Ad-1

Monday, July 1, 2019

বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
লেখক পরিচিতি
জন্ম: ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ শে জুন।
স্নাতক পাস: ১৮৫৮ সালে।ভারতীয়দের মধ্যে প্রথম স্নাতক পাস।ঐ বছরই ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে জয়েন করেন।৩৩ বছর ধরে ঐ পদে বহাল ছিল।অবশেষে ১৮৯১ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যু : ১৮৯৪ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে খ্যাত এই মহান মনীষী মৃত্যুবরণ করেন।
সাহিত্যে অবদান
★বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের স্রষ্টা হিসেবে তিনি গৌরব অর্জন করেন।তাঁর হাতেই সৃষ্টি 'দুর্গেশনন্দিনী',যেটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
★বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের সৃষ্টি তার হাতে।সেটি হলো 'কপালকুণ্ডলা',যা ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
★১৮৭২ সালে প্রথম সাহিত্য পত্রিকা 'বঙ্গদর্শন' ও এ বিচারকের হাতের সৃষ্টি।
এছাড়াও তার শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে আছে 'কৃষ্ণকান্তের উইল,

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post