কারক শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করলে পাই কৃ+ণক/অক।ক্রিয়ার সঙ্গে নামপদ বা অন্যান্য পদের যে সম্পর্ক,তাকে কারক বলে।
*কারকের প্রকারভেদ:
কারক ছয় প্রকার।যথা:
১. কর্তৃকারক :
যে বা যারা করে, তাই কর্তা বা কর্তৃকারক।
২. কর্মকারক :
যাকে কেন্দ্র করে করা হয়,তাই কর্মকারক।
৩. করণকারক:
করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক,উপায় মাধ্যম।
যার দ্বারা কোন কাজ করা হয়,তাকে করণকারক বলে।
৪. সম্প্রদান কারক:
যাকে সম্পূর্ণ অধিকার ত্যাগ করে প্রদান করা হয়,তাকে সম্প্রদান কারক বলে।
৫. অপাদান কারক:
যা হতে বা থেকে ক্রিয়া প্রকাশিত হয়,তাকে অপাদান কারক বলে।
৬. অধিকরণ কারক:
অধিকরণ অর্থ আধার।ক্রিয়ার স্থান,সময় ও বিষয়কে অধিকরণ কারক বলে।
কারক নির্ণয় এর সহজ পদ্ধতি:
প্রশ্ন করো কে বা কারা
কর্তা তোমায় দিবে সাড়া।।
প্রশ্ন করো কি বা কাকে
পাবে তখন কর্মটাকে।।
প্রশ্ন করো দ্বারা , দিয়া
করণ তোমার হবে প্রিয়া।।
প্রশ্নকরো শুধু কাকে,
পাবে তখন সম্প্রদানটাকে।।
প্রশ্ন করো হতে,থেকে
আটকে ধরো অপাদানটাকে।।
প্রশ্ন করো কোথায়,কখন
তখন পাবে অধিকরণ।।
কারকের উদাহরণ:
১. রিনা খায় খই।কে খায়? রিনা,রিনা কর্তৃকারক।
২. বিনা পড়ে বই।কি পড়ে? বই, বই হলো কর্মকারক।
৩. বল খেলে মুক্তি।কি দিয়ে খেলে? বল,বল হলো করণকারক।
৪. দেব তোমায় ভক্তি।কি দেয়? ভক্তি,ভক্তি হলো সম্প্রদান কারক।
৫. ঢাকা ছাড়ে গাড়ি।কোথা হতে ছাড়ে? ঢাকা, ঢাকা হলো অপাদান কারক।
৬. খুকু যাবে বাড়ি।কোথায় যাবে? বাড়ি।বাড়ি হলো অধিকরণ কারক।
রচনায় ও সম্পাদনায়
জহির উদ্দীন
বি.এ (অনার্স),এম.এ (বাংলা),চ.বি
শিক্ষক,বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম।
১. রিনা খায় খই।কে খায়? রিনা,রিনা কর্তৃকারক।
২. বিনা পড়ে বই।কি পড়ে? বই, বই হলো কর্মকারক।
৩. বল খেলে মুক্তি।কি দিয়ে খেলে? বল,বল হলো করণকারক।
৪. দেব তোমায় ভক্তি।কি দেয়? ভক্তি,ভক্তি হলো সম্প্রদান কারক।
৫. ঢাকা ছাড়ে গাড়ি।কোথা হতে ছাড়ে? ঢাকা, ঢাকা হলো অপাদান কারক।
৬. খুকু যাবে বাড়ি।কোথায় যাবে? বাড়ি।বাড়ি হলো অধিকরণ কারক।
রচনায় ও সম্পাদনায়
জহির উদ্দীন
বি.এ (অনার্স),এম.এ (বাংলা),চ.বি
শিক্ষক,বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম।
Really Good Sir, Thanks for nice blog.................
ReplyDeleteI'm satisfied sir, many many thanks to you
ReplyDeleteassalamualikum . alhamdulillah
ReplyDeleteস্যার প্রণাম নেবেন 🙏
ReplyDeleteঅনেক ধন্যবাদ...
অনেক ভালো
ReplyDelete