Ad-1

Monday, September 30, 2019

কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিই

*অজ-ছাগল,মেষ।
*অশীতিপর--আশিরও অধিক বয়সবিশিষ্ট।
*কিন্নর দল- দেবলোকের সুকণ্ঠ গায়ক।ঘোড়ার মতো মুখ ও মানুষের মতো দেহবিশিষ্ট স্বর্গীয় গায়ক।
*কুলটা- অসতী স্ত্রী,কুল বা স্বামীগৃহ ত্যাগ করে যে রমণী।
*খুড়ো- চাচা,কাকা,পিতৃব্য।
*গতাসু- মৃত।
*গানের পসরা- পণ্যদ্রব্য,আলো,কিরণ,প্রভা।
*চক্রবাক-- চকা,হাঁসজাতীয় পাখি।
*চার্বাক- একজন নাস্তিক মুনি,জড়বাদী।
*ডিস্টিংশন - প্রতি বিষয়ে ৮০ নাম্বারের উপরে পাওয়া।
*পৌরুষ -- পুরুষজনোচিত ভাব ধর্ম বা আচার-ব্যবহার,তেজ,বীর্য।
*বীপ্সা-- যা পুন:পুন ঘটে,ব্যাপ্তি।
*মৌরিফুল- মসলা রুপে ব্যবহৃত এক প্রকার শস্য। {স.মধুরিকা>মধুরি>মহুরি>মৌরি}
*রজক- ধোপা,রংকারক।
*শূর--- শৌর্যবান,বীর্যশালী,শক্তিমান।
*শ্যামা --(১)পরম রুপবতী যুবতী-শীতকালে যার স্পর্শ আরামপ্রদ উষ্ণ এবং গ্রীষ্মকালে সুখদায়ক শীতল-(২)হিন্দুদেবী কালি,(৩) মধ্যযৌবনা নারী(৪) শ্যামা নামক পাখি- শ্যামাসঙ্গীত।
*স্থিতপ্রজ্ঞ--১. বুদ্ধির পরিপক্বতা অর্জিত হয়েছে এমন। ২. গভীর চিন্তায় মগ্ন।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post