Ad-1

Showing posts with label ৯ম-১০ম শ্রেণি বাংলা প্রথম. Show all posts
Showing posts with label ৯ম-১০ম শ্রেণি বাংলা প্রথম. Show all posts

Tuesday, November 26, 2019

বাংলা প্রথম মডেল টেস্ট-০২

[সূত্র:CS/TM-40/9102]
শ্রেণি : দশম [বিষয়কোড : ১০১
বিষয়: বাংলা ১ম পত্র (সৃজনশীল)।
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০
ক ও খ বিভাগ থেকে ন্যূনতম দুইটি এবং গ ও ঘ বিভাগ থেকে ন্যূনতম একটি সহ মােট সাতটি প্রশ্নের উওর দিতে হবে ।

ক-বিভাপ (গদ্য)।
খ-বিভাগ (পদ্য)।

গ-বিভাগ (উপন্যাস)
জয় বাংলা বাংলার জয়।
হবে হবে হবে
হবে নিশ্চয়।
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তাে সময়....
ক. উপন্যাসের প্রধান উপাদান কোনটি?
খ. বুধ গ্রাম ছেড়ে পালায় না কেন?
গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তবতা কতটুকু ফুটে উঠেছে আলােচনা কর।
ঘ, “উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের ভয়াবহতা ও নিষ্ঠুরতাকে তুলে ধরেনি”- আলোচনা করে বুঝিয়ে দাও।
৯. লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক কিশাের উপন্যাস 'আমার বন্ধু
রাশেদ'। এ গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কিশাের বয়সীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময়ে কিশােরেরা কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তিযােদ্ধাদের সহযােগিতা করেছে- শত্রুর অবস্থান জানিয়ে দিয়ে, অস্ত্র বহন করে, বিভিন্ন অপারেশন সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে এক একজন বীরযােদ্ধা হয়ে উঠেছে তারই চিত্রময় বর্ণনা এ উপন্যাস।
ক, উপন্যাসিক সেলিনা হােসেনের জন্ম কত সালে?
খ. 'স্বাধীনতা খুব দরকার’- বুধার এ উপলব্ধি কেন?
গ. উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন দিকটিকে উন্মোচিত করে আলােচনা কর ।
ঘ. উদ্দীপক এবং কাকতাড়ুয়া উপন্যাসের মূলচেতনা একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ কর। ৪

ঘ-বিভাগ (নাটক)
১০। সম্প্রতি চট্টগ্রামে নিজের অমতে বিয়ের সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে থানায় হাজির হয়েছে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ওই ছাত্রীকে নিয়ে অভিভাবকদের কাছে গিয়ে বিয়ে বন্ধ করেন। অভিভাবকরাও তাদের ভুল
বুঝতে পারেন এবং মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন বলে অভিমত দেন।মেয়েটির এমন সাহসী পদক্ষেপে তার বন্ধু ও সহপাঠীর দারুনভাবে অনুপ্রাণিত হয়।
ক, বহিপীর নাটকের প্রকাশকাল কত?
খ. তাহেরাকে নারী জাগরণের প্রতীক বলা হচ্ছে কেন?
ক. বহিপীর নাটকের শেষ সংলাপটি কার?
খ. হাতেম আলী চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ. উদ্দীপকের ছাত্রীর সঙ্গে 'বহিপীর নাটকের তাহেরার বৈপরীত্য বিচার কর। ৩
ঘ. 'কুসংস্কার ও অশিক্ষাই নারী স্বাধীনতার প্রধান প্রতিবন্ধকতা' উদ্দীপক ও বহিপীর’ নাটকের আলােকে আলােচনা করে বুঝিয়ে দাও।।

