Ad-1

Saturday, July 28, 2018

ইমানের ভিতর ও বাইরের শর্ত


ঈমানের আরকান ও আহকাম


সুপ্রিয় বন্ধুরা,
আশা করি আল্লাহ সুবহানু ওয়া তায়ালার অসিম রহমতে সুস্থ আছেন।আজ আপনাদের সম্মুখে একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম।বন্ধুরা আমরা মুসলিমরা সবাই কমবেশি নামাযের ফরয ও অজুর ফরয কি কি জেনে থাকি। কিন্তু এর পূর্বে যে ঈমানের আরকান ও আহকাম কি কি তা জানা অত্যাবশ্যক ছিল যার সম্পর্কে আমরা বেশিরভাগই গাফেল বললেই চলে। যা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়।
এখন প্রশ্ন হলো,ঈমানের আরকান ও আহকাম কি?
জ্বী, আহকাম হচ্ছে ঈমান আনয়নের পূর্বের শর্তাবলী এবং আরকান হচ্ছে ঈমান আনার পরবর্তী শর্তাবলী।
আসুন,সেগুলো কি কি জেনে নিই।

ঈমানের আহকাম হচ্ছে- ৯টি
১/ইলম- সর্বপ্রথম লা-ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করা।
২/এয়াকিন- অর্থ; দৃঢ় বিশ্বাস, সন্দেহ না থাকা।
৩/আল কবুল- ঈমানকে কবুল করে নেওয়া অর্থাৎ ঈমানের জন্য বিসর্জন দিতে প্রস্তুত হওয়া।
৪/আল ইনকিয়াত- সবকিছু মাথা পেতে নেওয়া।
৫/সত্যবাদিতা - সাদেক্বিন হয়ে যাওয়া।
৬/আল এখলাছ - একনিষ্ঠ হওয়া।
৭/আল এছতাকামত - ইবাদতে অটল থাকা।
৮/ মহব্বত - আল্লাহ ও রাসূলকে সর্বাধিক মহব্বত করা।
৯/তাগুদকে অস্বীকার করা - অর্থাৎ কুফরের বিরোধীতা করা।

ঈমানের আরকান হচ্ছে - ৬টি
১/আল্লাহর উপর ঈমান আনা
২/ফেরাশতাদের উপর ঈমান আনা
৩/কিতাব সমূহের উপর ঈমান আনা
৪/রাসূলগণের উপর ঈমান আনা
৫/কিয়ামত দিবসের উপর ঈমান আনা ও
৬/তাকদ্বীর এর উপর ঈমান আনা।

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুন।

লেখক:মোহাম্মদ আবুল কাশেম।
শিক্ষার্থীঃ আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজ,পশ্চিম আমিরাবাদ, লোহাগাড়া,চট্টগ্রাম।
গ্রামঃ আধুনগর,কাজির পাড়া।
লোহাগাড়া,চট্টগ্রাম।

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post