Ad-1

Wednesday, June 1, 2022

'দর্জি' কিভাবে 'খলিফা' হলো?

খলিফা অর্থ প্রতিনিধি।আর একজন প্রতিনিধি তাই করেন এবং তাই বলেন যা তার মালিক বলেন বা করতে বলেন।তার একটু বেশিও নয় আবার কমও নয়।
তেমনিভাবে একজন দর্জি তাই করেন যা একজন ব্যক্তির কাছ থেকে পরিমাপ নেন।যেমনঃ আমি শার্ট সেলাতে গেলাম শার্টের কলারের মাপ আমি দেড় ইঞ্চি দিলে দর্জি দেড় ইঞ্চিই দেয়। এরচেয়ে বেশি দিলে বা কম দিলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না।
অনুরুপভাবে আল্লাহর খলিফারাও তাঁর হুকুমের কম বেশি করে না,সে জন্য তাদের খলিফা বলে।সে অর্থে খলিফা বা দর্জিও তার ক্লায়েন্টের হুকুমের বাইরে করে না বলে তাকে খলিফা বলে।

No comments:

Post a Comment

Recent Post

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের আর্থিক লাভ..

১৯৭১ সালে বাংলাদেশকে সাহায্য করতে এসে ভারতের প্রাপ্তি লেখক: আরিফুল হক ভারতের আর্থিক প্রাপ্তি (জাতিসংঘের মাধ্যমে): ১) যুক্তরাষ্ট্র থেকে: ৮,৯১...

Most Popular Post