সূত্র:CS/1B/C5/mretst1/17
পঞ্চম শ্রেণি
বিষয় : বাংলা
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
(দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)
প্রদত্ত কবিতাংশটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখ:
আমরা ঘাসের ছোট ছোট ফুলহাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
কেমন আমরা হেসে উঠি আর
দুলে দুলে নাড়ি মাথা।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ১´৫=৫
(১) ঘাসফুলগুলো কিসে মাথা দোলায়?
(ক) হাওয়াতে(খ) পানিতে (গ) ঝড়ে (ঘ) পাখির গানে
(২) ঘাসফুলগুলো কাদের খুশি হওয়ার জন্য বলেছে?
(ক) গাছদের (খ) মানুষদের(গ) পাখিদের (ঘ) শিশুদের
(৩) ঘাসফুলগুলো কিসের হাসির সাথে খুশি হওয়ার জন্য বলেছে?
(ক) পাখির (খ) মানুষের (গ) সূর্যের (ঘ) চাঁদের
(৪) কারা দুলে দুলে মাথা নাড়ে?
(ক) পাখিরা (খ) গাছেরা (গ) গরুরা (ঘ) ঘাসফুলেরা
(৫) ঘাসফুলগুলো মানুষদের কী না ছিঁড়তে মিনতি করেছে?(ক) নরম পাতা (খ) কাণ্ড (গ) ফুল (ঘ) ডাল
২। নিচের শব্দগুলোর শব্দার্থ লিখ: ১*৫=৫
হাওয়া, দোলাই মাথা, ছিঁড়ো, খুশি, কিরণ
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ:
(ক) দুলে দুলে কারা মাথা নাড়ে? ১
(খ) ঘাসফুল কিভাবে নিজেকে তুলনা করেছে? ২
(গ) ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করেছে? ২
৪। অনুচ্ছেদটির মূলভাব লিখ। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫,৬,ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ
১৯৪৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ২৪ বছর পাকিস্তানিরা আমাদের সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষন করে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উর্দু করতে চাইলে বাঙালি প্রতিবাদ জানায়। রক্তের বিনিময়ে অর্জিত হয় মাতৃভাষার অধিকার। ১৯৭১ সালে ২৫ এ মার্চ রাতে পাকিস্তানি হায়েনারা ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত নিরীহ বাঙালির ওপর। ২৬ এ মার্চ দেশের স্বাধীনতা ঘোষিত হয়। দেশের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ। বাংলাদেশের আজ মুক্ত। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এই অর্জন সহজে ঘটেনি। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি। বীরের পবিত্র রক্ত স্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের এজন্য জীবন দিতে হয়েছে নূর মোহাম্মদ, শেখ মুন্সী আবদুর রউফ, মোস্তফা কামাল, মতিউর রহমান, মোহাম্মদ রুহুল আমিনসহ অসংখ্যা বীরদের। বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন সাতজন বীর। আমরা তাঁদের শ্রদ্ধা করি। তাঁরা আমাদের গৌরব।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ১*৫=৫
১। অনচ্ছেদটি কোন বিষয়ে ফুটে উঠছে?
ক) সিপাহী বিদ্রোহখ)গণঅভ্যুত্থান গ)মুক্তিযুদ্ধ ঘ)সামরিক শাসন
২। বীর মুক্তিযোদ্ধরা দেশের জন্য কীভাবে অবদান রেখেছেন?
ক) আহতদের সেবা করে খ) জীবন উৎসর্গ করে
গ) রাজাকারদের হত্যা করে ঘ) পাকসেনাদের বন্দী করে
৩। মুন্সী আবদুর রউফ কী ভাবে জীবন দিয়েছেন?
ক) মিছিল করতে গিয়ে খ) মাইন বসাতে গিয়ে
গ)হানাদার ক্যম্প জ্বালিয়ে দিতে গিয়ে ঘ)দেশের জন্য যুদ্ধ করে
৪। নূর মোহাম্মদ মুন্সী আবদুর রউফ রুহুল আমিন এঁরা সবাই?
ক) গেরিলা খ) যোদ্ধা গ) ইস্ট বেঙ্গল রেজিমেন্টর সদস্য। ঘ) শহীদ বীর মুক্তিযোদ্ধা
৬। ১৬ই ডিসেম্বর আমাদের-
ক) স্বাধীনতার দিবস খ) বিজয় দিবস গ) শহীদ দিবস ঘ) মুক্তির দিবস
৬।নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বসিয়ে নিচের বাক্যগুলোর শূণ্যস্থান পূরন কর? ০৫
শব্দ ------------------শব্দার্থ
শ্রদ্ধা-------------- সম্মান, আদব
অশ্রু -------------------চোখের পানি
লক্ষ ---------------------লাখ, ১০০ হাজার
অসংখ্যা --------------গণনা করে শেষ করা যায় না এমন
রক্তস্রোত ---------------রক্তের প্রবাহ
ক)দেশের স্বাধীনতার জন্য অনেক মাকে--------- বিসর্জন দিতে হয়েছে।
খ) —-----------দাবিটা আদায় হয়েছে প্রাণের বিনিময়ে।
গ) আমাদের পরিচয় আমরা-----------------জাতি।
ঘ) দেশকে স্বাধীন করতে—------------ বীর শহিদ হয়েছেন।
ঙ) আমার পিতামাতাকে সব সময়—-------------- করব।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখঃ ১৫
ক) ১৯৭১ সালে কেন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল? পাঁচটি বাক্যে লেখ।
খ) ১৯৭১ সালের ১৬ই ডিমেম্বর স্মরনীয় কেন? পাঁচটি বাক্যে লেখ।
গ) বীরশ্রেষ্ঠ কয়জন? ৫ জন বীরশ্রেষ্ঠর নাম লেখ?
১২। নিচের কবিতাংশটি পড়ো, নিচের উত্তর লেখঃ
ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
ক) কবিতাংশটির কবির নাম কি এবং কোন কবিতার অংশ?----২
খ) শহীদ ছেলের দান'- হিসাবে আমরা কী পেয়েছি? বুঝিয়ে লেখো
গ) কবিতাংশটির সারমর্ম লেখ-----৫
১৩। মনে কর তুমি ভালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি আন্ত: প্রাথমিক বিদ্যালয় বির্তক প্রতিযোগিতায় অংশ নিতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর।
বিতর্ক প্রতেযোগিতার ফরম
১। শিক্ষার্থীল নাম :--------------
২। বিদ্যালয়ের নাম :--------------
৩। শ্রেণি :--------------
৪। রোল :--------------
৫। শাখা :--------------
৬। জন্ম তারিখ :--------------
৭। পিতার নাম :--------------
৮। মাতার নাম :--------------
৯। শ্রেণিশিক্ষকের স্বাক্ষর: --------------
শিক্ষার্থীর স্বাক্ষর
No comments:
Post a Comment