেশ, তাহলে রাতেই রওনা করুন। না, কাউকে আমি এখান থেকে নড়তে দেব না। উঁহু, ওসব ঝামেলাতে আমি নেই।'

২. প্রশংসাবাচক আবেগ-শব্দ (appreciative interjection) : এ ধরনের আবেগ-শব্দ প্রশংসা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন : শাবাশ ! একটা খেলার মতাে খেলা দেখালে। বাঃ! বড় চমৎকার ছবি এঁকেছ তাে।

৩. বিরক্তিসূচক আবেগ-শব্দ (interjection of disgust) : এ ধরনের আবেগ-শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনােভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন : ছিঃ ছিঃ এ তুমি কী বললে ! কী জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব!

৪. ভয় ও যন্ত্রণাবাচক আবেগ-শব্দ (interjection of fear or suffering) : এ ধরনের আবেগ-শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন: উঃ এত অশান্তি কি সহ্য হয় ! আঃ কী কষ্টই না পাচ্ছি!

৫. বিস্ময়সূচক আবেগ-শব্দ (interjection of surprise) : এ ধরনের আবেগ-শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন : আরে, তুমি কবে দেশে ফিরলে! অ্যা, বলছ কী? তুমিই লটারি জিতেছ!

. করুণাসূচক আবেগ-শব্দ (interjection of pity) : এ ধরনের আবেগ-শব্দ করুণা, সহানুভূতি ইত্যাদি মনােভাব প্রকাশ করে। যেমন : আহা! মা-মরা মেয়েটার কী কষ্ট! হায়! হায়! এখন ওদের কে দেখবে।

৭. সম্বােধনসূচক আবেগ-শব্দ (vocative interjection) : এ ধরনের আবেগ-শব্দ সম্বােধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন : হে বন্ধু , তােমাকে অভিনন্দনওরে, তুই কোথায় চললি?

৮. আলংকারিক আবেগ-শব্দ (figurative interjection) : এ ধরনের আবেগ-শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি।

 


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post