এল এল বি প্রথম বর্ষ পরীক্ষা-২০১৫
বিষয়: রাজস্ব আইন
বিষয় কোড : ৫০৭
যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।
১. কর বলতে কি বুঝ?করের উদ্দেশ্যাবলি কি কি?কর ধার্যের নিতি সমূহ আলোচনা কর।
২. আয়কর বলতে কি বুঝ?একটি দেশের আর্থ-সামাজিক দিক থেকে আয়কর ধার্য করার গুরুত্ব আলোচনা কর।
৩. ক) আয়বর্ষ ও করবর্ষের সংজ্ঞা দাও।কর নির্ধারণে আয়বর্ষ ও করবর্ষের গুরুত্ব আলোচনা কর।
খ) নিম্নলিখিত তথ্য হতে আয়বর্ষ ও করবর্ষ নিরূপণ কর;
!) ১ মার্চ, ২০১১ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০১২ ;
!!) ১ জানুয়ারি ২০১২ থেকে ৩১ ডিসেম্বর ২০১২ ;
!!!) ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০১২ ;
!v) ১ নভেম্বর ২০১১ থেকে ৩১ অক্টোবর ২০১২;
৪.কারা আয়ের বিবরণী দাখিল করতে বাধ্য?আবাসিক মর্যাদার অর্থ কী?আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারণ করা হয়?আবাসিক মর্যাদা কিভাবে করদায়কে প্রভাবিত করে?
৫.আয়কর আইনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা?আপীল ট্রাইবোনালের গঠন,ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।এই ট্রাইবুনালের কাছে কারা আবেদন করতে পারে?আয়কর মামলায় বাংলাদেশের সুপ্রীম কোর্টের ভূমিকা কি?
৬. একজন বেতনভোগী ব্যক্তি কত ভিন্ন ধরনের ভবিষ্যত তহবিলের সদস্য হতে পারেন এবং প্রতিটির বিধি বিধান বর্ণনা করো।
৭. কর স্থিতিস্থাপকতা কি? তুমি কি মনো কর বাংলাদেশের কর কাঠামো স্থিতিস্থাপক? যদি না হয় তবে এর কারণ ব্যাখ্যা করো এবং স্থিতিস্থাপক কর কাঠামোর জন্য ব্যবস্থাবলি সুপারিশ কর।
৮. সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর।সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কর।
৯. কর বিবরণী সংক্রান্ত নিয়মনীতিগুলো আলোচনা কর।কর বিবরণীর জমা না দেওয়ার আইনগত পরিণাম কী?আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী বিভিন্ন কর অপরাধগুলো কী কী? কোন কোন বিনিয়োগ করের দায় হতে মুক্ত?
১০. নিম্নলিখিত বিষয়ের উপর টীকা লেখো;
ক) প্রত্যক্ষ ও পরোক্ষ কর।
খ) কর মুক্ত আয়।
গ) বাড়ী ভাড়া ভাতা।
ঘ) মুনাফা জাতীয় প্রাপ্তি।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
sarangsh
১. অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক ...
Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment