Ad-1

Sunday, May 7, 2017

উপসর্গ কাকে বলে? কত প্রকার ও শর্ট টেকনিক

উপসর্গের সংজ্ঞা :
অর্থহীন অথচ অর্থ-দ্যোতক যে সকল অব্যয়সূচক শব্দাংশ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোন পরিবর্তন সাধন করে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে।যেমন: দেশ একটি শব্দ। এর পূর্বে উপসর্গ যোগ করলে হয় আদেশ,বিদেশ,প্রদেশ,উপদেশ,নির্দেশ ইত্যাদি।
উপসর্গের প্রকারভেদ:





উপসর্গ তিন প্রকার। যথা:
১. সংস্কৃত উপসর্গ।এর সংখ্যা ২০টি।
২. বাংলা উপসর্গ।এর সংখ্যা ২১ টি।
     সংস্কৃত ও বাংলা উপসর্গের মিল আছে ৪ টি।তা            হলো বি,নি,সু,আ।
৩. বিদেশি উপসর্গ
১.সংস্কৃত উপসর্গ ২০টি। যথা : 
অধি,বি,নি,সু,আ,অভি,অপি,অনু,অব,নির,প্রতি,সম্,অপ,অতি,উৎ,দুর,পরি,প্র,উপ,পরা।
সংস্কৃত উপসর্প মনে রাখার শর্ট টেকনিক:
অধিপতি বিনিসুঅা (রাজার নাম) অভি,অপি,অনু ও অবনির প্রতি সম্পূর্ণ অপকর্ম শেষ করে অতি উৎসাহ দুর করে পরিশেষে প্রভাতে উপদ্বীপে পরাজয় মেনে নিল।
২.বাংলা উপসর্গ:
খাটি বাংলা উপসর্গ ২১ টি।তা'হলো
(পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি)
মনে রাখার কৌশল:
প্রিয় সুহাস, {সু} {হা} {স}
আদর {আ} নিবি {নি} {বি}। তুই আমাদের অজপাড়া {অজ} গাঁয়ের আশা ভরসা {ভর} {সা} । রাম ছাগলদের অনাচার {অনা}, কুকথা {কু}, আড়চোখে {আড়} তাকানোকে পাত্তা দিবিনা। তোর জন্য আবডালের {আব} ঊনপঞ্চশটি {ঊন} পাতিলেবু {পাতি} ও কদবেল {কদ্} পাঠালাম । অচেনা {অ} জায়গায় মন আনচান {আন} করলে খাবি ।
ইতি {ইতি}
অঘারাম {অঘা} {রাম}।

৩. বিদেশি উপসর্গ:

★ফারসি উপসর্গ ১০টি:
বদ,বে,ব,না,ফি,কার,দর,কম,নিম,বর।
শর্ট টেকনিক: বদমেজাজি বেয়াদব বশিরের পালায় নাবালক ফিরোজ কারখানায় দরখাস্ত করেছে।কিন্তু কম বয়সের কারণে নিমিষেই দরখাস্ত বরখাস্ত হয়েছে।
★ইংরেজি উপসর্গ:
সাব,হাফ,ফুল,হেড
[সাব ইন্সপেক্টর হাফ শার্ট আর ফুল পেন্ট পরে হেড অফিসে গেলেন]
আরবি উপসর্গ:
আরবি উপসর্গ হলো : আম,খাস,লা,গর,বাজে,খয়ের।
[আরো অন্যগুলোর শর্ট টেকনিকসহ বিস্তারিতের জন্য কাজ চলছে]

1 comment:

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post