Ad-1

Sunday, May 7, 2017

উপসর্গ কাকে বলে? কত প্রকার ও শর্ট টেকনিক

উপসর্গের সংজ্ঞা :
অর্থহীন অথচ অর্থ-দ্যোতক যে সকল অব্যয়সূচক শব্দাংশ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, প্রসারণ কিংবা অন্য কোন পরিবর্তন সাধন করে নতুন শব্দ গঠন করে, তাকে উপসর্গ বলে।যেমন: দেশ একটি শব্দ। এর পূর্বে উপসর্গ যোগ করলে হয় আদেশ,বিদেশ,প্রদেশ,উপদেশ,নির্দেশ ইত্যাদি।
উপসর্গের প্রকারভেদ:





উপসর্গ তিন প্রকার। যথা:
১. সংস্কৃত উপসর্গ।এর সংখ্যা ২০টি।
২. বাংলা উপসর্গ।এর সংখ্যা ২১ টি।
     সংস্কৃত ও বাংলা উপসর্গের মিল আছে ৪ টি।তা            হলো বি,নি,সু,আ।
৩. বিদেশি উপসর্গ
১.সংস্কৃত উপসর্গ ২০টি। যথা : 
অধি,বি,নি,সু,আ,অভি,অপি,অনু,অব,নির,প্রতি,সম্,অপ,অতি,উৎ,দুর,পরি,প্র,উপ,পরা।
সংস্কৃত উপসর্প মনে রাখার শর্ট টেকনিক:
অধিপতি বিনিসুঅা (রাজার নাম) অভি,অপি,অনু ও অবনির প্রতি সম্পূর্ণ অপকর্ম শেষ করে অতি উৎসাহ দুর করে পরিশেষে প্রভাতে উপদ্বীপে পরাজয় মেনে নিল।
২.বাংলা উপসর্গ:
খাটি বাংলা উপসর্গ ২১ টি।তা'হলো
(পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি)
মনে রাখার কৌশল:
প্রিয় সুহাস, {সু} {হা} {স}
আদর {আ} নিবি {নি} {বি}। তুই আমাদের অজপাড়া {অজ} গাঁয়ের আশা ভরসা {ভর} {সা} । রাম ছাগলদের অনাচার {অনা}, কুকথা {কু}, আড়চোখে {আড়} তাকানোকে পাত্তা দিবিনা। তোর জন্য আবডালের {আব} ঊনপঞ্চশটি {ঊন} পাতিলেবু {পাতি} ও কদবেল {কদ্} পাঠালাম । অচেনা {অ} জায়গায় মন আনচান {আন} করলে খাবি ।
ইতি {ইতি}
অঘারাম {অঘা} {রাম}।

৩. বিদেশি উপসর্গ:

★ফারসি উপসর্গ ১০টি:
বদ,বে,ব,না,ফি,কার,দর,কম,নিম,বর।
শর্ট টেকনিক: বদমেজাজি বেয়াদব বশিরের পালায় নাবালক ফিরোজ কারখানায় দরখাস্ত করেছে।কিন্তু কম বয়সের কারণে নিমিষেই দরখাস্ত বরখাস্ত হয়েছে।
★ইংরেজি উপসর্গ:
সাব,হাফ,ফুল,হেড
[সাব ইন্সপেক্টর হাফ শার্ট আর ফুল পেন্ট পরে হেড অফিসে গেলেন]
আরবি উপসর্গ:
আরবি উপসর্গ হলো : আম,খাস,লা,গর,বাজে,খয়ের।
[আরো অন্যগুলোর শর্ট টেকনিকসহ বিস্তারিতের জন্য কাজ চলছে]

1 comment:

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post