মডেল টেস্ট - ০১
বিষয় : বাংলা প্রথম পত্র
শ্রেণি : ষষ্ঠ
পূর্ণমান -৭০+৩০
নিচের উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও যে কোন সাতটি [ প্রতিটি বিভাগ খেকে কমপক্ষে দুইটি করে দিতে হবে।]
গদ্যাংশ
১। ফাতিমা সুমন সাহেবের বাসায় কাজ করে। বয়স মাত্র ১০ বছর বলে কোনো কাজই সে ভালো করে করতে পারে না। সে জন্য গৃহকর্ত্রী হোসনে আরা তাকে পছন্দ করে না। মাঝেমধ্যে বাসনকোসন ধুতে গিয়ে সে ভেঙে
ফেলে। হোসনে আরা তাই বিরক্ত হয়ে ফাতিমাকে তাড়িয়ে দিয়ে বড় কাজের মেয়ে রাখে।
(ক) আকাশ বাসী শব্দের অর্থ কী?
(খ) মিনু তার শত্রুকে কিভাবে শাস্তি দেয়?
(গ) উদ্দীপকে ফাতিমার সঙ্গে মিনুর অমিল কোথায়? ব্যাখ্যা করো।
(ঘ) ফাতিমার পরিণতি আর মিনু গল্পের মিনুর পরিণতি ভিন্ন উক্তিটি বিচার করো।
২. রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই
তিনি এ কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী
মহিলাকে পুরস্কার দেন। এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও
মানবসেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান।
ক) সেবাকাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি?
খ) মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন?
গ) উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে 'মাদার তেরেসা'র কোন ঘটনার প্রতিফলন ঘটেছে-
বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদাম তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক; কিন্তু তাঁদের
লক্ষ্য ছিল অভিন্ন- কথাটির সত্যতা যাচাই করো।
৩. গোলাম মওলা একজন শিল্পপতি। তিনি মাটির তৈরি ফুলদানি, নৌকা, গরুর গাড়ি, ফলমূল ও বিভিন্ন
মনীষীর প্রতিকৃতি দিয়ে তার বাড়ির ড্রইংরুম সাজিয়েছেন। তিনি মনে করেন, লোকশিল্পকে বাঁচিয়ে রাখা
প্রত্যেকেরই কর্তব্য।
ক. শ্যেন চোখে মানে কী?
খ. পালমশাই একজন জাত শিল্পী। এখানে পালমশাইকে জাত শিল্পী বলার কারণ কী?
গ. মাওলা সাহেবের ড্রইংরুমে সজ্জিত মাটির জিনিসপত্র দ্বারা 'কত দিকে কত কারিগর'- রচনার কোন দিকটি
ইঙ্গিত করে, ব্যাখ্যা করো।
ঘ. মাওলা সাহেবের বক্তব্যের সঙ্গে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও।
১. দিনের বেলা আকাশ সচরাচর থাকে নীল। আবার কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ। ভোরে বা সন্ধ্যায় আকাশে কোনো কোনো অংশে নামে রঙের বন্যা। কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে। আকাশের নীল চাঁদোয়াটা গ্যাসভর্তি ফাঁকা জায়গা। সেখানে আছে গ্যাস, বাষ্প ও ধূলিকণা।
ক. আব্দুল্লাহ আল মুুতী কোথায় জন্মগ্রহণ করেন?
খ. আকাশে বিভিন্ন সময় রং খেলা করে কেন?
গ. আকাশ নীল দেখার কারণগুলো বর্ণনা করো।
ঘ. ভোরে বা সন্ধ্যায় আকাশে কোনো কোনো অংশে নামে রঙের বন্যা— ‘উদ্দীপক’ ও ‘আকাশ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।
২. রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন। বেতন ছাড়াই তিনি এ কাজ করেন। ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন। এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানবসেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান।
ক) সেবাকাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি?
খ) মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন?
গ) উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার কোন ঘটনার প্রতিফলন ঘটেছে- বর্ণনা করো।
ঘ) উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদাম তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক; কিন্তু তাঁদের লক্ষ্য ছিল অভিন্ন- কথাটির সত্যতা যাচাই করো।
পদ্যাংশ
৪.ক) পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ঐপারএগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো,এসো আমরা সবাই না-ঘুমানোর দল।
খ।)বাঁশ বাগানের আধখানা চাঁদ / থাকবে ঝুলে একা,
ঝোপে ঝাড়ে বাতির মতো / জোনাক যাবে দেখা।
ক) পাখির কাছে ফুলের কাছে কবিতা পাঠের উদ্দেশ্য কী?
