Ad-1

Friday, September 8, 2023

সাক্ষ্য আইন-১৮৭২

* সাক্ষ্য আইন কত সালের? ---- ১৮৭২ সালের।

* প্রণয়ন হয়-- ১৫ই মার্চ ১৮৭২

* কার্যকর হয়-- ১লা সেপ্টেম্বর ১৮৭২ সালে।

* সাক্ষ্য আইনের মোট ধারা --- ১৬৭ ধারা।

* অধ্যায় আছে -- ১১টি।

* সাক্ষ্য আইন --একটি প্রকার পদ্ধতিগত আইন।

* সাক্ষ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে - ৩ ধারায় 

* সাক্ষ্যকে ভাগ করা হয়েছে - ২ ভাগে[মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য ]

* মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে - বর্ণিত ৬০ ধারায়। 

* সাক্ষ্য আইন অনুযায়ী কয় ধরনের বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই?--- ৩ ধরনের।

১. Fact judicially noticeable [বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহ ]

২. Facts admitted [স্বীকৃত বিষয় ]

৩. Facts which the laws presume in favour of party [৮৬-৮৮ ধারা]

* বিচারিকভাবে দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই[Fact judicially noticable need not be proved] বলা হয়েছে - ৫৬ ধারায়। 

* যে সকল বিষয়ে আদালত অবশ্যই দৃষ্টিগোচর নিবে বলা হয়েছে - ৫৭ ধারায়। 

* ১১টি বিষয়ে আদালতকে দৃষ্টিগোচর নিতে হবে "- বলা হয়েছে - ৫৭ ধারায়। 

* স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই বলা হয়েছে - ৫৮ ধারায়। 

* ৩০ বছর ধরে জীবিত, তাকে মৃত দাবী করলে তা প্রমাণ করতে হবে - ১০৭ ধারায় [[Burden proof of death]

* ৭ বছর ধরে কোন খুঁজ-খবর নেই,সে জীবিত তা প্রমাণ করতে হবে - ১০৮ ধারায় [Burden proof of alive]

* পূর্ববর্তী লিখিত বক্তব্য নিয়ে জেরা করা যায় - ১৪৫ ধারা অনুসারে।

* জেরায় আইনসম্মত প্রশ্ন করা যায় - ১৪৬ ধারা অনুসারে। 

জেরায় প্রশ্ন করা বৈধ:-

১. সত্যবাদিতা পরীক্ষা করা।

২. তার পরিচয় ও মর্যাদা জানা যায়।

৩. চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা।


★ সাক্ষ্য আইনের ২৫ ধারায় পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি অপ্রাসঙ্গিক।

২৬ ধারায় পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত থাকলে অপ্রাসঙ্গিক শুধু ম্যাজিষ্ট্র্যাট থাকলে সাক্ষ্য প্রাসঙ্গিক।

তবে ২৭ ধারায় পুলিশ এর নিকট আলামত প্রাসঙ্গিক।



No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post