১.ক্ষ= ক্+ষ ;শিক্ষক : আমরা শিক্ষকদের সম্মান করবো।
২. হ্ম = হ্+ম ; ব্রহ্মপুত্র : ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি নদীর নাম।
৩. ত্র = ত্+র-ফলা ; রাত্রি : তুমি কাল রাত্রে এসো।
৪. ক্র = ক্ + র ফলা ; শুক্রবার ; শুক্রবার স্কুল বন্ধ থাকে।
৪. ত্ত = ত্+ত ; বৃত্তি : আমি এবারে বৃত্তি পাব ইন শা আল্লাক।
৫. ক্ত = ক্+ত ; রক্ত : করিলে রক্ত দান, বাঁচিবে একটি প্রাণ।
৬. হ্ন = হ্+ন ; মধ্যাহ্ন : আমি মধ্যাহ্নে বের হবো না।
৭. হ্ণ = হ্+ণ ; অপরাহ্ণ : সে অপরাহ্ণে আসবে।
৯. ষ্ণ = ষ্+ণ ; কৃষ্ণ : কৃষ্ণ ভালো ছেলে।
১০. ক্স = ক্+স ; কক্সবাজার : আমি কক্সবাজার যাব।
১১. ট্ট = ট্ + ট ; চট্টগ্রাম : আমার জন্ম চট্টগ্রামে।
১২. ট্র = ট্ + র-ফলা (্র); ট্রেন : ট্রেনে ভ্রমণ নিরাপদ ভ্রমণ।
১৩. জ্ঞ = জ্ + ঞ;জ্ঞান :জ্ঞান অর্জন ফরয।
১৪. ঞ্জ = ঞ্ + জ; পাঞ্জাবী: তোমার পাঞ্জাবীটা খুব সুন্দর।
১৫. ত্ন = ত্ + ন; যত্ন : যত্ন করলে রত্ন মিলে।
১৬. ত্ম = ত্ + ম; আত্মীয়: ওনি আমার আত্মীয়।
১৭. ঞ্চ = ঞ্ + চ;পঞ্চাশ: আমাকে পঞ্চাশটা টাকা দাও।
১৮. দ্ব = দ + ব; বিদ্বান: বিদ্বান ব্যক্তিকে সবাই সম্মান করে।
১৯. দ্ধ = দ + ধ;যুদ্ধ: যুদ্ধ কখনো শান্তি আনে না।
২০. ন্দ = ন + দ; আনন্দ: সে আজ খুব আনন্দিত।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
"শাকেই এত লাড়া, ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া।" এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে?
এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া&...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
১। উপন্যাসের আখ্যানভাগ কী ? ------- Plot বা কাহিনি-সমগ্র। ২। কাকতাড়ুয়া ’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী ? ------- মধু। ৩। বু...
-
ভূমিকা : ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যাঁর নামটি জড়িত, তিনি হলেন সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। জন্ম পরিচয় : তিতুমীর ভারতের পশ্চিমবঙ...
-
পাঠ্যবইয়ে উল্লেখিত বিপরীত শব্দগুলোর একত্রে সন্নিবেশিত করে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিতে পার..... প্রদত্ত শব্দ ------------...
No comments:
Post a Comment