Ad-1

Thursday, September 27, 2018

ষষ্ঠ শ্রেণির ক্যাডেট ভর্তি টেস্ট-০২


বাংলা-১০
১. যারা মাটি দিয়ে পুতুল, পাত্র,প্রতিমা তৈরি করা যাদের পেশা, তাদের --------------------------বলা হয়।
২. 'নূরলদীনের সারাজীবন '- কার লেখা ও কি ধরনের গ্রন্থ?---উত্তর:
৩. প্রাচীনকালে কাঠের খড়ম কারা পরতো?উত্তর:
৪. সেকালের পুরুষরা কি প্রিয় ছিল?---উত্তর:
৫. শানকি ' কিসের তৈরি? --উত্তর :
৬. স্নানস্নিগ্ধদ'- শব্দের অর্থ কী?...উত্তর:
৭. পল্লব শব্দের অর্থ কী?--উত্তর:
৮. কত বছর আগে এদেশে রাজা আসে?---উত্তর:
৯. হাতির দাঁতের পালকি কোথায় থাকত?।।উত্তর:
১০. লেখক আনিসুজ্জামানের জন্ম কোথায়?উত্তর:
১১. 'লাল নীল দীপাবলি ' ও 'কত নদী সরোবর ' কার লেখা?
১২. 'দস্যি মাস' ও 'দুখী মাস' কোনটি?
১৩. নিসর্গ'- শব্দের অর্থ কী?
১৪. 'লোক-লোকান্তর' ও 'সোনালি কাবিন'- কার লেখা কাব্যগ্রন্থ?
১৫. কবি ঠাণ্ডা ও গোলগাল চাঁদ কোথায় দেখেছে?
১৬. 'দাদা ভাই'- নামে পরিচিত কোন কবি?
১৭. কবি আল-মাহমুদের জন্ম কত সালে?
১৮. ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়?


বহুনির্বাচনী প্রশ্ন--- 
১. 'বাঙ্গালা শব্দের বানানের নিয়ম'- কখন প্রকাশিত হয়?
ক) ১৯৩৫        খ) ১৯৩৬                 গ) ১৯৩৭           ঘ) ১৯৩৮
২. বাংলা বানানের নিয়ম ঠিক করতে প্রথম উদ্যোগ নেয় কোন বিশ্ববিদ্যালয়?
ক) বাংলা একাডেমি               খ) বাংলাদেশ টেক্সট বুক বোর্ড 
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়              ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়।
৩. 'বিটপী '- শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) স্বর্গ                   খ) পুষ্প             গ) বৃক্ষ             ঘ) পদ্ম।
৪. 'সমুদ্র'- শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) অর্ণব              খ) পারাবার          গ) রত্নাকর             ঘ) স্রোতস্বিনী
৫. 'বন্ধুর'- শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শত্রুর              খ) মসৃণ              গ) অমসৃণ          ঘ) সমতল।
৬. বাংলা শব্দের শেষে কী হয়?
ক) ঋ-কার              খ) ঊ-কার                  গ) ই-কার          ঘ) ঈ-কার।
৭. চোখ'- এর সমার্থক শব্দ কোনটি নয়?
ক) আঁখি              খ) নেত্র          গ) লোচন              ঘ) লেচন
৮. কোনটি বিবৃতিমূলক বাক্য?
ক) তুমি বলতে চাও কি              খ) পরীক্ষায় সফল হও 
 গ) তোমার মঙ্গল হোক              ঘ) সে আজ যাবে।
৯. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) পূর্ণতা              খ) আসত্তি              গ)যোগ্যতা                 ঘ) আকাঙক্ষা।
১০. বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?
ক) কারক              খ) বিভক্তি              গ) উপসর্গ                  ঘ) শব্দ।
১১. প্রথম পুরুষকে কী বলা হয়?
ক) উত্তম পুরুষ              খ) মধ্যম পুরুষ              গ) নাম পুরুষ                      ঘ) সবকটি।
১২.ভাষা বিচারে বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক) ২টি                      খ) ৩টি                      গ) ৪টি                          ঘ) ৬টি
১৩. তৎসম উপসর্গ কয়টি?
ক) আঠারোটি                 খ) উনিশটি                 গ) কুড়িটি                 ঘ) একুশটি
১৪.'উপসর্গের কাজ কী?
ক) নতুন অর্থবোধক শব্দ গঠন করা।                খ) নতুন বাক্য গঠন করা।
গ) বাক্যকে সৌন্দর্যমমণ্ডিত করা।                     ঘ) বাক্যের অলংকার বৃদ্ধি করা।
১৫.'দ্রষ্টব্য '- শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক) দৃশ+তব্য।                 খ) দৃশ্য + তব্য।                 গ) দৃ+তব্য                     ঘ) দৃশ+ ত।
১৬.বিপদ ও দু:খ এক সময়ে আসে'- এটি কোন ধরনের বাক্য?
ক) সরল।             খ) যৌগিক৷             গ) মিশ্র বাক্য         ঘ) জটিল বাক্য
১৭.'শকুনি মামা'- অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক) গম্ভীর প্রকৃতির             খ) নিষ্কিয় দর্শক             গ) কুচক্রী লোক         ঘ) কপটচারী 
১৮. কোন বানানগুচ্ছটি শুদ্ধ?
ক) চরন,ভাষণ,জাগরণ।                     খ) ঘর্ষণ,সাজোয়ান,ঋণ
গ) নয়ণ,দীর্ণ,লক্ষণ।                             ঘ) ঘণ্টা,দূষণ,বরণ




