Ad-1

Friday, September 8, 2023

সাক্ষ্য আইন-১৮৭২

* সাক্ষ্য আইন কত সালের? ---- ১৮৭২ সালের।

* প্রণয়ন হয়-- ১৫ই মার্চ ১৮৭২

* কার্যকর হয়-- ১লা সেপ্টেম্বর ১৮৭২ সালে।

* সাক্ষ্য আইনের মোট ধারা --- ১৬৭ ধারা।

* অধ্যায় আছে -- ১১টি।

* সাক্ষ্য আইন --একটি প্রকার পদ্ধতিগত আইন।

* সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে - ৩ ধারায় 

* সাক্ষ্যকে ভাগ করা হয়েছে - ২ ভাগে[মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য ]

* মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে - বর্ণিত ৬০ ধারায়। 

* সাক্ষ্য আইন অনুযায়ী কয় ধরনের বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই?--- ৩ ধরনের।

১. Fact judicially noticeable [বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ ]

২. Facts admitted [স্বীকৃত বিষয় ]

৩. Facts which the laws presume in favour of party [৮৬-৮৮ ধারা]

* বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই[Fact judicially noticable need not be proved] বলা হয়েছে - ৫৬ ধারায়। 

* যে সকল বিষয়ে আদালত অবশ্যই দৃষ্টিগোচর নিবে বলা হয়েছে - ৫৭ ধারায়। 

* ১১টি বিষয়ে আদালতকে দৃষ্টিগোচর নিতে হবে "- বলা হয়েছে - ৫৭ ধারায়। 

* স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই বলা হয়েছে - ৫৮ ধারায়। 

* ৩০ বছর ধরে জীবিত, তাকে মৃত দাবী করলে তা প্রমাণ করতে হবে - ১০৭ ধারায় [[Burden proof of death]

* ৭ বছর ধরে কোন খুঁজ-খবর নেই,সে জীবিত তা প্রমাণ করতে হবে - ১০৮ ধারায় [Burden proof of alive]

* পূর্ববর্তী লিখিত বক্তব্য নিয়ে জেরা করা যায় - ১৪৫ ধারা অনুসারে।

* জেরায় আইনসম্মত প্রশ্ন করা যায় - ১৪৬ ধারা অনুসারে। 

জেরায় প্রশ্ন করা বৈধ:-

১. সত্যবাদিতা পরীক্ষা করা।

২. তার পরিচয় ও মর্যাদা জানা যায়।

৩. চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা।


★ সাক্ষ্য আইনের ২৫ ধারায় পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি অপ্রাসঙ্গিক।

২৬ ধারায় পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত থাকলে অপ্রাসঙ্গিক শুধু ম্যাজিষ্ট্র্যাট থাকলে সাক্ষ্য প্রাসঙ্গিক।

তবে ২৭ ধারায় পুলিশ এর নিকট আলামত প্রাসঙ্গিক।



No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post