পাঠ্যবইয়ে উল্লেখিত বিপরীত শব্দগুলোর একত্রে সন্নিবেশিত করে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিতে পার.....
প্রদত্ত শব্দ ----------------বিপরীত শব্দ
১. বাঙালি ----------------অবাঙালি
২. বন্ধু --------------- শত্রু
৩. দেশ ---------------- বিদেশ
৪. সার্থকতা ---------------- ব্যর্থতা
৫. সুন্দর ---------------- কুৎসিত
৬. অহংকার ---------------- নিরহংকার
৭. ভয় ---------------- সাহস
৮. স্বাধীন ---------------- পরাধীন
৯. শান্তি ---------------- অশান্তি
১০. সভ্য ---------------- অসভ্য
১১. ধ্বনি ---------------- প্রতিধ্বনি
১২. শক্তিশালী ---------------- দুর্বল
১৩. দুরন্ত ---------------- শান্ত
১৪. অসীম ---------------- সসীম
১৫.সুনাম ---------------- দুর্নাম
১৬. বীর ---------------- কাপুরুষ
১৭. জয় ---------------- পরাজয়
১৮. জীবন ---------------- মরণ
১৯. ঘুমন্ত ---------------- জাগ্রত
২০. সাধু ---------------- অসাধু
২১. লোভী ---------------- নির্লোভ
২২. সরল ---------------- গরল
২৩. কান্না ---------------- হাসি
২৪. চেনা ---------------- অচেনা
২৫. ভালো ---------------- মন্দ
২৬. বড় ---------------- ছোট
২৭. আলো ---------------- অন্ধকার
২৮. সুখ ---------------- দু:খ
২৯. মায়া ---------------- নির্মম
৩০. স্বাদ ---------------- বিস্বাদ
৩১. কষ্ট ---------------- সুখ
৩২. নকল ---------------- আসল
৩৩. রানি ---------------- দাসী
৩৪. রাজপুত্র ---------------- ভিখারীপুত্র
৩৫. অসুন্দর ---------------- সুন্দর
৩৬. খুশি ---------------- দু:খ
৩৭. বড় ---------------- ছোট
৩৮. মান ---------------- অপমান
৩৯. যশ ---------------- অপযশ
৪০. বিষাদ ---------------- হর্ষ
৪১. উন্নত ---------------- অবনত
৪২. সকাল ---------------- বিকাল
৪৩. আঁধার ---------------- আলো
৪৪. কালো ---------------- সাদা
৪৫. ভালো ---------------- মন্দ
৪৬. জয় ---------------- পরাজয়
৪৭. সকাল ---------------- সন্ধ্যা
৪৮. তেতো ---------------- মিষ্টি
৪৯. পরাস্ত ---------------- জয়
৫০. দুর্বল ---------------- সবল/ শক্তিশালী
৫১. আনন্দ ---------------- দু:খ
৫২. শান্ত ---------------- দুরন্ত
৫৩. জন্ম ---------------- মৃত্যু
৫৪. কান্না ---------------- হাসি
৫৫. ভরা ---------------- খালি
৫৬. যুদ্ধ ---------------- শান্তি
৫৭. দূর ---------------- কাছে
৫৮. শুকনো ---------------- ভেজা
এক কথায় প্রকাশ।
১. বরণ করার যোগ্য ---------- বরেণ্য।
২. মেধা আছে এমন যে জন ---------- মেধাবী।
৩. অহংকার নেই যার ---------- নিরহংকার।
৪. বিচার - বিবেচনা ছাড়া যা ---------- নির্বিচার।
৫. কোনোভাবেই পূরণ করা যায় না এমন ---------- অপূরণীয়।
৬. যার তুলনা হয় না ---------- অতুলনীয়
৭. যার শত্রু জন্মায়নি ---------- অজাতশত্রু
৮. আকাশে যে উড়ে বেড়ায় ---------- খেচর
৯. বিদেশে থাকে যে ---------- প্রবাসী।
১০. যা কষ্টে লাভ করা যায় ---------- দুর্লভ।
১১. যা জলে চরে ---------- জলচর।
১২. গল্প গুজব করার আসর ---------- মজলিশ।
রচনায় ও সংকলনে
জহির উদ্দীন
শিক্ষক,বি এ এফ শাহীন কলেজ চট্টগ্রাম।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:
১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
গীতিকার ও সুরকার : আব্দুর রাহমান বয়াতি দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা অামি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা অামিনার ঘ...
-
বিষয় : বাংলা সময়------২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-১০০ দ্রষ্টব্য : ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক । নিচের অনুচ্ছেদট...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
You're best person
ReplyDelete