Ad-1

Saturday, July 28, 2018

ইমানের ভিতর ও বাইরের শর্ত


ঈমানের আরকান ও আহকাম


সুপ্রিয় বন্ধুরা,
আশা করি আল্লাহ সুবহানু ওয়া তায়ালার অসিম রহমতে সুস্থ আছেন।আজ আপনাদের সম্মুখে একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম।বন্ধুরা আমরা মুসলিমরা সবাই কমবেশি নামাযের ফরয ও অজুর ফরয কি কি জেনে থাকি। কিন্তু এর পূর্বে যে ঈমানের আরকান ও আহকাম কি কি তা জানা অত্যাবশ্যক ছিল যার সম্পর্কে আমরা বেশিরভাগই গাফেল বললেই চলে। যা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়।
এখন প্রশ্ন হলো,ঈমানের আরকান ও আহকাম কি?
জ্বী, আহকাম হচ্ছে ঈমান আনয়নের পূর্বের শর্তাবলী এবং আরকান হচ্ছে ঈমান আনার পরবর্তী শর্তাবলী।
আসুন,সেগুলো কি কি জেনে নিই।

ঈমানের আহকাম হচ্ছে- ৯টি
১/ইলম- সর্বপ্রথম লা-ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করা।
২/এয়াকিন- অর্থ; দৃঢ় বিশ্বাস, সন্দেহ না থাকা।
৩/আল কবুল- ঈমানকে কবুল করে নেওয়া অর্থাৎ ঈমানের জন্য বিসর্জন দিতে প্রস্তুত হওয়া।
৪/আল ইনকিয়াত- সবকিছু মাথা পেতে নেওয়া।
৫/সত্যবাদিতা - সাদেক্বিন হয়ে যাওয়া।
৬/আল এখলাছ - একনিষ্ঠ হওয়া।
৭/আল এছতাকামত - ইবাদতে অটল থাকা।
৮/ মহব্বত - আল্লাহ ও রাসূলকে সর্বাধিক মহব্বত করা।
৯/তাগুদকে অস্বীকার করা - অর্থাৎ কুফরের বিরোধীতা করা।

ঈমানের আরকান হচ্ছে - ৬টি
১/আল্লাহর উপর ঈমান আনা
২/ফেরাশতাদের উপর ঈমান আনা
৩/কিতাব সমূহের উপর ঈমান আনা
৪/রাসূলগণের উপর ঈমান আনা
৫/কিয়ামত দিবসের উপর ঈমান আনা ও
৬/তাকদ্বীর এর উপর ঈমান আনা।

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।

লেখক:মোহাম্মদ আবুল কাশেম।
শিক্ষার্থীঃ আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজ,পশ্চিম আমিরাবাদ, লোহাগাড়া,চট্টগ্রাম।
গ্রামঃ আধুনগর,কাজির পাড়া।
লোহাগাড়া,চট্টগ্রাম।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post