Ad-1

Thursday, July 19, 2018

গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়গুলো জেনে রাখি

প্রদত্ত শব্দ -------প্রকৃতি ও প্রত্যয় -------প্রত্যয়ের নাম
১. বেয়াই -------বিয়া+আই>বেয়াই -------তদ্ধিত প্রত্যয়।
২. কাঠুরে -------কাঠ+উরিয়া>কাঠুরে------- "
৩. সৈনিক ------- সেনা + ইক ------- "
৪. পাচক ------- পচ্+অক ------- কৃৎ প্রত্যয়।
৫. বৈদিক ------- বেদ + ইক ------- তদ্ধিত প্রত্যয়
৬. পান্তা ------- পানি + তা ------- তদ্ধিত প্রত্যয়
৭. রূঢ় ------- রুহ্+ত ------- কৃৎ প্রত্যয়
৮. সিংহ ------- হিনস্+ অ ------- "
৯. নেতা -------নী+তৃ ------- কৃৎ প্রত্যয়
১০. মেটে ------- মাটি + ইয়া ------- তদ্ধিত প্রত্যয়
১১. বেলে ------- বালি+ইয়া=বালিয়া>বেলে------- তদ্ধিত
১২.বরণীয় ------- বৃ+অনীয় ------- কৃৎ প্রত্যয়।
১৩. অনুরাগী ------- অনু+রাজ+অ+ইন -------কৃৎ প্রত্যয়
১৪. সম্রাট ------- সম্+রাজ+ক্বিপ/০ ------- কৃৎ প্রত্যয়
১৫. ঘাতক ------- হন + অক ------- কৃৎ প্রত্যয়
১৬. মুগ্ধ ------- মুহ+ ত ------- কৃৎ প্রত্যয়
১৭. পানসে ------- পানি + সা>সে ------- তদ্ধিত প্রত্যয়
১৮. জনক ------- জন+ ণিচ+ অক ------- কৃৎ প্রত্যয়।
১৯. দ্রষ্টব্য ------- দৃশ + তব্য ------- কৃৎ প্রত্যয়।
২০. সুলভ ------- সু+লভ+অ ------- কৃৎ প্রত্যয়।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post