দেওয়ানি আদালতের এখতিয়ারকে তিনটি বিশেষ শ্রেণীতে বিভক্ত করা হয়।যথা -
১। বিষয়বস্তুর উপর এখতিয়ার
২। আর্থিক এখতিয়ার ও
৩। আঞ্চলিক এখতিয়ার।
দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার মামলা দাবীর মূল্যমান সমূহ:-
১৮৭৭ এর ১৯ ধারা অনুযায়ী বর্নিত:
১। সহকারী জজ্ আদালত - ২ লক্ষ টাকা হতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
২। সিনিয়র সহকারী জজ্ আদালত - ১৫ লক্ষ ১ টাকা হতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত।
৩। যুগ্ম জেলা জজ্ আদালত ২৫ লক্ষ টাকা হতে যেকোন মূল্যমান।
৪। জেলা জজ্ আদালত সর্বোচ্ছ ৫ কোটি টাকা পর্যন্ত।
৫। পারিবারিক আদালতের মূল্যমান অনির্দিষ্ট।
#দোষী সাব্যস্ত ব্যক্তিকে দন্ডের বিধান -
দন্ডবিধি বর্নিত ধারা - ৫৩ মতে
১। মৃত্যুদণ্ড ( সর্বোচ্ছ)
২। যাবজ্জীবন কারাদন্ড
৩। মেয়াদকালীন কারাদন্ড
৪। সম্পত্তি বাজেয়াপ্ত ও
৫। অর্থদণ্ড।
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় --- আনিসুল হক।
বর্তমান এটর্নি জেনারেল - মাহবুবে আলম
প্রধান বিচারপতির নাম কি -
বর্তমান কে নিয়োগপ্রাপ্ত হন-
Ad-1
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
sarangsh
১. অভ্যাস ভয়ানক জিনিস— একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক ...
Most Popular Post
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার- ১.প্রধান খণ্ডবাক্য ২.আশ্রিত খণ্ড বাক্য। ...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা বাঁকা তলোয়ার; দিনের ভাঁটার শেষে রাত...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment