Ad-1

Saturday, October 31, 2020

রবীন্দ্রনাথকে নিয়ে দুর্লভ কিছু তথ্য


 ১. রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে ?
- সিরাজ গঞ্জের শাহাজাদ পুরে । তবে কুষ্টিয়ার কুটিবাড়িতে ও নওগাঁর পতিসরেও আলাদা ক্যাম্পাস থাকবে। দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয় এটি।
২. বিবিসির বাংলা বিভাগ পরিচালিত জরিপে ( ২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায়
৩. রবীন্দ্রনাথের স্থান কততম ?-------------- ২য় (প্রথম বঙ্গবন্ধু )
৪. রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?----------- ২বার । ১৮৯৮ ও ১৯২৬।
৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন -----------১৯২৬সালে
৬. রবীন্দ্রনাথ কে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?--------১৯১৩সালে
৭. রবীন্দ্রনাথ কে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?-------- ১৯৩৬সালে
৮.রবীন্দ্রনাথ কেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডি.লিট উপাধী দেয় ?--------১৯৪০সালে 
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন গীতিকবিতা রচনা করেছিল?
--বাসন্তিকা (প্রথম পঙক্তি>>>> এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়। )
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টি ছদ্মনাম ছিল?
-৯টি। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আ্ন্নাকালী পাকড়াশী; দিকশূন্য ভট্টাচার্য ; নবীন কিশোর শর্মণ:; ষষ্ঠীচর দেবশর্মা ;বাণীবিনোদ বিদ্যাবিনোদ; শ্রীমতি কনিষ্ঠা , শ্রীমতি মধ্যমা।
১১. কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
- রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)
১২.১৮৯২সালে রবীন্দ্রনাথ কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসেন এবং একটি কাব্য রচনা করেন তার নাম কি?
- সোনার তরী
১৩. লালনের গান কে সর্বপ্রথম সংগ্রহ করেন ?-----------রবীন্দ্রনাথ (২৯৮টি)
১৪. রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?--------------- চু চেন তান
১৫. রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?--------------- শেষ বয়সের প্রিয়া ।
১৬. আর্জেটিনার কোন মহিলা কবিকে রবীন্দ্রনাথ বিজয়া নাম দেন ?
- ভিক্টোরিয়া ওকাম্পো (তাঁকে উত্সর্গ করেন পূরবী কাব্য।
১৭. হিন্দু -মুসলমানদের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উত্সবের সূচনা করেন ?------ রাখিবন্ধন ।
১৮. ‘’ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী’ উক্তিটি কার ?-------------- রবীন্দ্রনাথের।
১৯. রবীন্দ্রনাথ তাঁর কতটি নাটকে অভিনয় করেন ?--------------- ১৩টি।
২০.রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?---------------- পিরালি ব্রাহ্মণ
২১. পারিবারিক উপাধী ?---------------------- কুশারী
২২. ১৯০৫সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান >> ‘বাংলার মাটি বাংলার জল।’
২৩. আমার সোনার বাংলা -------- রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস-------------- করুণা, ১৮৭৭-৭৮
২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস ------------ বৌঠাকুরাণীর হাট( ১৮৮৩)
২৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ--------------- ‘কবিকাহিনী(১৮৭৮)
২৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য-------------- ‘বাল্মীকি প্রতিভা(১৮৮১)
২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ-------------- য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)
২৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ------------- ‘বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)
৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম--------------- ‘শব্দতত্ত্ব
                            প্রথম ছোট গল্প ---ভিখারিনী
                            প্রথম উপন্যাস--- করুণা
৩১. কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন----------------- ‘চার অধ্যায়
৩২. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন---------- মহাত্ম গান্ধী
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন---------- ক্ষিতিমোহন সেন।
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন------চীনা কবি চি-সি-লিজন।
৩৫. রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে----------------- ব্রাজিল
৩৬. রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র করেছে---------- --চীন ।
৩৭. বাংলাদেশ রবীন্দ্রনাথ কে নিয়ে ডাক টিকিট প্রকাশ করে--------- ৫০তম মৃত্যুবার্ষিকীতে, ৭আগস্ট, ১৯৯১সালে।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post