Ad-1

Monday, April 29, 2019

বাংলা সৃজনশীল প্রশ্ন পদ্যাংশ


পদ্যাংশ

নদীর স্বপ্ন

২৩. মনে কর যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে।
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।
(ক) বুদ্ধদেব বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? ১
(খ) ছোট পাখিকে আকাশের মুখের তিল বলা হয়েছে কেন? ২
(গ) উদ্দীপকের কিশোরটির সঙ্গে ‘নদীর স্বপ্ন’ কবিতার বালকটির যে সাদৃশ্য আছে, তা তুলে ধরো।
(ঘ) “উদ্দীপকটি ‘নদীর স্বপ্ন’ কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”—উক্তিটির যথার্থতা নির্ণয় করো। ৪

প্রার্থী

২৪. একজন উদীয়মান ব্যবসায়ী। এবারের শীতের ছুটিতে দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল সে। কিন্তু বিমানবন্দরে টিকিট কাটতে যাওয়ার পথে সে দেখল, রাস্তার পাশে অসংখ্য মানুষ শীতে কষ্ট পাচ্ছে। এ দৃশ্যটি তার বেড়াতে যাওয়ার উৎসাহ দমিয়ে ফেলল। সে তার পরিকল্পনা বদলে তথ্যচিত্র বানানোর উদ্যোগ নিল। আর এ উদ্যোগকে সাধুবাদ জানাল পরিচতজনরা।
ক. ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
খ. কবি সূর্যের কাছে উত্তাপ ও আলো চেয়েছেন কেন?
গ. উদ্দীপকের রাকিবের দেখা দৃশ্যের সঙ্গে ‘প্রার্থী’ কবিতাটি কিভাবে সম্পর্কিত? তুলনামূলক আলোচনা করো।
ঘ. কবির চিন্তা উদ্দীপকের রাকিবের পরিবর্তিত পরিকল্পনা ও লক্ষ্যের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে—মূল্যায়ন করো।

জাগো তবে অরণ্য কন্যারা


২৫. নওরিনদের বাসার পেছনে চৌধুরীদের বিশাল বাগান। সেই বাগানে ফলের গাছসহ নাম না জানা অনেক বৃক্ষরাজি রয়েছে। প্রতিদিন বাগানের পাখির কলকাকলিতে তার ঘুম ভাঙে। একদিন সকালে উঠে সে দেখল চৌধুরী সাহেব বহুতল বাসভবন তৈরির পরিকল্পনায় রাতারাতি বাগানের সব গাছ কেটে ফেলেছেন। এই দৃশ্য দেখে নওরিনের মন খুবই বিষণ্ন হয়ে গেল। পাখিরা আর এখানে ডাকবে না। এভাবেই হয়তো পৃথিবীর এ সবুজ অরণ্য শেষ হয়ে যাবে।
(ক) কবি সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী? ১
(খ) মাটি অরণ্যের পানে চায় কেন? ২
(গ) উদ্দীপকটির সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য তুলে ধরো। ৩
(ঘ) “নওরিনের বিষণ্নতার কারণ আর ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির বিষণ্নতা যেন একই সূত্রে গাঁথা”—বিশ্লেষণ করো। ৪

২৬. বাবার চাকরিসূত্রে এক পাহাড়ি সবুজ গ্রামে বড় হয়েছে মনির। অনেক দিন পর আবার সেই শৈশবের স্মৃতিঘেরা স্থানে বেড়াতে এসে সে খুব হতাশ হলো। কারণ সেই পাহাড়ি গ্রামটি আর আগের মতো নেই। গাছ কেটে বনভূমি উজাড় করা হয়েছে। ভূমিদস্যুরা এখানকার পাহাড়, গ্রাম ও প্রকৃতির সব সৌন্দর্য নষ্ট করে ইটের ভাটা তৈরি করেছে। ছোটবেলার পাহাড়ি বন্ধু সৌমিকের খবর নিয়ে জানল—তারা আর আগের টিলায় থাকে না। জীবনযাপন হুমকির মুখে পড়ায় তারা বনের গহিনে চলে গেছে। মনির ব্যথিত মনে ভাবতে লাগল, তার শৈশবের গ্রামটি যদি আগের মতো বৃক্ষঘেরা সবুজ থাকত।
ক. কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না?
খ. ‘জাগাও মুমূর্ষু ধরা প্রাণ’—উক্তির মাধ্যমে কবি কাকে এবং কেন জাগার জন্য আহ্বান করেছেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার সাদৃশ্য বর্ণনা করো।
ঘ. শৈশবের গ্রাম থেকে মনিরের হৃদয়ের যে হাহাকার তা যেন ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কবির হাহাকারের প্রতিচ্ছবি।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post