রূপতত্ত্ব
১.
বাক্যের অপরিহার্য অঙ্গ কোনটি?
ক) কর্তৃপদ খ)
কর্মপদ। গ)
ক্রিয়াপদ ঘ)
বিশেষ্য পদ।
২. বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?
ক) কারক
খ)
বিভক্তি
গ)
উপসর্গ
ঘ) শব্দ।
৩. প্রথম পুরুষকে কী বলা হয়?
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ)
নাম পুরুষ
ঘ) সবকটি।
৫.'উপসর্গের কাজ কী?
ক) নতুন অর্থবোধক শব্দ গঠন করা।
খ) নতুন বাক্য গঠন করা।
গ) বাক্যকে সৌন্দর্যমমণ্ডিত করা।
ঘ)
বাক্যের অলংকার বৃদ্ধি করা।
৬. যে কাজ করে তাকে কী বলে?
ক) কর্ম
খ)
কর্তা গ)
ক্রিয়া ঘ)
উদ্দেশ্য
৭. বাংলা বাক্যে ক্রিয়াপদ কোথায় বসে?
ক) আগে খ) পরে গ) পূর্বে ঘ) মাঝে
৯. 'দুই বা তার চেয়ে বেশি শব্দ এক সঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী
বলে?
ক) বিভক্তি খ)
উপসর্গ। গ)
সন্ধি ঘ)
সমাস।
১০. যে ক্রিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে বলে -----
ক) বিশেষ্য। খ)
অসমাপিকা ক্রিয়া গ)
সমাপিকা ক্রিয়া ঘ)
ক্রিয়া।
১২. উৎকৃষ্ট'- শব্দের বিশেষ্য কী?
ক) উৎকর্ষ খ)
উৎকৃষ্ট গ)
উৎকর্ষতা ঘ)
উৎকৃষ্টতা।
১৩. প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক) আগে
খ) পরে গ)
সঙ্গে ঘ) মাঝে
১৪. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয়
তাকে কী বলে?
ক) বিশেষণ খ)
সর্বনাম গ) অব্যয়
ঘ) ক্রিয়া
১৫. শব্দের পরে যে বিভক্তি বসে তাকে
কী বলে?
ক) নামবিভক্তি
খ)
ওনুজ্ঞা বিভক্তি গ) ক্রিয়া বিভক্তি ঘ)
পদবিভক্তি
১৬. 'নীলিমা'- শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়ে কোনটি?
ক) নীল + ইমা খ)
নীল + ঈমন। গ) নীল + মা ঘ)
নীল + ইমন
১। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা
ব্যাকরণের কোন অংশে হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ.
রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. বাগর্থতত্ত্বে
২। শব্দগঠনের জন্য ভাষিক উপাদান হলো-
i. প্রত্যয় ii.
বিভক্তি iii.
উপসর্গ ও সমাস
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩। প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক. পরে খ.
পূর্বে গ. মাঝে ঘ. সঙ্গে
৪। স্বাধীন ব্যবহার নেই যাদের- i. প্রত্যয় ii.
বিভক্তি iii.
উপসর্গ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৫। বিভক্তির নেই-
i. অর্থ ii.
স্বাধীন ব্যবহার iii.
শব্দগঠনের ক্ষমতা
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৬। শব্দের পরে যে-বিভক্তি বসে তাকে কী বলে?
ক. নামবিভক্তি খ.
পদবিভক্তি গ. শব্দবিভক্তি ঘ. ক্রিয়াবিভক্তি
৭। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির
প্রক্রিয়াকে কী বলে?
ক. বিভক্তি খ.
উপসর্গ গ. সন্ধি ঘ. সমাস
৮। শব্দ কত প্রকার?
ক. ৩ খ.
৪ গ. ৫ ঘ. ৬
৯। কোনো শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে, তা হলো-
i. ব্যক্তি, জাতির নাম
ii.
