জন্ম: ১৮৩৮ খ্রিষ্টাব্দের ২৬ শে জুন।
স্নাতক পাস: ১৮৫৮ সালে।ভারতীয়দের মধ্যে প্রথম স্নাতক পাস।ঐ বছরই ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে জয়েন করেন।৩৩ বছর ধরে ঐ পদে বহাল ছিল।অবশেষে ১৮৯১ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
মৃত্যু : ১৮৯৪ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে খ্যাত এই মহান মনীষী মৃত্যুবরণ করেন।
সাহিত্যে অবদান
★বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাসের স্রষ্টা হিসেবে তিনি গৌরব অর্জন করেন।তাঁর হাতেই সৃষ্টি 'দুর্গেশনন্দিনী',যেটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
★বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাসের সৃষ্টি তার হাতে।সেটি হলো 'কপালকুণ্ডলা',যা ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
★১৮৭২ সালে প্রথম সাহিত্য পত্রিকা 'বঙ্গদর্শন' ও এ বিচারকের হাতের সৃষ্টি।
এছাড়াও তার শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে আছে 'কৃষ্ণকান্তের উইল,
No comments:
Post a Comment