Ad-1

Friday, January 17, 2020

২য় বর্ষ ভাইবা প্রস্তুতি

দেওয়ানি আদালতের এখতিয়ারকে তিনটি বিশেষ শ্রেণীতে বিভক্ত করা হয়।যথা -
১। বিষয়বস্তুর উপর এখতিয়ার
২। আর্থিক এখতিয়ার ও
৩। আঞ্চলিক এখতিয়ার।

দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার মামলা দাবীর মূল্যমান সমূহ:-
১৮৭৭ এর ১৯ ধারা অনুযায়ী বর্নিত:
১। সহকারী জজ্ আদালত - ২ লক্ষ টাকা হতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
২। সিনিয়র সহকারী জজ্ আদালত - ১৫ লক্ষ ১ টাকা হতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত।
৩। যুগ্ম জেলা জজ্ আদালত ২৫ লক্ষ টাকা হতে যেকোন মূল্যমান।
৪। জেলা জজ্ আদালত সর্বোচ্ছ ৫ কোটি টাকা পর্যন্ত।
৫। পারিবারিক আদালতের মূল্যমান অনির্দিষ্ট।

#দোষী সাব্যস্ত ব্যক্তিকে দন্ডের বিধান -
দন্ডবিধি বর্নিত ধারা - ৫৩ মতে
১। মৃত্যুদণ্ড ( সর্বোচ্ছ)
২। যাবজ্জীবন কারাদন্ড
৩। মেয়াদকালীন কারাদন্ড
৪। সম্পত্তি বাজেয়াপ্ত ও
৫। অর্থদণ্ড।

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় --- আনিসুল হক।
বর্তমান এটর্নি জেনারেল - মাহবুবে আলম
প্রধান বিচারপতির নাম কি -
বর্তমান কে নিয়োগপ্রাপ্ত হন-

No comments:

Post a Comment

Recent Post

ফেব্রুয়ারি ১৯৬৯

১. ‘ ফেব্রুয়ারি ১৯৬৯ ’ কবিতায় সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে ? ক. সংগ্রামী চেতনার কারণে     খ. দুঃখিনী মাতার অশ্রুজল দেখে গ. বরকত...

Most Popular Post