স্বপ্ন ও প্রাপ্তি
তখন সবে মাত্র এস এস সি দিয়েছিলাম
এক পুলিশের বাসায় টিউশন করতে গিয়ে,
সেই লাল টুকটুকে ছাত্রীর
প্রতিই আমার কৈশোর জীবনের
প্রথম ভালোলাগা আর
ভালোবাসার জন্ম হয়,
অতপর তার মা মেয়ের মতি গতি বুঝে,
আমাকে খুবই ভদ্রভাবে বিদায় করে দেয় ।
তারপর অনেকগুলো বছর কেটে গেলো,
কিন্তু সে আর এলো না।।
তারপর ভালোবেসে ফেলি
গ্রামের এক চঞ্চলা ছাত্রীকে,
তার জীবনের ভালোবাসার শূন্যস্থান
কেউ পূরণ করেছিল বলে
আমাকে আর জায়গা দেয়নি
তার হৃদয়ের শূন্যস্থানে।।
অবশেষে তার বিয়ে হয়ে গেল
বাবার সুমতে
এক অচেনা যুবকের সাথে।।
তারপর শপথ নিলাম
জীবনে আর কাউকে ভালোবাসবো না,
কিন্তু মনের কি আর
মনের মানুষ ছাড়া
একা ভালো লাগে?
তারপর হঠাৎ একদিন দেখি
মন ভালোবেসে ফেলে
এক দূরাত্মীয়াকে।
তিন কিলোমিটার রাস্তায় হেটে
পকেটের পয়সা বাঁচিয়ে
যার সঙ্গে কথা বলতাম।।
যার মুখ থেকে "ভালোবাসি"
শব্দটা শুনে ভার্সিটির এক
বান্ধবীকে ট্রীট দিয়েছিলাম।
মাত্র তিনমাস
তারপর তারও হঠাৎ বিয়ে হয়ে গেলো,
প্রবাসী পয়সা ওয়ালা এক যুবকের সাথে।।
তারপর কঠিন শপথ,
কখনো কাউকে আর ভালোবাসবো না,
তারপর থেকে যখন যেখানে যাকেই ভালো লাগে,
স্বপ্ন দেখেছি তাকে নিয়ে কিংবা
তারমতো কাউকে জীবনসঙ্গী করার।
কিন্তু জীবনের শেষ প্রান্তে
হবু শ্বশুরের জীবনে প্রাপ্তির
নিক্তিতে কম হওয়ায় অনেক স্বপ্ন
মনের মধ্যেই মরে গেছে।
ভেবেছিলাম জীবনে কোকিলা কণ্ঠের
কোন এক রুপসী নারীকেই বিয়ে করবো,
তা আর হলো না,
অবশেষে জীবন সঙ্গী হলো
গ্যানগেনে আওয়াজের কোন এক রুপসী রমণী।
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment