Ad-1

Friday, January 17, 2020

২য় বর্ষ ভাইবা প্রস্তুতি

দেওয়ানি আদালতের এখতিয়ারকে তিনটি বিশেষ শ্রেণীতে বিভক্ত করা হয়।যথা -
১। বিষয়বস্তুর উপর এখতিয়ার
২। আর্থিক এখতিয়ার ও
৩। আঞ্চলিক এখতিয়ার।

দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার মামলা দাবীর মূল্যমান সমূহ:-
১৮৭৭ এর ১৯ ধারা অনুযায়ী বর্নিত:
১। সহকারী জজ্ আদালত - ২ লক্ষ টাকা হতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
২। সিনিয়র সহকারী জজ্ আদালত - ১৫ লক্ষ ১ টাকা হতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত।
৩। যুগ্ম জেলা জজ্ আদালত ২৫ লক্ষ টাকা হতে যেকোন মূল্যমান।
৪। জেলা জজ্ আদালত সর্বোচ্ছ ৫ কোটি টাকা পর্যন্ত।
৫। পারিবারিক আদালতের মূল্যমান অনির্দিষ্ট।

#দোষী সাব্যস্ত ব্যক্তিকে দন্ডের বিধান -
দন্ডবিধি বর্নিত ধারা - ৫৩ মতে
১। মৃত্যুদণ্ড ( সর্বোচ্ছ)
২। যাবজ্জীবন কারাদন্ড
৩। মেয়াদকালীন কারাদন্ড
৪। সম্পত্তি বাজেয়াপ্ত ও
৫। অর্থদণ্ড।

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় --- আনিসুল হক।
বর্তমান এটর্নি জেনারেল - মাহবুবে আলম
প্রধান বিচারপতির নাম কি -
বর্তমান কে নিয়োগপ্রাপ্ত হন-

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post