Tuesday, October 15, 2019

বহুনির্বাচনী প্রশ্নোত্তর


প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
বঙ্গবাণী
১। ‘দেশি ভাষা’ বলতে বোঝানো হয়েছে কোনটি?
ক. সংস্কৃত খ. বাংলা গ. প্রাকৃতিক ঘ. আরবি-ফারসি ভাষা
২। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা গ. হিন্দি ভাষা ঘ. গুজরাটি ভাষা
৩। ‘সংস্কৃত ভাষা’ নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার খ. আরবি ভাষার প্রতি মমতা যার গ. মারফতের জ্ঞান নেই যার ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
৪। আবদুল হাকিমের মতে কাদের জন্ম পরিচয় নেই?
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
৫। ‘বঙ্গবাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলা খ. বাংলা বাক্য গ. বাংলা কথা ঘ. বাংলা ভাষা
৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার খ. বিদেশি গ. সংস্কৃত ঘ. আরবি ভাষার
৭। কবি আবদুল হাকিমের কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
ক. আরবি ভাষায় খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. বাংলা ভাষায়
৮। কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না গ. যারা বই পড়তে পারে না ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য কোনটি?
ক. দেশপ্রেম খ. ভাষাপ্রেম গ. জাতিপ্রেম ঘ. সংস্কৃতি প্রেম
১০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলা আমার গ. তিতাস ঘ. বঙ্গবাণী
১১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল খ. দেবতা গ. আল্লাহ ঘ. ফেরেশতা
১২। বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস খ. কপোতাক্ষ গ. সাত সাগরের মাঝি ঘ. বঙ্গবাণী
১৩. কবি আবদুল হাকিমের রাগ নেই কোন ভাষায়?
ক. ফরাসি ভাষায় খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. বাংলা ভাষায়
১৪। কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কোনটি?
ক. শিক্ষিত মানুষের তুষ্টি খ. কবিদের মনোতুষ্টি গ. আত্মপ্রচার ঘ. সাধারণ মানুষের তুষ্টি.

কপোতাক্ষ নদ

১। ‘সতত, হে নদ, তুমি পড়ো মোর মনে’—কার কথা মনে পড়ে?
ক. বাংলাদেশের কথা খ. ব্রহ্মপুত্র নদের কথা
গ. যশোরের সাগরদাঁড়ির কথা ঘ. কপোতাক্ষ নদের কথা
২। কবি নিশার স্বপনে মায়ামন্ত্র ধ্বনির মতো কী শোনেন?
ক. নদীর কলকল ধ্বনি খ. পাখির কাকলি
গ. কোকিলের কুহুতান ঘ. দোয়েলের গান
৩। কপোতাক্ষের কলকল ধ্বনিতে কবির কী জুড়ায়?
ক. অন্তর খ. চোখ খ কান ঘ. মন
৪। কবিতায় কবি ‘ভ্রান্তির ছলনে’ বলতে কী বুঝিয়েছেন?
ক. ভুলের ছলনায় খ. মায়ার গ. স্বপনের ঘ আশার ছলনায়
৫। কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?
ক. নিশার স্বপন খ. স্নেহের তৃষ্ণা গ. নদীর কলকল ঘ. মায়া মন্ত্রধ্বনি
৬। কপোতাক্ষ নদ প্রজা হিসেবে কাকে রাজরূপ কর দেয়?
ক. নদীকে খ. সাগরকে গ. উপসাগরকে ঘ. দেশের রাজাকে
৭। ‘আর কি হবে দেখা?’ এখানে কবির কী প্রকাশ পেয়েছে?
ক. ছলনা খ. প্রত্যাশা গ. সন্দেহ ঘ. উৎকণ্ঠা
৮। শৈশবের বেদনা-বিধুর স্মৃতি কবির মনে কী জাগিয়েছে?
ক কাতরতা খ. কান্না গ. বেদনা ঘ. আবেগ
৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকে ভাবের প্রবর্তনা হিসেবে কী প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ. স্মৃতিকাতরতা ঘ. দুঃখ-বেদনা
১০। ‘কপোতাক্ষ নদ’ সাগরকে কী দেয়?
ক. জল দেয় খ. বিনিময় গ. জলরূপ কর দেয় ঘ. মাছ দেয়।

