Ad-1

Tuesday, May 31, 2022

পাছে লোকে কিছু বলে

২৪. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?

ক. ম্রিয়মাণ থাকার জন্য    খ. প্রাণহীন থাকার জন্য

গ. হতাশাগ্রস্ত হওয়ার জন্য    ঘ. উচ্ছ্বল থাকার জন্য

২৫. কবি কখন উপেক্ষার ছলে চলে যান?

ক. স্নেহের কথায় ব্যথা দূর হতে পারে জেনেও    খ. নির্মল নয়নের জলে কাঁদতে চেয়েও

গ. দুঃখীর জন্যে প্রাণ কাঁদলেও        ঘ. হৃদয়ে অনেক শুভ্র চিন্তা উঠলেও

২৬. পাছে লোকে কিছু বলেকবিতার মূল বক্তব্য হলো

i. নিজেকে গুটিয়ে না রাখা        ii. সমালোচনায় কান না দেওয়া

iii. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

২৭. মহৎ কোনো উদ্দেশ্যে সবাই একত্র হলেও কবি তাদের সঙ্গে মিশতে পারেন না। কারণ

i. সমালোচনাকে ভয় পান বলে    ii. পাছে লোকে কিছু বলে, এই চিন্তায়

iii. শুভ্রচিন্তা হৃদয়ের তলে মিশে যায় বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিশুকাল থেকে নিজেকে ঢেকে রাখার চেষ্টা আবীরের। সবকিছুতে তার কেবল দোটানা আর দ্বিধাভাব। কুয়াশার চাদরের মতো কী যেন জাপটে ধরে রাখে আবীরকে! সে অত্যন্ত মেধাবী। তবুও বিদেশি কোম্পানির অত বড় পদেও চাকরিটা আবীর নেওয়ার সাহস পেল না।

২৮. ওপরের উদ্দীপকে কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে
কবিতার কোন ভাবটি প্রাসঙ্গিক?

ক. সাহস     খ. সংশয়    গ. সংকল্প     ঘ. উপেক্ষা

২৯. কবি কামিনী রায়ের দৃষ্টিতে আবীরকে চাকরিতে যোগদান করানোর জন্যে প্রয়োজন

i. সাহসী হওয়া    ii. মনের বল বাড়ানো     iii. দোটানা ভাব ত্যাগ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i, ii iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় সত্যজিৎ রায়ের নায়ক’ সিনেমা দেখে শ্রেয়সী। তখন থেকে ওর মনে ছবির পরিচালক হওয়ার সাধ জাগে। ওর মাঝে যে সৃজনশীলতা আছে, তা কাজে লাগানো গেলে ভালো কাজ করা সম্ভব। কিন্তু সে বিশ্বাস বা আস্থা কোনোটাই শ্রেয়সীর নেই। তাই প্রতিভা থাকলেও নিজেকে আড়ালে রেখেছে সে।

৩০. উদ্দীপকে পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাব ফুটে উঠেছে?

ক. সংকল্প     খ. সংশয়    গ. সাহস     ঘ. হতাশা

৩১. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ

i. সংশয়ে সংকল্প সদা টলে    ii. সম্মুখে চরণ নাহি চলে    iii. বিধাতা দিছেন প্রাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ii     খ. i iii    গ. ii iii     ঘ. i,  ii iii

সঠিক উত্তর : ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক

 

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post