Ad-1

Tuesday, November 26, 2019

বাংলা প্রথম মডেল টেস্ট-০২

[সূত্র:CS/TM-40/9102]
শ্রেণি : দশম [বিষয়কোড : ১০১
বিষয়: বাংলা ১ম পত্র (সৃজনশীল)।
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমানঃ ৭০
ক ও খ বিভাগ থেকে ন্যূনতম দুইটি এবং গ ও ঘ বিভাগ থেকে ন্যূনতম একটি সহ মােট সাতটি প্রশ্নের উওর দিতে হবে ।

ক-বিভাপ (গদ্য)।
খ-বিভাগ (পদ্য)।

গ-বিভাগ (উপন্যাস)
জয় বাংলা বাংলার জয়।
হবে হবে হবে
হবে নিশ্চয়।
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তাে সময়....
ক. উপন্যাসের প্রধান উপাদান কোনটি?
খ. বুধ গ্রাম ছেড়ে পালায় না কেন?
গ. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বাস্তবতা কতটুকু ফুটে উঠেছে আলােচনা কর।
ঘ, “উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের ভয়াবহতা ও নিষ্ঠুরতাকে তুলে ধরেনি”- আলোচনা করে বুঝিয়ে দাও।
৯. লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক কিশাের উপন্যাস 'আমার বন্ধু
রাশেদ'। এ গল্পে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কিশাের বয়সীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময়ে কিশােরেরা কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে মুক্তিযােদ্ধাদের সহযােগিতা করেছে- শত্রুর অবস্থান জানিয়ে দিয়ে, অস্ত্র বহন করে, বিভিন্ন অপারেশন সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে এক একজন বীরযােদ্ধা হয়ে উঠেছে তারই চিত্রময় বর্ণনা এ উপন্যাস।
ক, উপন্যাসিক সেলিনা হােসেনের জন্ম কত সালে?
খ. 'স্বাধীনতা খুব দরকার’- বুধার এ উপলব্ধি কেন?
গ. উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন দিকটিকে উন্মোচিত করে আলােচনা কর ।
ঘ. উদ্দীপক এবং কাকতাড়ুয়া উপন্যাসের মূলচেতনা একই সূত্রে গাঁথা”- বিশ্লেষণ কর। ৪

ঘ-বিভাগ (নাটক)
১০। সম্প্রতি চট্টগ্রামে নিজের অমতে বিয়ের সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে থানায় হাজির হয়েছে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ ওই ছাত্রীকে নিয়ে অভিভাবকদের কাছে গিয়ে বিয়ে বন্ধ করেন। অভিভাবকরাও তাদের ভুল
বুঝতে পারেন এবং মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন বলে অভিমত দেন।মেয়েটির এমন সাহসী পদক্ষেপে তার বন্ধু ও সহপাঠীর দারুনভাবে অনুপ্রাণিত হয়।
ক, বহিপীর নাটকের প্রকাশকাল কত?
খ. তাহেরাকে নারী জাগরণের প্রতীক বলা হচ্ছে কেন?
ক. বহিপীর নাটকের শেষ সংলাপটি কার?
খ. হাতেম আলী চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ. উদ্দীপকের ছাত্রীর সঙ্গে 'বহিপীর নাটকের তাহেরার বৈপরীত্য বিচার কর। ৩
ঘ. 'কুসংস্কার ও অশিক্ষাই নারী স্বাধীনতার প্রধান প্রতিবন্ধকতা' উদ্দীপক ও বহিপীর’ নাটকের আলােকে আলােচনা করে বুঝিয়ে দাও।।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post