Monday, October 14, 2019

বাংলা প্রথম মডেল টেস্ট -০১

[সূত্র:CS/MAXE TSET/9102/TON DETCELES]
বিষয় : বাংলা প্রথম পত্র
শ্রেণি : দশম
বহু নির্বাচনী প্রশ্ন
মান : ৪০
১। মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরীর নাম কী?
ক. মক্কা             খ. মদিনা             গ. তায়েফ             ঘ. জেরুজালেম
   উদ্দীপকটি পড়ে নিচের ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তিন দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে
দারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে।
হে দয়াল নবী, দাও কিছু মোরে নহিলে পরানে মরি—
২। এই বক্তব্যের বিপরীত ভাবধারণ করেছে কোন চরিত্রটি?
ক. অভাগী              খ. মমতাদি         গ. নিরূপমা                 ঘ. সর্বজয়া
৩। উক্ত চরিত্রের বৈশিষ্ট্য নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
ক. বাগ্দী দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না।
খ. হ্যাঁ, আমি রাঁধুনী। আমায় রাখবেন। আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব।
গ. ও রকম একটা বড় মানুষের আশ্রয়—এ গাঁয়ে তোমার আছে কী? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা।
ঘ. শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয় টাকাটা শোধ করিয়া দিব।
৪।‘নিমের হাওয়া ভালো, থাক কেটো না’—বিজ্ঞজনদের এ কথা বলার কারণ কী?
ক. নিমগাছের বাহ্যিক উপকারিতার কারণে        খ. নিমগাছের ঔষধি গুণের কারণে
গ. নিমগাছের বাহ্যিক সৌন্দর্যের কারণে                ঘ. নিমগাছ পরিবেশবান্ধব বলে
৫. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য নিরূপমা কী করতে চাইল?
ক. দাঁতে দাঁত চেপে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে মনস্থির করল
খ. দিন কতক বাপের বাড়ি যাওয়ার জন্য অধীর হয়ে উঠল
গ. পণের বাকি টাকা শোধ না করতে মনস্থ করল
ঘ. নিরূপমার স্বামীকে যে পণের টাকা চান না, সে কথাটি পিতাকে জানিয়ে দিল
৬. দুলে সম্প্রদায়ের কাজ কী?
i. মৃতদেহ সত্কার করা                ii. পালকি বহন করা         iii. জুতা-ব্যাগ সেলাই করা
নিচের কোনটি সাঠিক?
ক. i             খ. ii            গ. iii              ঘ. ii ও iii
৭.কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপু বিশ্বাস করে?
ক. দুই পয়সা দামের পিস্তলটির          খ. শুকনো নাটা ফলের
গ. খাপরাগুলির                                    ঘ. কড়ির চুপড়ির কড়িগুলোর
৮.কোন কথাটি নিরেট সত্য?
i. কার্যক্ষেত্রে নেমে কাজ করবার শক্তি ভদ্র সম্প্রদায়ের নেই
ii. দেশের দুর্দশা, জাতির দুর্গতি ভদ্র সম্প্রদায় বোঝে।
iii. দেশের দুর্গতি, দুর্ভাগ্যের কথা লোককে বুঝিতে তাদের কাঁদাতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii                 খ. ii ও iii                 গ. i                  ঘ. i, ii ও iii
৯. বাংলাদেশের উৎসব : নববর্ষ গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
ক. কবীর চৌধুরী          খ. মোবারক হোসেন            গ. ড. এনামুল হক      ঘ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
১০.‘বই পড়া’ প্রবন্ধের মূল বক্তব্য কোনটি?
ক. বই পড়ায় আগ্রহ সৃষ্টি করা             খ. সাহিত্যচর্চায় গুরুত্বারোপ করা
গ. জ্ঞানার্জনের জন্য উপদেশ দেওয়া        ঘ. শিক্ষা পদ্ধতির পরিবর্তন করা
১১. মোতাহার হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়         খ. রবীন্দ্রনাথ ঠাকুর        গ. প্রমথ চৌধুরী     ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী
১২.‘আসল কথা এই যে, ছোটগল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণাবয়ব আলোচনা থাকিতে পারে না’—এ কথা কে বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর          খ. শ্রীশ চন্দ্র দাশ        গ. এডগার অ্যালানপো    ঘ. এইচ জি ওয়েলস
১৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্ঠকের মিলবিন্যাস কিরূপ?
ক. কখ, কখ, খক         খ. কখ, গঘ, ঙচ        গ. গঘ, গঘ, গঘ             ঘ. ঘঙ, ঘঙ, চচ
১৪. আমাদের জীবনের উদ্দেশ্য কোনটি নয়?
ক. অতীতের সুখময় দিনগুলোর স্মৃতিচারণা করা        খ. মিথ্যা সুখের আশা করে দুঃখ বাড়ানো
গ. ভবিষ্যৎ জীবনের ওপর নির্ভর করা                    ঘ. সংসারকে সমরাঙ্গন মনে না করা
১৫.‘মানুষ’ কবিতার কোন চরণে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে?
ক. ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
খ. তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি
গ. ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার
ঘ. হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়
