Ad-1

Sunday, July 16, 2017

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন

গুরুত্বপূর্ণ কিছু সাধারণজ্ঞান প্রশ্ন
১. International Mother Earth  Day= ২২ এপ্রিল
২. বিশ্ব প্রাণী দিবস= ৪ অক্টোবর
৩. World No Tobaco Day is observed
= 31 May
৪. আইএমএফের সদর দপ্তর কোথায় ?
= ওয়াশিংটন ডিসি
৫. ব্রিক্সের  সদর দপ্তর কোথায় ?
= ব্রিক্সের সদর দপ্তর নাই । তবে ব্রিক্স ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর  > সাংহাই।
৭. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?--- নতুন দিল্লি ।
৮. আন্তর্জাতিক  রেড ক্রস - সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
৯. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট  কোথায় অবস্থিত?---চাঁদপুর
১০. WIPO-সদর দপ্তর কোথায় ?---জেনেভা
১১. এসকাপের সদর দপ্তর কোথায় ?--ব্যাংকক
১২. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
= বেলজিয়াম
১৩.  জাতিসংঘের সদর দপ্তর
=  নিউইয়র্ক[UNএর N= Newyork.
১৪. নাসা -সদর দপ্তর কোথায় ?
= ওয়াশিংটন ডিসিতে
১৫. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট
= ঈশ্বরদী
১৬. বাংলাদেশ চিনি গবেষণা শিল্পের ট্রেইনিং  ইনস্টিটিউট --- ঈশ্বরদী
১৭. UNCTAD -সদর দপ্তর কোথায় ?
=জেনেভা
১৮.  ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?-লিঁও , ফ্রান্স
১৯. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় ?-- বার্লিন , জার্মানি ।
২০. ইউনেস্কোর প্রধান কার্যালয় --প্যারিস
২১.  ইসিএ - এর সদর দপ্তর কোথায় ?
= আদ্দিস আবাবা ( ইথিওপিয়া )
২২. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
২৩. অ্যামেনেস্টি ইন্টারন্যাশলের সদর দপ্তর কোথায় ?--লন্ডন
২৪.  FAO -সদর দপ্তর কোথায় ?--রোম, ইতালি
২৫. এশীয় উন্নয়ন ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় ----ম্যানিলা , ফিলিপাইন।
২৬. ঢাকায় অবস্থিত আঞ্চলিক/ আন্তর্জাতিক সংস্থা
= CIRDAP, BIMSTEC , IJSG [CBI]
২৭.  লিগ অব আরব স্টেটস - এর সদর দপ্ত র
= কায়রো , মিশর ।
২৮. International Institute on Ageing এর সদর দপ্তর--ভ্যালেটা
২৯. পিএলও - সদর দপ্তর কোথায় ?
= রামাল্লা , ফিলিস্তিন[গঠিত হয়-১৯৬৪], কিন্তু ILO এর সদর দপ্তর জেনেভা।
৩০. মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয়  কোন সালে?
= ১৯৭৪ সালে সাদা পোষাকে,
    ১৯৭৬ সালে ইউনিফরম ধারী
৩১. আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালে ?
= ৯ এপ্রিল , ২০০২
৩২. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তজার্তিক চুক্তি স্বাক্ষরিত হয় ?
= ১৯৬৬সালে
৩৩. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী’প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়
= ১৯২৮ সালের ২৭  আগস্ট
৩৪. ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
= ১৯৯৫
৩৫. MIGA কখন গঠিত হয় ?
= ১৯৮৮ সালে
৩৬. প্রথম ক্লোন শিশু ‘ইভ’- এর জন্ম তারিখ
= ২৬ ডিসে, ২০০২
৩৭. বাংলাদেশে  প্রথম টেস্ট টিউব বেবি ত্রয় কবে ভূমিষ্ঠ হয় ?-----৩০ মে , ২০০১
৩৮. লেজার রশ্মি কত সালে আবিষ্কার হয় ?
= ১৯৬০
৩৯.  ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা , বিহার , উড়িষ্যার দেওয়ানী লাভ করে ?
= ১৭৬৫
৪০. কত সালে  আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা  হয় ?---১৯৮৯ ।
৪১. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল ?--- ১৯৬৭
৪২. বাংলাদেশ -ভারত পানি চুক্তির মেয়াদ
= ৩০ বছর ( ১৯৯৬-২০২৬)
৪৩. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?---- ১৯৭৪
৪৪. আনু্ষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় ?-----১০ এপ্রিল, ১৯৭১
৪৫. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?---১৯৫৭
৪৬. ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?--৪ এপ্রিল,  ১৯৪৯
৪৭. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন সালে স্বাক্ষরিত হয় ?
= ২ ডিসেম্বর, ১৯৯৭ ।
৪৮. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে ?
= ১৯৯৩ । কার্যকর > ১৯৯৫ ।
৪৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ?
= ১৬ ডিসেম্বর, ১৯৭২ ।
৫০. বাংলাদেশ কবে কমনওয়েলথ -এর সদস্যপদ লাভ করে ?---১৯৭২ সালে।
৫১. ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)- এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে ?
= ১জানুয়ারী , ১৯৯৯ ।
৫২. আরব দেশসমূহ পাশ্চত্যের ওপর তেল অবরোধ করে ---১৯৭৩ ।
৫৩. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় ?---৫মে, ১৯৯৫।
৫৪. স্বাধীন বাংলাদেশে ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয় ?--- ৪ মার্চ, ১৯৭২ ।
৫৫. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ?--৪ এপ্রিল , ১৯৭২ ।
৫৬. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
= ১৮৬৪
৫৭. আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে ?--১৯৪৭
৫৮. কখন থেকে এশিয়া উন্নয়ন  ব্যাংক লেনদেন শুরু করে ?
= ১৯৬৬।
৫৯. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?
= ১০ জানুয়ারী , ১৯৬৬।
৬০. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ?
= ১০  এপ্রিল , ১৯৭১।
৬১. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ?--১৯৫০ ।
৬২. বাস্তিল দুর্গ পতন হয়েছিল
= ১৪জুলাই, ১৭৮৯ ।
৬৩. হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়
= ১৯৮৬।
৬৪. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে
= ১৯৪৫  সারের ৯ এপ্রিল।

1 comment:

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post