খ) কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সঙ্গে মানুুষের সম্পর্ক বর্ণনা করো।
গ) কবিতাংশ দুটিতে পল্লী প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
ঘ) কবিতাংশ দুটিতে নিসর্গপ্রীতি ফুটে উঠেছে উক্তিটি ব্যাখ্যা করো।
৫.খাল-বিল, নদী-নালা আর পুকুরে ভরা এই দেশ। ছোটবেলায় সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব।
সন্তানদের নিয়ে তিনি এখন শহরে থাকছেন। গ্রামের বাড়িতেও আগের সেই খাল-বিল, পুকুর নেই। সন্তানদের
সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে
আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে-কলমেই থাকবে।
ক. প্রতিদিন কে আলোর খেলা খেলছে?
খ. কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। মন্তব্যটি
প্রমাণ করো।
৬.মধুমতি একটি অবহেলিত গ্রাম। জনসংখ্যা কম নয়। তবু শিক্ষার হার কম হওয়ায় এগোতে পারছে না
গ্রামটি। রশিদ সাহেব গ্রামের অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ
হলেন। গ্রামটিকে একটি আদর্শ গ্রামে পরিণত করলেন। রশিদ সাহেব আজ নেই, তবু মধুমতি গ্রামের প্রতিটি
মানুষ তাঁকে তাঁর কীর্তির জন্য শ্রদ্ধাভরে স্মরণ করছে।
ক. চির শিশু শব্দের অর্থ কী?
খ. মুজিব আয় ঘরে ফিরে আয়-এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো।
গ. বর্ণিত ঘটনার সঙ্গে মুজিব কবিতার ভাবগত দিক তুলে ধরো।
ঘ. মধুমতি গ্রামটি যেন মুজিব কবিতার স্বাধীন বাংলার কথাটির সার্থকতা প্রমাণ করে।
৭. ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
ক) কান্নারা সব কোথায় ডুকরে ওঠে?
খ) ফাগুন মাস সবুজ আগুন জ্বলে বলতে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকের সাথে 'ফাগুন মাস'- কবিতার সাদৃশ্যপূর্ণ অংশটুকু ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের ভাবার্থটি যেন 'ফাগুন মাস'- কবিতার ভাবার্থেরই প্রতিচ্ছবি উক্তিটি মূল্যায়ন করো।
আনন্দপাঠ
৮। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। আর এই মহান যুদ্ধে অংশ গ্রহণ করে মকসুদ আলি বীরের আসনে আসীন করে নিজে চিরদিনের জন্য শ্রদ্ধার পাত্র হওয়ার গর্ববোধ করেন।
ক) 'কাঠের পা'- গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
খ) মুক্তিযোদ্ধারা কেন জাতির শ্রেষ্ঠ সন্তান?
গ) উদ্দীপকের মকসুদ আলির সঙ্গে নয়নের বাবার কী কী বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলি কি নয়নের বাবার প্রতিফলন? আলোচনা কর।
৯. একাত্তরের আত্মারা আজ শ্লোগান তুলেছে মঞ্চে
'তুই রাজাকার ','তুই রাজাকার '
লুকিয়ে থেকে পার পাবিনা হাটে মাঠে গঞ্জে।
আলোর মশাল বাঙালির হাতে জেগেছে স্বদেশ
আত্মারা তাই কণ্ঠ মিলায় সাবাশ বাংলাদেশ।
ক) তৈলচিত্রটি কোথায় ছিল?
খ) রাজা দুর্ভাগ্য এড়াতে পারেননি কেন?
গ) উদ্দীপকে 'অমি ও আইসক্রিম অলা'- গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে 'অমি ও আইসক্রিম অলা'- গল্পের চেতনার প্রতিফলন ঘটেছে কী-- তোমার মতামত দাও।
১০. গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান।
............................................................
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
ক) কসমোপলিটান শব্দের অর্থ কী?
খ) লন্ডন সবার তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে কেন?
গ) উদ্দীপকে প্রতিফলিত দিকটি 'ওকিং মসজিদে ঈদের জামাত'- গল্পের আলোকে ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে 'ওকিং মসজিদে ঈদের জামাত'- গল্পের খণ্ডাংশ মাত্র '- তোমার মতামত দাও।
১১. হযরত মুহাম্মদ (স) সভ্যতার আলো দিয়ে মানবমুক্তির পথ দেখান এবং আল্লাহর একত্ববাদ প্রচার
করেন।আরবভূমি যখন ভয়াবহ অন্ধকার অজ্ঞতার কবলে নিপতিত ঠিক সে সময়েই হযরত মুহাম্মদ (স) এর
আবির্ভাব।
ক) সৌদি আরবের শ্রেষ্ঠ সম্পদ কী?
খ) কাকে এবং কেন 'মরুসূর্য 'উপাধিতে ভূষিত করা হয়?
গ) উদ্দীপক ও 'রসুলের দেশে '- রচনাটি এক ও অভিন্ন" - উক্তিটি ব্যাখ্যা করো।
ঘ) মহামানব হযরত মুহাম্মদ (স) কে অনুসরণ করে আদর্শে পরিণত হয়েছিলেন আব্দুল আজিজ'- মূল্যায়ন
করো।
নৈর্ব্যক্তিক অংশ - ৩০ টি
১। প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ ছিল—ক. রুই. খ. কাতল গ. পাবদা ঘ. ইলিশ
২। বেশির ভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কী ছিল?
