রূপতত্ত্ব
১.
বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক) কর্তৃপদ খ)
কর্মপদ। গ)
ক্রিয়াপদ ঘ)
বিশেষ্য পদ।
২. বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?
ক) কারক
খ)
বিভক্তি
গ)
উপসর্গ
ঘ) শব্দ।
৩. প্রথম পুরুষকে কী বলা হয়?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ)
নাম পুরুষ
ঘ) সবকটি।
৪. উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ কত প্রকার?
ক) দুই
খ ) তিন
গ) চার
ঘ)
পাঁচ।
৫.'উপসর্গের কাজ কী?
ক) নতুন অর্থবোধক শব্দ গঠন করা।
খ) নতুন বাক্য গঠন করা।
গ) বাক্যকে সৌন্দর্যমমণ্ডিত করা।
ঘ)
বাক্যের অলংকার বৃদ্ধি করা।
৬. যে কাজ করে তাকে কী বলে?
ক) কর্ম
খ)
কর্তা গ)
ক্রিয়া ঘ)
উদ্দেশ্য
৭. বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় বসে?
ক) আগে
খ)
পরে
গ)
পূর্বে ঘ)
মাঝে
৮. 'তারিখ'- কোন ভাষার শব্দ?
ক) আরবি খ)
ফারসি গ)
তুর্কি ঘ)
পর্তুগিজ
৯. 'দুই বা তার চেয়ে বেশি শব্দ এক সঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী
বলে?
ক) বিভক্তি খ)
উপসর্গ। গ)
সন্ধি ঘ)
সমাস।
১০. যে ক্রিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে বলে -----
ক) বিশেষ্য। খ)
অসমাপিকা ক্রিয়া গ)
সমাপিকা ক্রিয়া ঘ)
ক্রিয়া।
১১. নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
ক) বাঁশি খ)
পঙ্কজ। গ)
বাবুয়ানা ঘ)
পাঞ্জাবি।
১২. উৎকৃষ্ট'- শব্দের বিশেষ্য কী?
ক) উৎকর্ষ খ)
উৎকৃষ্ট গ)
উৎকর্ষতা ঘ)
উৎকৃষ্টতা।
১৩. প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক) আগে
খ) পরে গ)
সঙ্গে ঘ) মাঝে
১৪. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়
তাকে কী বলে?
ক) বিশেষণ খ)
সর্বনাম গ) অব্যয়
ঘ) ক্রিয়া
১৫. শব্দের পরে যে বিভক্তি বসে তাকে
কী বলে?
ক) নামবিভক্তি
খ)
ওনুজ্ঞা বিভক্তি গ) ক্রিয়া বিভক্তি ঘ)
পদবিভক্তি
১৬. 'নীলিমা'- শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়ে কোনটি?
ক) নীল + ইমা খ)
নীল + ঈমন। গ) নীল + মা ঘ)
নীল + ইমন
১৭. নাটিকা'- কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) সমার্থে খ) বৃহদার্থে গ) বিপরীতার্থে ঘ) ক্ষুদ্রার্থে
বাক্যতত্ত্ব
১. ভাষা বিচারে বাক্যের কয়টি গুণ থাকা
আবশ্যক?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৬টি
২. কোনটি বিবৃতিমূলক বাক্য?
ক) তুমি বলতে চাও কি খ) পরীক্ষায় সফল
হও গ) তোমার মঙ্গল হোক ঘ) সে আজ যাবে।
৩. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্যে
সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) পূর্ণতা
খ) আসত্তি
গ)যোগ্যতা
ঘ)
আকাঙক্ষা।
৪. যে ধরনের বাক্যে
ওনুরোধ,আদেশ,প্রার্থনা,আশীর্বাদ ,মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
ক) বিবৃতিমূলক
খ)
জিজ্ঞাসাবোধক বাক্য গ) ওনুজ্ঞাসূচক বাক্য ঘ)
বিস্ময়সূচক বাক্য
বিরাম
চিহ্ন
১. বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়?
ক) এক বলতে যে সময় লাগে খ)
১ সেকেন্ড গ)
২ সেকেন্ড ঘ)
৩সেকেন্ড
২. বিরামচিহ্নের অপর নাম কি?
ক) বিস্ময়চিহ্ন খ)
জিজ্ঞাসাচিহ্ন গ)
যতিচিহ্ন ঘ)
প্রশ্নচিহ্ন
৩. সম্বোধন পদের পর কী বসে?
ক) কোলন খ) সেমিকোলন গ)
কমা ঘ)
হাইফেন
৪. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের
ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
ক) কোলন
খ)
সেমিকোলন গ) কমা ঘ)
বিন্দু
অভিধান
১. অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক) ভুক্তি খ)
গ্রহণ গ)
অনুপ্রবেশ ঘ)
প্রবেশ
২. অভিধান কী শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ?
ক) উচ্চারণ খ)
শব্দ গ)
বানান ঘ)
বাক্য।
৩. যুক্তাক্ষর বর্ণানুক্রম কোনটি?
ক) ম্প, ম্ফ,ম্ভ,ম্ম খ)
গ্ধ,ঞ্চ,ঙ্ক,ঙ্খ গ)
ন্ট,ন্ড,ন্ত,ঙ্ক ঘ)
ঞ্ঝ,ট্ট,ড্ড,ক্ত
৪. বাংলা ভাষায় ওভিধান রচনায় প্রথম
চেষ্টা করেন কে?
ক) রাজা রামমোহন রায় খ)
উইলিয়াম কেরি গ) রামচন্দ্র বিদ্যাবাগিশ
ঘ) ম্যানুয়েল দ্যা আসসুম্পসাও
No comments:
Post a Comment