Ad-1

Thursday, September 27, 2018

ক্যাডেট ভর্তি সাধারণ জ্ঞান -০১

১. ‘Impossible is a word to be found in the dictionary of fools’- উক্তিটি - নেপোলিয়ানের
২। মার্শাল টিটো কোন দেশের নাগরিক?--- যুগোস্লাভিয়া
৩। চন্দ্রদ্বীপের বর্তমান নাম------বরিশাল।
৪. কারবালা ইরাকরের ফোরাত নদীর তীরে অবস্থিত।
৫। জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে----২৫ বছর
৬। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?----১৯৭৪ সালে
৭। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?------সিসমোগ্রাফ
৮। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি পায়?-----. ১৯৯৯ সালে
৯। জাতিসংঘের উদ্দেশ্য------আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
১০। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী কত সালে ‘বঙ্গ’ বিজয় করেন?-----১২০৪ সালে
১১। সেন্ট হেলেনা '- দ্বীপ কোথায় অবস্থিত - ভারত মহাসাগরে।
১২। Mein Kemp - এর রচয়িতা - হিটলার।
১৩। কবে থেকে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়?----- ১৯৫৭ সাল
১৪। নেলসন ম্যান্ডেলা এর ডাক নাম - মাদিবা।
১৫। কবি চণ্ডীদাস কোন আমলের কবি?------সুলতানি।
১৬। কিন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? :-----সুরমা
১৭। কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা
দেয়?--ইউনেস্কো     
১৮। কোকাকোলা কোন ধরনের দ্রবণ?----- গ্যাসীয়
১৯। ২০১১ সালের তথ্য মতে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টি?-------১৯৩টি
২০। বাংলা ভাষার সবচেয়ে পুরনো নিদর্শন কী?-----চর্যাপদ
২১। A Long walk to freedom '- এর লেখক- নেলসন ম্যান্ডেলা।
২২। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?----- পর্তুগাল।
২৩। www এর জনক - টিম বার্নার্স লি।
২৪।পারমাণবিক বোমার জনক - ওপেন হেইমার।
২৫। কোথায় বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়?----মেহেরপুর জেলার মুজিবনগরে।
২৬। মুজিবনগর সরকার গঠিত হয়------১০ এপ্রিল ১৯৭১ সালে।
২৭। এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়?------ : ইউরেশিয়া
২৮। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?--------স্বভোজী
২৯। জাতিসংঘের পতাকার রং কী?-----হালকা নীল
৩০। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি পায়?------১৯৯৯ সালে
৩১। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?------সিসমোগ্রাফ
৩২। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?---- ১৯৭৪ সালে
৩৩। সেন্ট মার্টিন দ্বীপের আরেক নাম কী? ----- নারিকেল জিঞ্জিরা।
৩৪। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্রের নাম কী?-----ভারত
৩৫।.রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল।
৩৬। ‘বাংলাদেশ স্কয়ার’ কোন দেশে অবস্থিত?-----লাইবেরিয়ায়
৩৭। কোন ভাষা থেকে Education শব্দটির উৎপত্তি হয়েছে?------লাতিন
৩৮। ই-৮ কী?--------পরিবেশ দূষণকারী ৮টা দেশ
৩৯। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি ‘নাইট’ উপাধি লাভ করেন-ফজলে হাসান আবেদ
৪০। ষাট গম্বুজ মসজিদটির গম্বুজের সংখ্যা-------৮১টি
৪১। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন?------শায়েস্তা খান
৪২। ‘প্রাচীন’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?----অর্বাচীন
৪৩। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?----ভোলা
৪৪। ইতিহাসের জনক - হেরোডোটাস।
৪৫। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-----রোহিঙ্গা
৪৬। বরিশালের প্রাচীন নাম-----বাকলা
৪৭। ইউরিয়া সারের কাঁচামাল----মিথেন গ্যাস
৪৮। বেহেস্ত’ কোন ভাষার শব্দ?---ফারসি
৪৯। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?---পায়ের আওয়াজ পাওয়া যায়
৫০। বৈশ্বিক গ্রাম এর ইংরেজি - Global Village.
৫১। কৈলাশটিলা গ্যাসফিল্ড কোন জেলায় অবস্থিত?--- সিলেট
৫২। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?--ফ্যাদোমিটার
৫৪। ‘রিকশা’ কোন ভাষার শব্দ? --জাপানি
৫৫. বাংলাদেশ জাতি সংঘের সদস্য পদ লাভ করেন - ১৯৭৪.
৫৬. জাতিসংঘ শিশু অধিকারে ধারা আছে - ৫৪ টি
৫৭. SAARC =South Asian Association for Regional Co-operation.
৫৮. কার উদ্যোগে সার্ক গঠিত হয়? - বাংলাদেশের।
৫৯. সার্ক গঠিত হয় - ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে।
৬০. SAARC এর বর্তমান সদস্য - ৮ টি।
৬১. সার্কের সদর দপ্তর অবস্থিত - নেপালের রাজধানী কাঠমণ্ডুতে।
৬২. সার্কের মূল লক্ষ্য হলো - অর্থনৈতিক সহযোগিতা
৬৩. ASEAN =Association of South East Asian Nations.
৬৪. ASEAN গঠিত হয় - ১৯৬৭ সালের ৮ই আগস্ট।
৬৫. ASEAN এর সদস্য রাষ্ট্র - ১০ টি।
৬৬. ASEAN এর সদর দপ্তর - ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
৬৭.EU এর নিজস্ব মুদ্রার নাম কি? -- ইউরো।
৬৮. EU এর সদর দপ্তর - বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
৬৯. G-7 এর সদস্য রাষ্ট্র হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান,ফ্রান্স,জাপান, কানাডা ও ইতালি।
৭০. OIC এর পূর্ণরুপ - Organization of Islamic Cooperation.
৭১. বাংলাদেশ OIC এর সদস্য হয় - ১৯৭৪ সালে।
৭২. NAM এর পূর্ণরুপ - Non-Aligned Movement.
৭৩. কত বছরের নিচে সবাই শিশু - ১৮ বছরের নিচে।
৭৪. IMF=International Monetary Fund.
৭৫. SIM=Subscriber Identification Number.
৭৬. SMS=Short Message Service.
৭৭. RAB =Rapid Action Battalion.
৭৮. VAT = Value Added Tax.
৭৯. CMH = Combined Military Hospital.
৮০. BBC =British Broadcasting Corporation.
৮১. NB = Nota Bene.
৮২. TIN =Taxpayer Identification Number.
৮৩. OMR = Optical Mark Reader.
৮৪. ATM = Automated Teller Machine.
৮৫. আধুনিক= আমরা ধূমপান নিবারণ করি।
৮৬. বাসস = বাংলাদেশ সংবাদ সংস্থা।
৮৭. রাজউক = রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
৮৮. কাবিখা = কাজের বিনিময়ে খাদ্য।
৮৯. জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহিত হয় - ১৯৮৯ সনের ২০ নভেম্বর।
৯০ মুক্ত বাজার অর্থনীতিকে ইংরেজিতে বলে- Open Market Economy.

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post