ক. অর্থের অভাব খ. গৃহ সরঞ্জামের অভাব
গ. রুচিবোধের অভাব। ঘ. অন্যের অনুকরণ
৩। সাধারণ লোক জুতা পরত না। কারণ তা তাদের—
ক. ক্রয়ক্ষমতার মধ্যে ছিল না খ. অপছন্দ ছিল
গ. কাছে বোঝা মনে হতো ঘ. ব্যবহারে রাষ্ট্রের নিষেধ ছিল
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
দেওয়ান সুজা একজন রাজা ছিলেন। তাঁর রাজ্য তিনটি পরগনায় বিভক্ত ছিল। প্রতিটি পরগনার শাসনভার
তাঁর অনুগত একজন নায়েবের ওপর ন্যস্ত ছিল। তিনি পশ্চিম ভারতীয় পোশাক পরতে ও মোগলাই খাবার
খেতে বেশি পছন্দ করতেন।
৪। দেওয়ান সুজার রাজ্যে নায়েবদের পরিচয় কী?
ক. জমিদার খ. সামন্ত গ. ভূস্বামী ঘ. সুবেদার
৫। দেওয়ান সুজার স্বভাবের মধ্যে ফুটে উঠেছে—
i. আধুনিকতা ii. অনুকরণপ্রিয়তা iii. প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
৬. মাদার তেরেসা কখন ঢাকায় আসেন?
ক. ভাষা আন্দোলনের সময় খ. মুক্তিযুদ্ধকালে
গ. স্বাধীনতার পরে ঘ. স্বাধীনতার পূর্বে
৭. নিচের কোনটি মাদার তেরেসার পারিবারিক পদবি?
ক. বোজাঝিউ খ. বার্নাই। গ. নিকোলাস ঘ. তেরেসা
৮. মাদার তেরেসাকে পরিবার থেকে কোন নামটি দেওয়া হয়?
ক. অ্যাগনেস গোনজা বোজাঝিউ। খ. দ্রাণাফিল গোনজা বোজাঝিউ
গ. অ্যানেস বার্নাই বোজাঝিউ। ঘ. দ্রাণাফিল বার্নাই বোজাঝিউ
৯. প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কোনটি?
ক. ১৯১০-১৯১৪ সালে
খ. ১৯১৪-১৯১৮ সালে
গ. ১৯২০-১৯২৪ সালে ঘ. ১৯২৪-১৯২৮ সালে
১০ বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?
ক) দশটি খ) বারোটি গ) বিশটি ঘ) তেরোটি
১১. হরহামেশা '- অর্থ কী?
১২. 'মিশেল'- অর্থ কী?
১৩. পৃথিবীর উপরের অংশকে কী বলে?
১৪. মিশনারী শব্দের অর্থ কী?
১৫. মাদার তেরেসা কত সালে ঢাকায় আসে?
১৬. সৈয়দ শামসুল হক এর পেশা কি ছিল?
১৭. . সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
১৮. জয়নুল আবেদিন কে ছিলেন?
১৯. আনিসুজ্জামান এর জন্ম কত সালে?
২০. শীর্ণ শব্দের অর্থ কী?
২১. মখমলের কাপড় কারা ব্যবহার করতো?
২২. প্রাচীনকালে এদেশে যাতায়াতের প্রধান উপায় কি ছিল?
২৩. মুজিবকে ঘরে ফিরে আসার জন্য কে ডাকবে?
২৪. স্বাধীন বাংলার স্থপতি কে?
২৫. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
২৬. 'নাইতে '- বলতে কি বুঝ?
২৭. ব্যাবিলনের বর্তমান নাম কী?
২৮. বেঁচে থাকার প্রধান আশ্রয় কি?
২৯. আল মাহমুদের প্রকৃত নাম কী?
৩০. ওকিং মসজিদে খোতবা পড়া হয়েছিল কোন ভাষায়?
বাংলা - ১০
৩১. 'বাঁচতে দাও'- কবিতায় নীল আকাশে কে মেলছে পাখা?
৩২. কবি শামসুর রাহমান এর পেশা কি ছিল?
৩৩. বাঁচতে দাও'- কবিতায় নরম রোদে কোন পাখি নাচ জুড়েছে?
৩৪. গহিন'-শব্দের অর্থ কী?
৩৫. সুজন মাঝি কোথায় নৌকা বাইছে?
৩৬. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
৩৭. বাংলাদেশের ইতিহাস প্রায় --------------- বছরের।
৩৮ সেকালে মেয়েরা কোথায় চড়তো?
৩৯. 'পল্লব' ও 'কৃশ'- শব্দের অর্থ কী?
৪০. সামন্ত '- অর্থ কী?
No comments:
Post a Comment