অত:পর কুসুমকে যখন অপূর্বকৃষ্ণরায় পত্রের মারফত প্রণয়ের নৈবেদ্য নিবেদন করিলেন, কুসুম তাঁহার অসমান,হুড়ুমের মতো দন্ত সমেত,উজ্জ্বল ফোকলা দাঁতের হাঁসি হাসিয়া কহিলেন:
ইতোমধ্যে ইহা সমেত আমাকে বত্রিশজন প্রেম নিবেদন করিয়াছে।পূর্বে তাহাদিগের উত্তর প্রদান করিয়া আপনার প্রণয়পত্রের প্রত্যুত্তর প্রদান করিব।ততোদিন আপনাকে প্রতীক্ষার প্রহর গুণিতে হইবে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অপূর্ব জানিতে পারিল,তাহার প্রণয়পত্রের পর অনেকেই কুসুমকে প্রণয় নিবেদন করিয়াছিল।কিন্তু কুসুম অপূর্বের প্রণয় পত্র ব্যতিত তাঁহার পূর্বাপর সমস্ত প্রেমপত্র মাতার হস্তে সমর্পণ করিয়াছিল।তাঁহার প্রণয়াবিজ্ঞা সুন্দরী মাতা কন্যাকে উপদেশ জ্ঞাপন করিয়া বলিলেন: Silence and Smile are the best instrument for a beautiful girl.
দীর্ঘদিন পর কুসুমকে অপূর্বের প্রেমপত্র মাতার হস্তে সমর্পণ না করার কারণ জিজ্ঞাসা করিলে কুসুম তাঁহার প্রত্যুত্তরে অপূর্বকে বলিল:
প্রণয়ের ব্যাপারে আমার প্রতি মাতার বিশ্বাস অর্জন করিয়া লইবার নিমিত্তে সমস্ত প্রণয়পত্র মাতার হস্তে সমর্পণ করিয়াছিলাম,যেন মাতা কস্মিনকালেও বিশ্বাস না করেন যে, তাঁহার কন্যা কাহারো সহিত প্রণয়াসক্ত হইয়া পড়িতে পারে।
অথচ কুসুম অপূর্বের প্রেমে পড়িয়া গিয়েছিল................
[২৮.০১.২০১৭ খ্রি:, রাত:১২.৩০ মিনিট]
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment