Ad-1

Monday, November 5, 2018

ধ্বনি ও বর্ণ

★বাংলা_ব্যাকরণ
ধ্বনি_ও_বর্ণ
* পৃথিবীতে ভাষার সংখ্যা - সাড়ে তিন হাজারের উপরে।
* বাংলা ভাষার অবস্থান - চতুর্থ।
* ভাষার পরিবর্তন ঘটে - দেশ,কাল ও পরিবেশ ভেদে।
* ভাষার রুপ হচ্ছে - ২টি।
১. ভাষার/শব্দের ক্ষুদ্রতম একক/অংশ"ধ্বনি"।
২. ভাষার মূল উপকরণ বাক্য।
৩. বাক্যের মৌলিক উপদান শব্দ।
৪. ভাষার মূল উপাদান ধ্বনি।
৫. মাত্রাহীন বর্ণ--১০টি(স্বর বর্ণ ৪টি=এ, ঐ, ও, ঔ,
ব্যঞ্জনবর্ণে ৬টি→ঙ,ঞ,ৎ,ং, ঃ, ঁ,
৬. অর্ধমাত্রা--০৮টি(স্বরবর্ণে ১টি →ঋ, ব্যঞ্জনবর্ণে
৭টি→খ,গ,ণ,থ,ধ,প,শ)
৭. পূর্ণমাত্রা--৩২টি(স্বরবর্ণে ৬টি,ব্যঞ্জনবর্ণে ২৬টি)
৮. মৌলিক স্বরবর্ণ ৭টি(উ,ই,এ,ও,অ্যা,অ,আ) দ্বি-স্বর ২টি ঐ ও ঔ। ঐ=অ/ও+ই, ঔ=ও+উ।
৯. স্পৃষ্ট বা বর্গীয় বর্ণ ২৫টি
১০. যৌগিক স্বরবর্ণ ২৫টি
১১. হ্রস্বস্বর-৪টি(অ,ই,উ,ঋ)
১২. দীর্ঘস্বর-৭টি(আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ)
১৩. কার ১০টি(অ ব্যতিত)
১৪. ফলা ৬টি(য,র,ন,ণ,ম,ব ফলা)
১৫. উষ্মধ্বনি ৪টি(শ,ষ,স,হ---"হ"ঘোষ মহাপ্রাণ ধ্বনি)
১৬. নাসিক্য বর্ণ ৫টি(ঙ,ঞ,ণ,ন,ম)
১৭. অঘোষ বর্ণ বর্গের ১ম ২টি(ক,খ) এবং বর্গের ১ ও ৩ নং বর্ণ অল্পপ্রাণ(ক,গ)।
১৮. ঘোষ বর্গের শেষ ৩টি(গ,ঞ,ঙ) বর্ণ এবং ২য় ও ৩য় বর্ণটি মহাপ্রাণ(খ,ঘ)
১৯. পরাশ্রয়ী বর্ণ বা ধ্বনি ৩টি(ং,ঃ,ঁ)
২০. কম্পনজাত বর্ণ : র।
২১. পাশ্বিক বর্ণ : ল
২২. তাড়নজাত ধ্বনি :ড়,ঢ়।
২৩. শুদ্ধ উচ্চারণ→প্রোতিকখা,আওভায়ক্


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post