১৬. নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হওয়ার কথা কোন চরণে ব্যক্ত হয়েছে?
ক. সাকিনা বিবির কপাল ভাঙল                খ. সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর
গ. মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের
ঘ. হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে
১৭. ‘আমার দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন’—চরণটির সাথে সাদৃশ্য বাক্য কোনটি?
i. হাত রাখো বৈঠায় লাঙলে
দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর
ii. দেখো, মাটিতে আমার গন্ধ
iii. আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii          খ. i ও iii             গ. ii ও iii                 ঘ. i, ii ও iii
১৮.‘আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা।
উদ্ধৃতাংশটির বিপরীত অনুভব কোন চরণে ফুটে উঠেছে?
i. সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
ii. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
iii. এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii                  খ. i ও iii                 গ. ii ও iii                              ঘ. i, ii ও iii
১৯. ‘পল্লী জননী’ কবিতায় মায়ের কাছ থেকে অঙ্গীকার আদায়ের কথা কোন চরণে ফুটে উঠেছে?
ক. করিমের সাথে খেলিবারে গেলে দিবে নাত তুমি গাল
খ. শোন মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে
গ. ফুলঝুড়ি সিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে
ঘ. রাখিও ঢ্যাঁপের মোয়া বেঁধে তুমি সাত-নরি সিকা ভরে
২০. ‘তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন’—কার কথা বলা হয়েছে?
ক. ক্ষুদিরাম              খ. তিতুমীর                     গ. সূর্যসেন                     ঘ. হাজী শরিয়ত
২১. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি নির্মলেন্দু গুণ তাঁর বর্ণনাকে আরো অর্থবহ করতে কোন কোন কবির কবিতার চরণ নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করেছেন?
ক. সুনীল গঙ্গোপাধ্যায় ও বিষ্ণু দে                খ. কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ও বিষ্ণু দে                    ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম
২২. মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি কোন চরণটি ব্যবহার করেছেন?
ক. তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
খ. কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ
গ. ভাই-বোন কে ঘুমায়? জাগে, নীল কমলেরা জাগে
ঘ. এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে
২৩.‘বানর একটা’ কথাটি কে বলেছে?
ক. মধু                  খ. রানি              গ. রাজাকার কুদ্দুস                     ঘ. মতিউর
২৪. খোদেজা পীরের পক্ষ নিয়েছে কেন?
ক. পীরের অভিশাপের ভয়ে                      খ. বাঙালি নারী বলে
গ. ছেলেকে হারানোর ভয়ে                         ঘ. নির্ঝঞ্ঝাট থাকার জন্য
২৫. ‘বহিপীর’ নাটকের অপ্রধান চরিত্র দুটি হলো—
ক. চাকর ও হকিকুল্লাহ                     খ. খোদেজা ও হকিকুল্লাহ    
গ. হাতেম আলি ও হকিকুল্লাহ          ঘ. হকিকুল্লাহ ও তাহেরা
২৬.‘বহিপীর নাটকটিতে প্রতিফলিত ও সমাজচিত্রের সময়কাল কত?
ক. ১৮ শতকের শেষভাগ বা ১৯ শতকের সূচনালগ্ন
খ. ১৯ শতকের শেষ ভাগ বা ২০ শতকের সূচনালগ্ন
গ. ২০ শতকের শেষ ভাগ বা ২১ শতকের সূচনালগ্ন
ঘ. ১৭ শতকের শেষ ভাগ বা ১৮ শতকের সূচনালগ্ন
২৭. ‘ব্যক্তিগতভাবে আপনার খোঁজ-খবর নিতে পারি নাই’—কার খোঁজ-খবরের কথা বলা হয়েছে?
ক. তাহেরার।             খ. পীর সাহেবের                গ. হাতেম আলির।              ঘ. খোদেজার
২৮. খোদেজার মতে কোনটি খারাপ নয়?
ক. তাহেরার পীর সাহেবের শর্ত মেনে নেওয়া                খ. তাহেরার পীরের কাছে ফিরে যাওয়া
গ. পীর সাহেবের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া        ঘ. পীরের সঙ্গে বিয়ে হওয়া
২৯.‘এই উপন্যাসে আরও একজনের উপস্থিতি স্পষ্ট’—সেই মানুষটি কে?
ক. শিল্পী শাহাবুদ্দিন             খ. বঙ্গবন্ধু                  গ. বুধার মা                     ঘ. মধু
৩০. বিদেশি মিলিটারিদের প্রতি বুধার ঘৃৎণা ও আক্রোশ কোন বক্তব্যে প্রকাশ পেয়েছে?
ক. আমার হাত দিয়েই তোমাদের একটা কিছু পাওনা হবে
খ. ওদের চোখে চোখ পড়লে ওর দৃষ্টি কেঁপে ওঠে না
গ. আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে
ঘ. তোমার সঙ্গে আমি কেন যাব? গাঁয়ে থাকবে কে?
৩৯। বুধা মনের আনন্দে পথের ধুলো মাখে—
ক. সারা গায়ে             খ. দুই হাতে             গ. দুই পায়ে                        ঘ. মাথায়

