Ad-1

Friday, January 24, 2020

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় মডেল টেস্ট -১১

সূত্র:[CS/9c/unna/9102/b2]


বিষয় : বাংলা দ্বিতীয় পত্র(বহুনির্বাচনি) 
সময় : ৩০ মিনিট, পূর্ণমাণ - ৩০
১. "কাটিতে কাটিতে ধান এল বরষা"-এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সমকাল         খ) নিরন্তরতা         গ) সমাপ্তি         ঘ) সূচনা
২. সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল- এখানে সূর্য কোন ধরনের কর্তা?
ক) অসমান কর্তা         খ) প্রযোজক কর্তা         গ) নিরপেক্ষ কর্তা৷             ঘ) প্রযোজক কর্তা
৩."এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি "এ বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) ঘটমান বর্তমান৷         খ) পুরাঘটিত বর্তমান৷         গ) সাধারণ বর্তমান৷         ঘ) নিত্যবৃত্ত বর্তমান।
৪. "সাতাশ হতো যদি একশ সাতাশ"- এটি কোন কালের উদাহরণ?
ক) পুরাঘটিত অতীত৷     খ) পুরাঘটিত বর্তমান     গ) সাধারণ অতীত৷             ঘ) নিত্যবৃত্ত অতীত
৫. কী ভেদে বাংলা ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না?
ক) বচনভেদে         খ) পুরুষভেদে৷         গ) অর্থভেদে             ঘ) প্রয়োগভেদে
৬. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক) নির্দেশক ভাব৷         খ) অনুজ্ঞা ভাব৷             গ) সাপেক্ষ ভাব৷             ঘ) আকাঙ্ক্ষা ভাব
৭. "শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে"- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে--
ক) নাম ধাতুজ ক্রিয়া৷         খ) প্রযোজক ক্রিয়া৷             গ) যৌগিক ক্রিয়া৷৷             ঘ) মিশ্র ক্রিয়া।
৮. যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে---
ক) সকর্মক ক্রিয়া৷ খ) অকর্মক ক্রিয়া৷ গ)প্রযোজক ক্রিয়া৷৷ ঘ) যৌগিক ক্রিয়া
৯. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক) মুখ্য কর্ম খ) গৌণ কর্ম৷ গ) সমধাতুজ কর্ম ঘ) ধাত্বর্থক কর্ম।
১০. 'যথা ধর্ম তথা জয়"- এটি কোন অব্যয়ের উদাহরণ?
ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়৷             খ) অনুকার অব্যয়৷         গ) বাক্যালঙ্কার অব্যয়।
১১. "দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে"- এই বাক্যে অব্যয়টির নাম কী?
ক) অনুসর্গ অব্যয়৷         খ) অনুকার অব্যয়৷         গ) অনন্বয়ী অব্যয়৷৷             ঘ) সমুচ্চয়ী অব্যয়
১২. "মরি মরি,কী সুন্দর প্রভাতের রূপ!"- এখানে অনন্বয়ী অব্যয় কী প্রকাশ পেয়েছে?
ক) বিরক্তি৷                 খ) উচ্ছ্বাস৷                 গ) যন্ত্রণা৷                     ঘ) সম্মতি
১৩. অনুপস্থিত ব্যক্তিকে কী বলে?
ক) উত্তম পুরুষ৷ খ) মধ্যম পুরুষ৷ গ) মধ্যম ও নাম পুরুষ৷৷ ঘ) নাম পুরুষ।
১৪. "নিশীথ রাতে বাজছে বাঁশি"- এ বাক্যে 'নিশীথ ' কোন পদ?
ক) ক্রিয়া৷ খ) বিশেষ্য৷ গ) বিশেষণ পদ ঘ) ক্রিয়া বিশেষণ
১৫. "ধিক তারে শত ধিক নির্লজ্জ যে জন"- এটি কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ৷ খ) বাক্যের বিশেষণের৷ গ) বিশেষণ৷ ঘ) অব্যয়ের বিশেষণ
১৬. 'সামান্য একটু দুধ দাও'- এ বাক্যে 'সামান্য' কোন পদ?
ক) বিশেষ্য৷ খ) অব্যয়৷ গ) সর্বনাম৷ ঘ)বিশেষণ
১৭. 'নবম শ্রেণী', 'প্রথমা কন্যা' এখানে 'নবম', 'প্রথম' কোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক খ) সমষ্টিবাচক৷ গ) পরিমাণবাচক ঘ) সংখ্যাবাচক:
১৮. ভাব বিশেষণ কত প্রকার?
ক) তিন প্রকার৷৷ খ) চার প্রকার৷ গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার।
১৯.'সবুজ মাঠ','কালো মেঘ'- এগুলো কী বাচক বিশেষণ নাম বিশেষণ?
ক) গুণবাচক খ) রূপবান৷ গ) ভাববাচক ঘ) অবস্থা বাচক
২০. কোনটি ভাববাচক বিশেষ্য?
ক) সৌরভ খ) লবণ ৷ গ) তারল্য৷ ঘ) ভোজন
২১. 'দৌহিত্র' কোন শ্রেণীর শব্দ?
ক) রূঢ়ি শব্দ৷ খ) যৌগিক শব্দ৷ গ) যোগরুঢ় শব্দ ঘ) দেশি শব্দ।
২২. নিচের কোনটি 'যোগরূঢ়' শব্দ?
ক) বাঁশি৷ খ) পাঞ্জাবি৷ গ) মহাযাত্রা৷ ঘ) সন্দেশ
২৩. 'মহিমা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) মহি+মা৷ খ) মহা + ইমা মহা৷ গ) মহৎ+ইমন৷ ঘ) মহা+ইমর।
২৪. কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) গেঁয়ো৷ খ) মেছো৷ গ) টেকো৷ ঘ) গেছো।
২৫. 'জাত'- অর্থে কোনটিতে 'আই' প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) ঢাকাই খ) মোগলাই৷ গ) মিঠাই৷ ঘ) চড়াই।
২৬. নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতু?
ক) হৃ খ) টান৷ গ) হের৷ ঘ) কহ্
২৭.মৌলিক ধাতুর অপর নাম কি?
ক) স্বয়ংসিদ্ধ ধাতু৷ খ) ণিজন্ত ধাতু৷ গ) নামধাতু ঘ) প্রযোজক ধাতু
২৮. অঘারাম বাস করে আজও পাড়াগাঁয়ে - এখানে 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
ক) বিদেশি৷ খ) খাঁটি বাংলা৷ গ) তৎসম ঘ) অজ্ঞাতবাসে
২৯. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক) পরপদ৷ খ) পূর্বপদ৷ গ) উভয় পদ ঘ) কোনোটিই নয়
৩০. গায়ে হলুদ দেয়া হয়েছে যে অনুষ্ঠানে - গায়েহলুদ কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ৷ খ) অব্যয়ীভাব৷ গ) বহুব্রীহি৷ ঘ) কর্মধারয়।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post