Ad-1

Tuesday, October 15, 2019

বহুনির্বাচনী প্রশ্নোত্তর


প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো।
বঙ্গবাণী
১। ‘দেশি ভাষা’ বলতে বোঝানো হয়েছে কোনটি?
ক. সংস্কৃত খ. বাংলা গ. প্রাকৃতিক ঘ. আরবি-ফারসি ভাষা
২। ‘হিন্দুর অক্ষর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. সংস্কৃত ভাষা খ. বাংলা গ. হিন্দি ভাষা ঘ. গুজরাটি ভাষা
৩। ‘সংস্কৃত ভাষা’ নিয়ে হিংসা করে কারা?
ক. বাংলা ভাষার প্রতি মমতা নেই যার খ. আরবি ভাষার প্রতি মমতা যার গ. মারফতের জ্ঞান নেই যার ঘ. স্বভাষার প্রতি প্রেম নেই যার
৪। আবদুল হাকিমের মতে কাদের জন্ম পরিচয় নেই?
ক. যারা আরবি ভাষাকে হিংসা করে খ. যারা সংস্কৃত ভাষাকে হিংসা করে গ. যারা বাংলা ভাষাকে হিংসা করে ঘ. যারা ফরাসি ভাষাকে হিংসা করে
৫। ‘বঙ্গবাণী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলা খ. বাংলা বাক্য গ. বাংলা কথা ঘ. বাংলা ভাষা
৬। কোন ভাষার উপদেশ হিতকর?
ক. মাতৃভাষার খ. বিদেশি গ. সংস্কৃত ঘ. আরবি ভাষার
৭। কবি আবদুল হাকিমের কোন ভাষায় বাক্য সাধনায় পরিশ্রম সার্থক হয়?
ক. আরবি ভাষায় খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. বাংলা ভাষায়
৮। কবি আবদুল হাকিমকে কারা বাংলা ভাষায় বাক্য রচনার জন্য অনুরোধ করেন?
ক. যারা আরবি ভাষা পড়তে পারে না খ. যারা হিন্দি ভাষা পড়তে পারে না গ. যারা বই পড়তে পারে না ঘ. যারা শাস্ত্র পড়তে পারে না
৯। ‘বঙ্গবাণী’ কবিতার মূল উপজীব্য কোনটি?
ক. দেশপ্রেম খ. ভাষাপ্রেম গ. জাতিপ্রেম ঘ. সংস্কৃতি প্রেম
১০। মধ্যযুগীয় পরিবেশে দুর্লভ কোনটি?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলা আমার গ. তিতাস ঘ. বঙ্গবাণী
১১। ‘বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নির্মল খ. দেবতা গ. আল্লাহ ঘ. ফেরেশতা
১২। বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে কোনটিতে?
ক. তিতাস খ. কপোতাক্ষ গ. সাত সাগরের মাঝি ঘ. বঙ্গবাণী
১৩. কবি আবদুল হাকিমের রাগ নেই কোন ভাষায়?
ক. ফরাসি ভাষায় খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. বাংলা ভাষায়
১৪। কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কোনটি?
ক. শিক্ষিত মানুষের তুষ্টি খ. কবিদের মনোতুষ্টি গ. আত্মপ্রচার ঘ. সাধারণ মানুষের তুষ্টি.

কপোতাক্ষ নদ

১। ‘সতত, হে নদ, তুমি পড়ো মোর মনে’—কার কথা মনে পড়ে?
ক. বাংলাদেশের কথা খ. ব্রহ্মপুত্র নদের কথা
গ. যশোরের সাগরদাঁড়ির কথা ঘ. কপোতাক্ষ নদের কথা
২। কবি নিশার স্বপনে মায়ামন্ত্র ধ্বনির মতো কী শোনেন?
ক. নদীর কলকল ধ্বনি খ. পাখির কাকলি
গ. কোকিলের কুহুতান ঘ. দোয়েলের গান
৩। কপোতাক্ষের কলকল ধ্বনিতে কবির কী জুড়ায়?
ক. অন্তর খ. চোখ খ কান ঘ. মন
৪। কবিতায় কবি ‘ভ্রান্তির ছলনে’ বলতে কী বুঝিয়েছেন?
ক. ভুলের ছলনায় খ. মায়ার গ. স্বপনের ঘ আশার ছলনায়
৫। কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?
ক. নিশার স্বপন খ. স্নেহের তৃষ্ণা গ. নদীর কলকল ঘ. মায়া মন্ত্রধ্বনি
৬। কপোতাক্ষ নদ প্রজা হিসেবে কাকে রাজরূপ কর দেয়?
ক. নদীকে খ. সাগরকে গ. উপসাগরকে ঘ. দেশের রাজাকে
৭। ‘আর কি হবে দেখা?’ এখানে কবির কী প্রকাশ পেয়েছে?
ক. ছলনা খ. প্রত্যাশা গ. সন্দেহ ঘ. উৎকণ্ঠা
৮। শৈশবের বেদনা-বিধুর স্মৃতি কবির মনে কী জাগিয়েছে?
ক কাতরতা খ. কান্না গ. বেদনা ঘ. আবেগ
৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকে ভাবের প্রবর্তনা হিসেবে কী প্রকাশ পেয়েছে?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ. স্মৃতিকাতরতা ঘ. দুঃখ-বেদনা
১০। ‘কপোতাক্ষ নদ’ সাগরকে কী দেয়?
ক. জল দেয় খ. বিনিময় গ. জলরূপ কর দেয় ঘ. মাছ দেয়।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post