টেস্ট পরীক্ষা - ২০১৯
বিষয় : বাংলা প্রথম পত্র
শ্রেণি : দশম
সৃজনশীল প্রশ্ন
মান : ৭০। সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
[বিশেষ দ্রষ্টব্য : উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। গদ্য থেকে দুটি, পদ্য থেকে দুটি, উপন্যাস থেকে একটি ও নাটক থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তরসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)। একই প্রশ্নোত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ]

ক অংশ : গদ্য

১। হায়দার সাহেব ছেলে জাওয়াদকে নিয়ে গেলেন একুশের বইমেলায়। বইকে ঘিরে মেলায় আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জাওয়াদ বই কিনল আর লোকসমাগম ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আনন্দে উত্ফুল্ল হয়ে উঠল। ফেরার পথে বাবা বললেন, ‘একুশের বইমেলা আজ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে।
ক. নববর্ষ উদ্‌যাপনের কোন কোন ক্ষেত্রে তারতম্য লক্ষ করা যায়?
খ. আবুল ফজল বাংলা নববর্ষকে এ দেশের জনগণের ‘নওরোজ’ বলে উল্লেখ করেছেন কেন? ব্যাখ্যা করো। গ. অনুচ্ছেদে বর্ণিত বইমেলার আনন্দের দিকটি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. ‘একুশের বইমেলা’ আজ আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে’—‘পয়লা বৈশাখ’ প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো।

২। রাসেল পেশায় একজন চিকিৎসক। একবার তিনি বইয়ের দোকান থেকে চিকিৎসাবিষয়ক কিছু বই কিনলেন। দোকানি তাঁকে বললেন, ‘বিখ্যাত কবির একখানা কাব্যগ্রন্থ এসেছে, নেবেন স্যার?’ রাসেল মুখ বাঁকা করে বললেন, ‘ওসব কাব্য-টাব্য পড়ে কী লাভ, অর্থ ও সময়ের অপচয় মাত্র। ’ বলা বাহুল্য, বৈষয়িক বুদ্ধি আমাদের শিক্ষা ক্ষেত্রে একেবারে সীমাবদ্ধ করে ফেলেছে।
(ক) প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
(খ) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন?—বুঝিয়ে লেখো।
(গ) রাসেলের সঙ্গে ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত আইন ব্যবসায়ীর সাদৃশ্য বিচার করো।
(ঘ) ‘বৈষয়িক বুদ্ধি আমাদের শিক্ষাক্ষেত্র একেবারে সীমাবদ্ধ করে ফেলেছে’—প্রবন্ধের আলোকে এর সত্যতা যাচাই করো।

৩. ধনী ব্যবসায়ী কিনু বাবুর একমাত্র মেয়ে সুভার বিয়ে হয় প্রতাপের সঙ্গে।‘নগদ অর্থ ও সম্পদের লোভে প্রতাপ সুভাকে বিয়ে করে; কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কিনু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।অর্থসম্পদ প্রাপ্তির স্বপ্নভঙ্গ ঘটে প্রতাপের। সে বিদেশে যাওয়ার জন্য কিছু টাকা চেয়ে চাপ দেয় স্ত্রীকে। সুভা অপারগতা প্রকাশ করে।সুভাকে মেরে ফেলে প্রতাপ মোটা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করার ষড়যন্ত্র করে। যৌতুকের নেশা প্রতাপকে অমানুষ বানায়।
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
খ. তিন হাজার টাকার নোটকে পাঁজরের তিন খানি অস্থি বলার কারণ কী?
গ. উদ্দীপকের ঘটনাটি কোনদিক থেকে ‘দেনা-পাওনা’ গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
ঘ. ‘যৌতুকের নেশা প্রতাপকে অমানুষ বানায়’— উদ্ধৃতিটি ‘দেনা-পাওনা’ গল্পের আলোকে বিশ্লেষণ কর।

