উপসর্গযোগে শব্দ গঠনঃ-
১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক) আঠারোটি খ) উনিশটি গ) কুড়িটি ঘ) একুশটি
২. সংস্কৃত ও বাংলা উপসর্গের মিল আছে কয়টির?
ক) ৩টি খ) ৪ টি গ) ৫ টি ঘ) ৬ টি
প্রত্যয়যোগে শব্দ গঠন ঃ-
১ . 'সৌন্দর্য '- শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি সঠিক?
ক) সুন্দর + য। খ) সুন্দ + অর্য। গ) সুন + দর্য ঘ) সুন্দ + ঐর্য
২ . 'মুক্ত'- শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) মু+ ক্ত। খ) মুক + ত। গ) মুহ + ক্ত। ঘ) মুচ + ক্ত
বাক্য
১. একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকে?
ক) ২টি খ) ৩টি৷ গ) ৪টি ঘ) ৫টি
২. বাংলা বাক্যের ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে?
ক) বাক্যের মাঝে৷ খ) বাক্যের শেষে৷ গ) বাক্যের শুরুতে ঘ) বাক্যের যে কোন স্থানে।
৩. বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসত্তি ঘ) অর্থসংগতি
৪. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসত্তি ঘ) রীতিসিদ্ধতা
৫. বাক্যের কয়টি অংশ?
ক) দুটি৷ খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৬. গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৭. জটিল বাক্যের অপর নাম কী?
ক) যৌগিক বাক্য খ) সরল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) আশ্রিত বাক্য।
৮. বাক্যের একক কী?
ক) উক্তি খ) ধ্বনি৷ গ) ভাষা ঘ) শব্দ
৯. 'যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে' - এটি কোন বাক্যের উদাহরণ?
ক) সরল বাক্যের খ) যৌগিক বাক্যের গ) সংযুক্ত বাক্যের ঘ) মিশ্র বাক্যের
১০. একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কী বলে,?
ক) সরল খ) যৌগিক৷ গ) জটিল ঘ) মিশ্র
১. একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকে?
ক) ২টি খ) ৩টি৷ গ) ৪টি ঘ) ৫টি
২. বাংলা বাক্যের ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে?
ক) বাক্যের মাঝে৷ খ) বাক্যের শেষে৷ গ) বাক্যের শুরুতে ঘ) বাক্যের যে কোন স্থানে।
৩. বাক্যের অর্থ পরিষ্কার বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসত্তি ঘ) অর্থসংগতি
৪. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসত্তি ঘ) রীতিসিদ্ধতা
৫. বাক্যের কয়টি অংশ?
ক) দুটি৷ খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৬. গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৭. জটিল বাক্যের অপর নাম কী?
ক) যৌগিক বাক্য খ) সরল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) আশ্রিত বাক্য।
৮. বাক্যের একক কী?
ক) উক্তি খ) ধ্বনি৷ গ) ভাষা ঘ) শব্দ
৯. 'যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে' - এটি কোন বাক্যের উদাহরণ?
ক) সরল বাক্যের খ) যৌগিক বাক্যের গ) সংযুক্ত বাক্যের ঘ) মিশ্র বাক্যের
১০. একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কী বলে,?
ক) সরল খ) যৌগিক৷ গ) জটিল ঘ) মিশ্র
বিরামচিহ্নঃ-
১. বিরাম চিহ্নের অপর নাম কী?
ক) উদ্ধরণচিহ্ন খ) ছেদচিহ্ন৷ গ) দ্যোতক চিহ্ন ঘ) বাগর্থ
২. কোলন চিহ্ন কোনটি?
ক) ঃ- খ)---- গ) - ঘ) :
৩. কমাকে বাংলায় কী বলে?
ক) পাদচ্ছেদ খ) ছেদচিহ্ন গ) লোপ চিহ্ন ঘ) প্রতীক চিহ্ন
৪. উপাধিক্রমের মধ্যে কী ব্যবহৃত হয়?
