Ad-1

Monday, February 18, 2019

জীবন যুদ্ধে পরাজিত পুরুষের গল্প:
সবাই জীবন যুদ্ধে বিজয়ী পুরুষের গল্প লিখে, আমি ভাবলাম, আমি না হয় পরাজিত পুরুষের গল্প লিখি?
ছোটবেলা থেকে আমি সৌন্দর্যের পূজারি,বিশেষ করে নারীর সৌন্দর্যকে অন্যরকম চোখে দেখতাম।বন্ধুদের মাঝে গল্প বা আড্ডা দিতে গিয়ে হঠাৎ কোন সুন্দরী রমণীকে দেখলে মনটা কেমন কেমন যেন করতো।তখন হঠাৎ সুন্দরী রমণীকে জীবন সঙ্গী করার স্বপ্ন দেখতাম।কিন্তু এ স্বপ্ন দেখাটাই পরবর্তী জীবনে কাল হয়ে দাঁড়ালো।
বিয়ে করতে গিয়ে শপথ নিলাম,আমার বউটা আর যাই হোক সুন্দরী হতে হবে।সেই সঙ্গে শিক্ষিত হতে হবে।শিক্ষিত একটু কম হলেও সুন্দরী অবশ্যই হতে হবে।
অবশেষে সুন্দরী পেলাম কিন্তু এইচ এস সি ফার্স্ট ইয়ারের ছাত্রী।ভেবেছিলাম মেয়েটির ইন্টার পরীক্ষা না দেওয়া পর্যন্ত কোন বাচ্চা নেব না।দুই বছর ফুর্তি করবো।তারপর ও পরীক্ষা দেবে।তারপর বাচ্চা নেব।কিন্তু বিবাহের তিনমাস যেতে না যেতেই গ্রামের বিভিন্ন জন কানা ঘুঁষা করতে লাগল।তিনমাস হয়ে গেল এখনও কোন কিছু কনসিভ করেনি।

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post