সফলদের ভাইভা অভিজ্ঞতা
৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
সজীব তালুকদার , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বোর্ড: প্রফেসর মো: হামিদুল হক স্যার
সাবজেক্ট: মার্কেটিং
চয়েস: এডমিন, পুলিশ, অডিট.....
সময়: ২০ মিনিট+/-
তারিখ:- ২৫-০৯-১৯ইং
এক্সটার্নাল :১
নাম কি?
কোন বিশ্ববিদ্যালয়?
কোন সাবজেক্ট?
বাড়ী কোথায়?
মুুক্তিযুদ্ধে চট্টগ্রামের অবদান কি
মাহবুব আলম চৌধুরীর কবিতার প্রথম দশ লাইন আবৃত্তি কর
বিপ্লবী নেতৃবৃন্দ
সূর্যসেন কি করেছিলেন?
হালদা নদী কোথায়, এর বিশেষত্ব কি? কি কি মাছের পোনা চাষ করা হয়?
বর্তমান ভূমিমন্ত্রীর বিশেষ বিশেষ পদক্ষেপ
১৯৭১ এর ডিসেম্বর মাসের ঘটনাগুলো উল্লেখ কর
১৪ ডিসেম্বর কারা শহীদ হন? বুদ্ধিজীবী হত্যায় কারা অংশ নেয়?
শহীদুল্লাহ কায়সারের সন্তান সন্ততির পরিচয়
এক্সটার্নাল: ২
প্রথম পছন্দ কি?
মাঠ পর্যায় ও মন্ত্রণালয়ে এডমিনের হায়ারার্কি বল
প্রশাসনের সর্বোচ্চ পদ ও প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদ কি?
বর্তমান মন্ত্রী পরিষদ সচিব কে?
বাড়ী কোথায়?
নেক্সট মন্ত্রী পরিষদ সচিব কে হচ্ছেন? তিনি কোন মন্ত্রণালয়ে আছেন
চেয়ারম্যান স্যার
কি করি
প্রশাসন পেলে ব্যাংক ছেড়ে আসব কিনা?
ব্যাংক ছেড়ে কেন প্রশাসনে আসব?
ব্যাংকের সুযোগ সুবিধার সাথে প্রশাসনের সুযোগ সুবিধার তুলনা কর
সিভিল সার্ভিসের অংশ হতে পারা গৌরবের কেন?
সরকারের পলিসি কারা নির্ধারণ করে আর কারা বাস্তবায়ন করে?
পেপার পড়ি কি না
আজকের পত্রিকার হেডলাইন কি?
ব্রেক্সিট কি?
সুবিধা অসুবিধা কি
বরিস জনসনের পূর্ব পরিচয়?
তিনি কি চাচ্ছেন?
হাইকোর্টের ঐতিহাসিক রায়ে কি বলা হয়েছে?
থমাস কুক কে?
এক্সটার্নাল: ১
আমাজন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে ইমানুয়েল ম্যাক্রোর কি সমস্যা হয়েছে?
ভ্যাকসিন হিরো কি?
ভারতের প্রধানমন্ত্রীর সাথে গতকাল বৈঠক হয়েছে কিনা?
কি কি টিকা দেওয়া হয় সরকারিভাবে?
রোহিঙ্গা বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে গতকালের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে? আজকের দিনটি কেন ঐতিহাসিক?
এক্সটার্নাল: ২
বঙ্গবন্ধু কবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন? শপথ গ্রহণের দিন থেকে ৩১ডিসেম্বর ১৯৭২ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান কি কি?
তিনি শিক্ষাক্ষেত্রে কি অবদান রেখেছিলেন?
এতটুকুই! দোয়া করবেন সবাই।
Collected from fb page 'Zakirs BCS Special '
No comments:
Post a Comment