Ad-1

Wednesday, October 16, 2019

বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব

বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব ত্রিশের দশকের বিশিষ্ট ৫ জন কবি রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন। তাঁদের ৫ জনকে বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব বলা হয়।
১.জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)।
২.অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭)।
৩.বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪)।
৪.বিষ্ণু দে (১৯০৯-৮২)।
৫.সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০)।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post