এল এল বি পার্ট -০১পরীক্ষা ২০১৭,রাজস্ব আইন-
বিষয় কোড: ৫০৭
১. কর কি এবং কেন তা সরকারের জন্য গুরুত্বপূর্ণ? করের শ্রেণি বিভাগ কর এবং তাদের পার্থক্য আলোচনা কর।সংক্ষেপে করের নীতিসমূহ আলোচনা কর।
২. ক) কারা আয়কর কর্তৃপক্ষ? এ্যাপিলেট ট্রাইবুনালের গঠন ও কার্যাবলী আলোচনা কর।
খ) আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৬০ ধারার অধীন হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স আবেদন দায়ের পদ্ধতি আলোচনা কর।
৩. ক)আয়কর রিটার্ন দাখিল করার পদ্ধতি কি?সাধারণ পদ্ধতিতে দাখিলকৃত রিটার্নের আয় কিভাবে নিরুপিত হয় তা বর্ণনা কর।
খ) সর্বজনীন স্বনির্ধারনী রিটার্ন বলতে কি বুঝ?উপ-কর কমিশনার কি সর্বজনীন স্বনির্ধারনীপদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন পুন:উন্মোচন করতে পারেন?
৪. ক) অায়কর অধ্যাদেশ অনুযায়ী কারা আয়কর বিবরণী দাখিল করতে বাধ্য?
খ) বিভিন্ন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নিরুপণ করা হয়?একজন করদাতার আবাসিক মর্যাদা কিভাবে তার মোট আয় ও করদায়কে প্রভাবিত করে?
৫. ক) কর অবকাশ বলতে কি বুঝ?বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী কি কি খাতে, কি কি শর্তে কর অবকাশ সুবিধা প্রদান করা হয়?
খ)তুমি কি মনে কর, কর অবকাশ পদ্ধতি বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে কোনো সুফল বয়ে আনবে?তোমার ধারণা বর্ণনা কর।
৬.আয়কর এর উদ্দেশ্যে কোন ব্যক্তিকে বাংলাদেশের নিবাসী বলে গণ্য করা হয়?একজন করদাতার কর দায় নিরুপণে তার আবাসিক মর্যাদার গুরুত্ব কী?অনিবাসী করদাতার জন্য কর হার কি?একজন অনিবাসী করদাতা কি আয়কর রিবেট দাবী করদে পারে?
৭. নিম্নলিখিত যে কোনো চারটির উপর টীকা লেখো;
ক) অনুমিত আয়;
খ) বেতন পূরক;
গ) উৎসে কে কর্তন;
ঘ) কৃষি আয়;
ঙ) অগ্রিম কর প্রদান;
চ) সারচার্জ (অধিকার)
ছ) বিকল্প সর্বনিম্ন কর।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment