Ad-1

Wednesday, April 24, 2024

উপেক্ষিত শক্তির উদ্বোধন

 

উপেক্ষিত শক্তির উদ্বোধন

৪।হরিনামপুরের চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়ে উপলক্ষে বিরাট আয়োজন।এলাকার ধনী-গরিব সবাই এসেছেন দাওয়াত খেতে। দরিদ্র কৃষক গণি মিয়াও তাঁর ছেলে গিয়াসকে নিয়ে দাওয়াত খেতে এসেছেন। কিন্তু বিপত্তি ঘটল গিয়াসের হাত থেকে পড়ে একটি গ্লাস ভেঙে যাওয়ায়। চেয়ারম্যান সাহেবের স্ত্রী স্বামীর ওপর রাগ করে বললেন—‘এসব ছোটলোকদের দাওয়াত দিয়ে ভুল করেছ। ওরা কি এক সারিতে বসে খাওয়ার যোগ্য?’ চেয়ারম্যান তাকে থামানোর চেষ্টা করে বলেছেন, ‘এদের কারণেই আমি আজ হরিনামপুরের চেয়ারম্যান।

) ‘বোধন বাঁশি কী?

) আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন?                        

) উদ্দীপকের চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বর্ণিত কাদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

()‘এরাই তো আমাদের ভাগ্য নিয়ন্তা’—উদ্দীপকের চেয়ারম্যানের এই বক্তব্যে যে মানসিকতার পরিচয় মেলে, তা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। 

                

পয়লা বৈশাখ

চৈত্রের শেষে ব্যবসায়ী আতিক সাহেবের মন আনন্দে ভরে ওঠে। নতুন বছরকে স্বাগত জানাতে তিনি উন্মুখ হয়ে থাকেন, যাতে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নব উদ্যমে ব্যবসায়িক কাজকর্ম চালাতে পারেন। তিনি মনে করেন, নববর্ষ বাঙালির ঐতিহ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।

ক) প্রত্যক্ষ অভিঘাতশব্দটি পয়লা বৈশাখরচনায় কোন প্রসঙ্গে ব্যবহূত হয়েছে?

খ) নববর্ষ উদ্যাপনের ক্ষেত্রে কোন মৌলিক ঐক্যটি আমাদের চোখে পড়ে? ব্যাখ্যা করো। ২

গ) উদ্দীপকটি পয়লা বৈশাখপ্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩

ঘ) নববর্ষ বাঙালির ঐতিহ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীকএ বিষয়ে তোমার নিজস্ব অভিমত ব্যাখ্যা করো।

 

 

 

 

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post