কাজী নজরুল ইসলাম(১৮৯৯-১৯৭৬)
★জ্ঞানমূলক প্রশ্নঃ
১. ভাব ও কাজের মধ্যে তফাত আসমান-জমিন ।
২. ভাব জিনিসটা পুষ্পবিহীন— সৌরভের মতাে।
৩. ভাবকে বাস্তবরূপ দেয়— কাজ।
৪. কেবল ভাবজগতে বিচরণ করাটা হচ্ছে- বদ-খেয়াল ।।
৫. মানুষের ভাবকে জাগিয়ে তুলতে হবে— মানবকল্যাণের জন্য।
৬. আমাদের আশা-ভরসার স্থল— যুবকগণ।
৭. কর্মে শক্তি আনার জন্য প্রয়ােজন— ভাব-সাধনা।
৮. কাউকে ঘুম থেকে উঠানাে যায় না যদি সে জেগে ঘুমায়।
৯. লেখক “স্পিরিট' বলতে বুঝিয়েছেন— আত্মার শক্তিকে।
১০. ‘লা-পরওয়া’ শব্দের অর্থ— গ্রাহ্য না করা।
১১. ‘পুয়াল’ শব্দের অর্থ— খড় ।
১২. ‘উদমো ষাঁড়' বলতে বােঝায়— বন্ধনমুক্ত ষাঁড়।
১৩. ইংরেজি স্পিরিট' শব্দের অর্থ— উৎসাহ, উদ্দীপনা।
১৪. শাস্ত্রজ্ঞ তপস্বীকে বলা হয়— ঋষি।
১৫. রামায়ণে বর্ণিত রাবণের ছােট ভাইয়ের নাম— কুম্ভকর্ণ।
১৬. বহুলােকের ষড়যন্ত্রে অসম্ভবকে সম্ভব করাকে বলে— দশচক্রে ভগবান ভূত।
১৭. দেশের সামগ্রিক উন্নয়নের জন্য দরকার— বাস্তবধর্মী কর্মতৎপরতা।
১৮. মহৎ কিছু অর্জন করার জন্য দরকার— কর্মশক্তি ও সঠিক উদ্যোগ।
১৯. মানুষকে জাগিয়ে তােলা যায়- ভাবের মাধ্যমে।।
২০. ‘ভাব ও কাজ' প্রবন্ধে বলা হয়েছে দেশের উন্নতি ও কল্যাণের কথা।
২১. 'ভাব ও কাজ' প্রবন্ধটি অনুপ্রাণিত করে– মহৎকাজে।
২২. কাজী নজরুল ইসলামের জন্ম— ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫শে মে।
২৩. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নজরুল যােগ দেন বাঙালি পল্টনে।'
২৪. বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়— ১৯১৯ সালে ।
২৫. নজরুল রচনাবলিতে প্রকাশ পেয়েছে— অসাম্প্রদায়িক চেতনা।
২৬. ‘বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়- ‘বিজলী’ পত্রিকায় ।
২৭. নজরুলের কবিতায় বিদ্রোহ উচ্চারিত হয়েছে— পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে।
২৮. নজরুলের কবিতার বিশেষ বৈশিষ্ট্য— আরবি-ফারসি শব্দের সফল ব্যবহার।
২৯. দুরারােগ্য রােগে আক্রান্ত হয়ে নজরুলের সাহিত্য জীবনে ছেদ ঘটে—তেতাল্লিশ বছর বয়সে।
৩০, কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে নাগরিকত্ব প্রদান করা হয় ১৯৭২ সালে।
৩১. ঋষির বৈশিষ্ট্য হলো - নিঃস্বার্থ ও ত্যাগী হওয়া।
৩২.
★অনুধাবনমূলক প্রশ্নঃ
১. 'দশচক্রে ভগবান ভূত'- 'ভাব ও কাজ' প্রবন্ধে লেখক কেন এ কথা বলেছেন?
২. 'সোনার কাঠি'- বলতে কী বোঝানো হয়েছে?
৩. সত্যের সাধনা বলতে লেখক কী বুঝিয়েছেন?
৪. লেখক 'স্পিরিট ' বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
৫. "কর্মশক্তি আনিবার জন্য ভাব-সাধনা কর"- বাক্যটি বুঝিয়ে লেখো।
৬. 'ভাবের সুরা পান কর ভাই কিন্তু জ্ঞান হারাইও না'- বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?
২. তুমি স্বপ্নে রাজা হতে পার, কোটি কোটি টাকা, বাড়ি-গাড়ির মালিক হতে পার। কল্পলোকের সুন্দর গল্পও হতে পার, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক।তুমি স্বপ্নে রাজা হতে পার, কোটি কোটি টাকা, বাড়ি-গাড়ির মালিক হতে পার। কল্পলোকের সুন্দর গল্পও হতে পার, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমে=র বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক।তুমি স্বপ্নে রাজা হতে পার, কোটি কোটি টাকা, বাড়ি-গাড়ির মালিক হতে পার। কল্পলোকের সুন্দর গল্পও হতে পার, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক।
(ক) যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন, তাঁকে কেমন হতে হবে?
(খ) লেখক ‘স্পিরিট’ বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন?
(গ) উদ্দীপকটি ‘ভাব ও কাজ’ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে, তা বর্ণনা করো।
(ঘ) ‘কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক’—মন্তব্যটি ‘ভাব ও কাজ’ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো
৩. জে এস সি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় সামিহা প্রতিজ্ঞা করেছিল,এস এস সি পরীক্ষায় ভালো
ফলাফল করবোই। কিন্তু সে অনুযায়ী লেখাপড়া করেন সামিহা। ফেসবুক নিয়েই সারাদিন ব্যস্ত থাকে সে।
ক) 'বিদ্রোহী'- কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়
খ) 'ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না'- বলতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন?
গ) উদ্দীপকের সামিহার কর্মকাণ্ড 'ভাব ও কাজ' প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের সামিহাকে প্রাবন্ধিকের বক্তব্য বাস্তবায়ন করতে হলে কী কী পদক্ষেপ নিতে হবে? 'ভাব ও কাজ'- প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
No comments:
Post a Comment