রচনামূলক অংশ -৭০
১. সারমর্ম 
★★★পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও।
তার মত সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।
পরের কারণে মরণেও সুখ,
সুখ সুখ করি কেঁদো না আর;
যতই কাঁদিবে ততই ভাবিবে
ততই বাড়িবে হৃদয়-ভার।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
★★★আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি-শাবল-গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

'অথবা '- সারাংশ লেখো
সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষায় বসিয়া থাকে না, চিরকাল চলিতে থাকে। সময়ের নিকট অনুনয় কর, ইহাকে ভয় দেখাও- ভ্রুক্ষেপও করিবে না। সময় চলিয়া যাইবে, আর ফিরিবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়। কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না। গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল। যতই কাঁদো না কেন, গত সময় কখনো ফিরিয়া আসিবে না।

৫.প্রবন্ধ রচনা লেখো - (যে কোন একটি)
ক) আমাদের গ্রাম
ঘ) শহিদ মিনার
ঙ) সুন্দরবন
চ) তোমার দেখা একটি মেলা

সাধারণ জ্ঞান:
১। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?-উত্তর :
২. । ষাট গম্বুজ মসজিদটির গম্বুজের সংখ্যা--
৩. রিকশা’ কোন ভাষার শব্দ? উত্তর:
৪. বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
৫. কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?--
৬. জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে----
৭. RAB,ATM এর এলাবোরেশন কি লেখো?
৮. IMF,বাসস এর এলাবোরেশন কি লেখো?
৯. ইতিহাসের জনক কে?
১০. কারবালা কোথায় অবস্থিত?
১১. জাতিসংঘ দিবস কখন?
১২. ভারতের সীমান্তে বাংলাদেশর কয়টি জেলা আছে?
১৩. বাংলাদেশ ও মায়ানমার এর মধ্যে মধ্যবর্তী নদীর নাম কী?
১৪. হিটলার কত সালে জার্মানের চ্যান্সেলর হন?
১৫. জাপানের নাগাসাকি তে ফেলা পারমানবিক বোমাটির নাম কি?
১৬. কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
১৭. "এ দেশের মাটি চাই, মানুষ নয়"-এ উক্তি কার?
১৮. OIC কখন গঠিত হয়?
১৯. CommonWealth এর পূর্ব নাম কি?
২০. SAARC এর সদর দপ্তর কোথায়?
২১. ভ্যাটিকান সিটির আয়তন কত?
২২. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
২৩.  রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস কারী অধিবাসীকে কী বলে?
২৪. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
২৫. আমেরিকায় চালু আছে নাগরিকের কোন পদ্ধতি?
২৬. কবি চণ্ডিদাস কোন আমলের কবি?
২৭. রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
২৮. প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কোনটি?
২৯. নাগরিকত্ব লাভের পদ্ধতি কয়টি?
৩০. বাংলাদেশের পূর্বে কোন দেশ রয়েছে?
৩১. SAARC '-কত সালে কোন মাসে গঠিত হয়?
৩২. কত সালে বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করেন?

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post