ক) সেমিকোলন খ) হাইফেন গ) ঊর্ধ্বকমা ঘ) কমা
৫. উর্ধ্বকমার অপর নাম কী?
ক) ঊর্ধ্ব চিহ্ন খ) লোপ চিহ্ন গ) দ্যোতক চিহ্ন ঘ) উদ্ধৃতি চিহ্ন
৬. কোন চিহ্নের কোনো বিরতি কাল নেই?
ক) কমা খ) ঊর্ধ্ব কমা গ) উদ্ধৃতি চিহ্ন ঘ) সেমিকোলন
৭. প্রত্যক্ষ উক্তির পূর্বে কোন চিহ্ন বসে?
ক) কমা খ) ঊর্ধ্ব কমা গ) উদ্ধৃতি চিহ্ন ঘ) সেমিকোলন
৮. বাক্যে সম্বোধন পদের পর কোন চিহ্নটি ব্যবহৃত হয়?
ক) কমা খ) ঊর্ধ্ব কমা গ) উদ্ধৃতি চিহ্ন ঘ) সেমিকোলন
৯. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক) এক বলতে যে সময় লাগে। খ) এক বলার দ্বিগুণ সময়।
গ) এক সেকেন্ড ঘ) থামার প্রয়োজন নেই।
১০. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে।
ক) দাঁড়ি খ) ইলেক গ) সেমিকোলন ঘ) কমা
১১. বাক্যে সামান্য বিরতির জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
ক) হাইফেন খ) কমা৷ গ) কোলন৷ ঘ) দাড়ি
১২. এক জাতীয় একাধিক শব্দ বাক্যে পাশাপাশি বসলে শব্দগুলোর মাঝে কোন চিহ্ন বসে?
ক) সেমিকোলন খ) ড্যাস গ) কমা ঘ) ঊর্ধ্ব কমা।
বানানঃ
১. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৩৫ *খ) ১৯৩৬ গ) ১৯৩৭ ঘ) ১৯৩৮
২. বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রকাশিত করে?
ক) ১৯৯০ খ) ১৯৯১ গ) ১৯৯২ ঘ) ১৯৯৩
৩. দিক দিয়ে বাংলা ভাষার শব্দসমূহ কত ভাগে বিভক্ত?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
৪. স্বভাবতই মূর্ধন্য ষ হয় কোন শব্দটিতে?
ক) ঈষৎ খ) অনুষ্ঠান গ) সুষ্ঠু ঘ) সুজনেষু
৫. বলতে কী বোঝায়?
ক) বাংলা খ) সংস্কৃত গ) ইংরেজি ঘ)আরবি
৬. বাংলা বানানের নিয়ম প্রবর্তনে সর্বপ্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কোন প্রতিষ্ঠান?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয় খ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ) বাংলা একাডেমি
৭. বাংলাদেশের 'প্রমিত বাংলা বানানের নিয়ম' প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি খ) এনসিটিবি
গ) বাংলা একাডেমী ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন শব্দের বানানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) অর্ধতৎসম খ) তৎসম গ) তদ্ভব ঘ) দেশি
৯.যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয় তাকে কি বলে?
ক) তৎসম বিধান খ) ণ-ত্ব বিধান গ) ষ-ত্ব বিধান ঘ) আট বিধান।
১০.নিচের কোন বানানটি সঠিক?
ক) মুদ্রণ খ) চিত্রন গ) আমন্ত্রন ঘ) মিশন
এক কথায় প্রকাশ
যিনি বক্তৃতাদানে পটু '- তাকে এক কথায় কী বলে?
ক) লিপ্সা খ) বাকপটু গ) বাগ্মী ঘ) বাচাল
বাগধারা
'জগদ্দল পাথর '- বাগধারাটির অর্থ কী?
ক) গুরুভার। খ) নির্মম। গ) বিশৃঙ্খলা ঘ) সুচতুর ব্যক্তি
১৯. 'সৌভাগ্যের বিষয়'- অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক) ঠোঁটকাটা খ) কেউকেটা গ) একাদশে বৃহস্পতি ঘ) গোঁফ খেজুরে
No comments:
Post a Comment