৪. গ্রিক নাট্যকার সফোক্লিসের একটি সার্থক ট্র্যাজেডি নাটক ‘ইডিপাস’। দেবতার অমোঘতায় ইডিপাস নিজের অজান্তে তার পিতাকে হত্যা করেন এবং মাতাকে বিয়ে করেন; কিন্তু সত্য প্রকাশ পেলে তার জীবনে নেমে আসে চরম বিপর্যয়।
ক. ‘প্রফুল্ল’ গ্রন্থটির রচয়িতা কে?
খ. নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
গ. উদ্দীপকের বক্তব্য ‘সাহিত্যের রূপ ও রীতি’ রচনার কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সাহিত্যের রূপ ও রীতি’ রচনার খণ্ডাংশ মাত্র। বক্তব্যটির যথার্থতা যাচাই কর।

খ বিভাগ-কবিতা

৫. মনসুর আহমেদ ও কামাল সাহেব দুজন ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। তারা দুজন বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের আরেক প্রতিবেশী দিনমজুর হাসানের মেয়ে আমিনা খুব অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হলো। কিন্তু হাসান মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে পারছিল না। এ কথা কামাল সাহেবকে জানালে তিনি সাহায্য করবেন না বললেও মনসুর আহমেদ বিদেশ যাওয়ার জন্য জমানো টাকা আমিনার চিকিৎসার জন্য দিয়ে দিলেন।
ক. ‘আজারি’ অর্থ কী?
খ. ‘হায় দেবতা, তোমার নয়। ’ ভুখারির এমন অনুভূতির কারণ কী?
গ. মনসুর আহমেদের মতো ‘মানুষ’ কবিতায়ও একজনের মাধ্যমে আরেকজনের অভাব পূরণ হয়েছে— কথাটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কামাল ‘মানুষ’ কবিতার মিনারে দাঁড়িয়ে স্বার্থের জয়গান গাওয়া ভণ্ডের প্রতিনিধি—কথাটির সঙ্গে তোমার মতামত বিশ্লেষণ কর।
৬. একাত্তরের পাক হানাদার
মানুষ ছিল না ওরা, ছিল বুনো জানোয়ার
ভাইয়ের সামনে বোনকে মেরেছে,
মায়ের কোলে শিশু
ওদের কাছে হার মেনেছে
বনের হিংস্র পশু।
ধর্মকে ওরা ঢাল করেছে,
দিয়েছে মানুষ বলি
আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে
বাংলার অলিগলি।
সম্ভ্রম নিয়েছে মায়ের, বোনের,
বিধবা করেছে শত
ধ্বংসের উল্লাসে মেতেছে ওরা হিংস্র হায়েনার মতো।
ক. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক কে?
খ. বাঙালিকে বারবার রক্তগঙ্গায় ভাসতে হয়েছিল কেন?
গ. উদ্দীপকে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে কি? যৌক্তিক বিশ্লেষণ কর।
৭. (i) আসবে পথে আঁধার নেমে
তাই বলে কি রইবে থেমে?
বারে বারে জ্বালবি বাতি
হয়তো বাতি জ্বলবে না,
তাই বলে তো ভীরুর মতো
বসে থাকলে চলবে না।
(ii) সময়ের মূল্য বুঝে করে যারা কাজ
তারা আজ স্মরণীয় জগতের মাঝ
(ক) ‘জীবন-সঙ্গীত’ কবিতা কোন কবিতার ভাবানুবাদ?
(খ) সংসারকে সমরাঙ্গন বলার কারণ কী? ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপক (i) ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
(ঘ) ‘জগতের মাঝে স্মরণীয় হতে হলে প্রাতঃস্মরণীয়দের অনুসরণ করতে হবে’—উদ্দীপক (ii) ও ‘জীবন-সঙ্গীত’ কবিতা অবলম্বনে বিশ্লেষণ করো।


Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post