Ad-1

Tuesday, September 29, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট-০৬

সূত্র:CS/st1/10c/2b/71 
বাংলা দ্বিতীয় পত্র
বহুনির্বাচনী প্রশ্নোত্তর। ৩০ মিনিট
১। মানুষের কণ্ঠ নি:সৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
ক) ধ্বনি খ) ভাষা গ) বাক্য। ঘ) শব্দ
২। বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. প্রাতিপদিক খ. শব্দ। গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৩। কোনটি গুজরাটি শব্দ?
ক. চাকর খ. চাবি গ. চৌহদ্দি ঘ. হরতাল
৪। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
ক. বত্রিশটি খ. দশটি গ. আটটি ঘ. এগারোটি
৫ । কোন বর্ণ দুটির পর ণ ও ষ হয়?
ক. ঋ, র খ. ট, ঠ. গ. ই, উ. ঘ. ত, থ
৬. 'পোশাক '- কোন ভাষার শব্দ?
ক) বাংলা খ) ফারসি গ) সংস্কৃত ঘ) উর্দু
৭. নিচের কোনটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে?
ক) সে খ) একটি গ) কেশব। ঘ) খেমটা
৮. কোনটি সম্প্রকর্ষের উদাহরণ?
ক) জান্ লা খ) রতন। গ) বউদি ঘ) সইত্য
৯। কোন শব্দে স্বভাবতই 'ষ'- এর ব্যবহার হয়?
ক) প্রতিষেধক খ) আষাঢ়। গ) ঋষি ঘ) কষ্ট
১০। কোন জাতীয় শব্দে 'ষ'- ব্যবহার হয় না?
ক) তৎসম। খ) বিদেশি গ) অর্ধতৎসম। ঘ) সংস্কৃত
১১. মনীষা'- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) মনশ: + ঈষা খ) মন: + ঈষা গ) মনস+ ঈষা ঘ) মনি+ঈষা
১২. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক) গবাক্ষ খ) পুনরায়। গ) পরিষ্কার। ঘ) মনোহর
১৩. কোনটি বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ?
ক) হিমানী খ) পুস্তিকা গ) অরণ্যানী ঘ) গীতিকা
১৪. 'কুলি'- শব্দের লিঙ্গান্তর কী হবে?
ক) কামিনী খ) কুলিনী গ) কামিন। ঘ) কামীনি
১৫. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি?
ক) উড়ু উড়ু খ) কে কে গ) উচাঁয় নিচায়। ঘ) ঢং ঢং
১৬. "দেখেছ তার কবি কবি ভাব"- এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহার হয়েছে?
ক) আধিক্য। খ) সামান্য। গ) আতিশয্য। ঘ) ধারাবাহিকতা
১৭। চিকচিক করে বালি কোথা নেই কাদা"- এখানে দ্বিরুক্তি শব্দটি কোন পদ রুপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্যের বিশেষণ। খ) অব্যয়ের বিশেষণ। গ) ক্রিয়া বিশেষণ। ঘ) বিশেষণের বিশেষণ
১৮. কোনটি ক্রমবাচক শব্দ?
ক) দ্বাবিংশ খ) আটই। গ) ১৯। ঘ) বাইশ
১৯। পূর্ণ সংখ্যার ন্যূনতাবাচক সংখ্যা শব্দ কোনটি?
ক) তিন। খ) তেহাই। গ) দোসরা ঘ) তেরই
২০. প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?
ক) আবলি খ) সকল। গ) বৃন্দ। ঘ) গুচ্ছ
২১। কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক. বাগধারা খ. সামাস। গ. কারক ঘ. সন্ধি
২২। নিচের কোন শব্দ দুটো কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?ক. রাশি, রাজি খ. সব, সমূহ। গ. কুল, বৃন্দ। ঘ. পাল, যূথ
২৩। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে সেটি কী হয়ে যায়?
ক. সুনির্দিষ্ট খ. নির্দিষ্ট। গ. অনির্দিষ্ট ঘ. নিরর্থক
২৪. 'কুসুম'- শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?ক) নিচয়। খ) নিকর। গ) মালা ঘ) রাজি
২৫. রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। - এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) বিভক্তিযুগে খ) দ্বিত্বযুগে গ) বিশেষ নিয়মে ঘ) প্রত্যয়যুগে
২৬. বচন অর্থ কী?
ক) সংখ্যার ধারণা খ) গণনার ধারণা গ) ক্রমের ধারণা ঘ) পরিমাণের ধারণা
২৭. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?
ক) বিশেষ্য ও বিশেষণ। খ) সর্বনাম ও ক্রিয়া গ) ক্রিয়া ও অব্যয়। ঘ) বিশেষ্য ও সর্বনাম
২৮. 'ছুয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা"- এ বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক) ছুঁয়োনা খ) ওটি গ) লজ্জাবতী ঘ) লতা
২৯. ন্যাকামিটা এখন রাখ - এ বাক্যে কী অর্থে 'টা'- এর ব্যবহার হয়েছে?
ক) নিরর্থকতা খ) সার্থকতা গ) দ্ব্যর্থকতা ঘ) ভিন্নার্থকতা
৩০. গোটা সাতেক আম এনো '- বাক্যটিতে 'গোটা'- কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নির্দিষ্ট অর্থে খ) অনির্দিষ্ট অর্থে গ) স্বল্পার্থে ঘ) অধিক অর্থে।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post