Ad-1

Thursday, May 24, 2018

এল এল বি প্রথম বর্ষ প্রশ্ন-২০১৫,রাজস্ব আইন

এল এল বি প্রথম বর্ষ পরীক্ষা-২০১৫
বিষয়: রাজস্ব আইন
বিষয় কোড : ৫০৭
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
১. কর বলতে কি বুঝ?করের উদ্দেশ্যাবলি কি কি?কর ধার্যের নিতি সমূহ আলোচনা কর।
২. আয়কর বলতে কি বুঝ?একটি দেশের আর্থ-সামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা কর।
৩. ক) আয়বর্ষ ও করবর্ষের সংজ্ঞা দাও।কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের গুরুত্ব আলোচনা কর।
খ) নিম্নলিখিত তথ্য হতে আয়বর্ষ ও করবর্ষ নিরূপণ কর;
!) ১ মার্চ, ২০১১ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০১২ ;
!!) ১ জানুয়ারি ২০১২ থেকে ৩১ ডিসেম্বর ২০১২ ;
!!!) ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ ;
!v) ১ নভেম্বর ২০১১ থেকে ৩১ অক্টোবর ২০১২;
৪.কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য?আবাসিক মর্যাদার অর্থ কী?আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা হয়?আবাসিক মর্যাদা কিভাবে করদায়কে প্রভাবিত করে?
৫.আয়কর আইনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা?আপীল ট্রাইবোনালের গঠন,ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।এই ট্রাইবুনালের কাছে কারা আবেদন করতে পারে?আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রীম কোর্টের ভূমিকা কি?
৬. একজন বেতনভোগী ব্যক্তি কত ভিন্ন ধরনের ভবিষ্যত তহবিলের সদস্য হতে পারেন এবং প্রতিটির বিধি বিধান বর্ণনা করো।
৭. কর স্থিতিস্থাপকতা কি? তুমি কি মনো কর বাংলাদেশের কর কাঠামো স্থিতিস্থাপক? যদি না হয় তবে এর কারণ ব্যাখ্যা করো এবং স্থিতিস্থাপক কর কাঠামোর জন্য ব্যবস্থাবলি সুপারিশ কর।
৮. সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর।সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কর।
৯. কর বিবরণী সংক্রান্ত নিয়মনীতিগুলো আলোচনা কর।কর বিবরণীর জমা না দেওয়ার আইনগত পরিণাম কী?আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী বিভিন্ন কর অপরাধগুলো কী কী? কোন কোন বিনিয়োগ করের দায় হতে মুক্ত?
১০. নিম্নলিখিত বিষয়ের উপর টীকা লেখো;
ক) প্রত্যক্ষ ও পরোক্ষ কর।
খ) কর মুক্ত আয়।
গ) বাড়ী ভাড়া ভাতা।
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post