সমষ্টি, বস্তু, স্থানের নাম
iii.
কাল, ভাব, কর্ম
বা গুণের নাম
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১০। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক. বিশেষণ খ.
সর্বনাম গ. ক্রিয়া ঘ. অব্যয়
১১। বিশেষণ প্রকাশ করে-
i.
বিশেষ্য বা সর্বনামের গুণ ii. বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য iii.
ক্রিয়ার ভাব
ii.
নিচের কোনটি ঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১২। যে-শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে বলে-
i. বিশেষ্য ii.
বিশেষণ iii.
ক্রিয়া নিচের
কোনটি ঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১৩। ক্রিয়া প্রধানত কত প্রকার?
ক. ২ খ.
৩ গ. ৪ ঘ. ৫
১৪। যে-ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি
প্রকাশ, করে তাকে কী বলে?
ক. বিশেষ্য খ.
সমাপিকা ক্রিয়া গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১৫। যে-ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায়, তাকে কী বলে?
ক. বিশেষ্য খ.
সমাপিকা ক্রিয়া গ. অসমাপিকা ক্রিয়া ঘ. ক্রিয়া
১৬। বিশেষ্য শব্দের শেষে কী যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়?
ক. উপসর্গ খ.
অনুসর্গ গ. বিভক্তি ঘ. প্রত্যয়
১৭। কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়?
ক. দাদা খ.
মামা গ. উপাচার্য ঘ. খালা
১৮। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া
যায়?
ক. ২ খ.
৩ গ. ৪ ঘ. ৫
১৯। পক্ষ বা পুরুষ কত প্রকার?
ক. ২ খ.
৩ গ. ৪ ঘ. ৫
২০। যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার
দলের সবাইকে বোঝায়, তাকে বলে-
i. বক্তাপক্ষ ii.
শ্রোতাপক্ষ iii.
অন্যপক্ষ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i,
ii ও iii
২১। যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা
ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে বলে-
i.
বক্তাপক্ষ ii. শ্রোতাপক্ষ iii. অন্যপক্ষ
ii.
নিচের কোনটি ঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i,
ii ও iii
২২। শ্রোতাপক্ষ কোনটি?
ক. আমি খ.
তুমি গ. সে ঘ. তারা
২৩। 'ইচ্ছুক'-শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
ক. -অক খ.
-ইক গ.-উক ঘ.-আক
২৪। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ খ.
আহার গ. বিকল ঘ. হাতল
বাক্যতত্ত্ব
১। যে কাজ করে তাকে কী বলে?
ক. কর্ম খ. কর্তা গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য
২। বাংলা বাক্যের গঠনপ্রক্রিয়া হলো-
i. কর্তা কর্ম ক্রিয়া ii.
কর্ম + কর্তা + ক্রিয়া iii. কর্তা + ক্রিয়া + কর্ম
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৩। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৪। যে-বাক্যে কোনোকিছু বিবৃত করা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. হাঁ-বোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৫। বিবৃতিমূলক বাক্য কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৬। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে-বাক্য বলা হয়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৭। যে-ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৮। যে-ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ,
মিনতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৯। 'পিউ সিনেমা
দেখতে পছন্দ করে না।'- এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
১০। 'সৃষ্টিকর্তা
তোমার মঙ্গল করুন।'- এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য খ.
অনুজ্ঞাবাচক বাক্য গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
১১। কোনটি বিবৃতিমূলক বাক্য?
ক) তুমি বলতে চাও কি খ) পরীক্ষায় সফল হও গ) তোমার মঙ্গল হোক ঘ) সে আজ যাবে।
বিরাম চিহ্ন
১। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয়?
ক. দাঁড়ি খ. প্রশ্নচিহ্ন গ.
বিস্ময়চিহ্ন ঘ. বিরামচিহ্ন
২। দাঁড়িচিহ্নের জন্য কত সময়
থামতে হয়?
ক. এক সেকেন্ড খ. দুই
সেকেন্ড গ. তিন সেকেন্ড ঘ. চার সেকেন্ড
৩। হৃদয়াবেগ প্রকাশ পায় যার
মধ্য দিয়ে তা হলো-
i. ভয় ii.
ঘৃণা iii. আনন্দ ও দুঃখ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii গ.
i ও ii ঘ. i, ii ও
iii
৪। কমা অপেক্ষা বেশি বিরতির
প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ.
দাঁড়ি ঘ. হাইফেন
৫। সম্বোধন পদের পরে কী বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ.
হাইফেন
৬। সমজাতীয় একাধিক পদ পরপর
থাকলে কী বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ.
হাইফেন
৭। শব্দের সংক্ষিপ্ত
ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ.
বিন্দু
৮। যৌগিক ও মিশ্র বাক্যে
পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন খ. ড্যাশ গ. কমা ঘ.
বিন্দু
৯। সমাসবদ্ধ পদের অংশগুলো
বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ.
হাইফেন
১০। ত্রিপুরার অন্তর্গত ছিল
কোন জেলা?
ক. চট্টগ্রাম খ. বরিশাল গ.
সিলেট ঘ. কুমিল্লা
১১। 'অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়'-
এটি কোন জাতীয় বাক্য?
ক. বিস্ময়বোধক খ. বিবৃতিমূলক
গ. অনুজ্ঞাবোধক ঘ. অনুরোধসূচক
১২। বাক্যে কমা থাকলে কতক্ষণ
থামতে হয়?
ক) এক বলতে যে সময় লাগে খ) ১ সেকেন্ড গ) ২ সেকেন্ড ঘ) ৩সেকেন্ড
১৩. বিরামচিহ্নের অপর নাম কি?
ক) বিস্ময়চিহ্ন খ) জিজ্ঞাসাচিহ্ন গ) যতিচিহ্ন ঘ) প্রশ্নচিহ্ন
অভিধান
১। শব্দের সংগ্রহ-জাতীয়
গ্রন্থকে কী বলে?
ক. অভিধান খ. শব্দকোষ গ. শব্দার্থকোষ ঘ. শব্দমালা
২। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায় খ. উইলিয়াম কেরি গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ ঘ. মানুএল দা
আসসুম্পসাঁউ
৩। বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে?
ক. রাজা রামমোহন রায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ ঘ.
উইলিয়াম কেরি
৪। বাংলা-পোর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়?
ক. ১৭৪১ খ. ১৭৪২ গ. ১৭৪৩ ঘ. ১৭৪৪
৫। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?
ক. সরল বাংলা অভিধান খ. বঙ্গভাষাভিধান গ. ডিকশনারি ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
৬। 'বঙ্গভাষাভিধান'
কখন প্রকাশিত হয়?
ক. ১৮১৬ খ. ১৮১৭ গ. ১৮১৮ ঘ. ১৮১৯
৭। অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক. ভুক্তি খ. গ্রহণ গ. অনুপ্রবেশ ঘ. প্রবেশ
৮। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. কআঅউ খ. উঋছ অ গ. জদর আ ঘ. ও ঔংঃ
৯। যুক্তাক্ষর বর্ণানুক্রম
কোনটি?
ক) ম্প, ম্ফ,ম্ভ,ম্ম খ) গ্ধ,ঞ্চ,ঙ্ক,ঙ্খ গ) ন্ট,ন্ড,ন্ত,ঙ্ক ঘ) ঞ্ঝ,ট্ট,ড্ড,ক্ত
১০। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ কোনটি ঠিক?
ক. আক্কেল, অনাথ খ. গচ্ছা, কুমোর গ. তারিফ, ছোপ ঘ. নিখিল, সচরাচর
১১। অভিধান কী শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ?
ক) উচ্চারণ খ) শব্দ গ) বানান ঘ) বাক্য।
No comments:
Post a Comment