কামিনী রায়ঃ
তথ্য কণিকা
১. আমরা কাজ করতে পারি না — ভয় আর লজ্জায় ।
২. শক্তি মরে — ভীতির কবলে ।
৩.সবসময় সংকল্প টলে– সংশয়ে।
৪. কবি অন্তরের চিন্তাকে তুলনা করেছেন — বুদবুদের সাথে ।
৫.মনের ব্যথা প্রশমন করতে পারে— স্নেহের কথা ।
৬. বিধাতা প্রাণ দিয়েছেন- উচ্ছল থাকার জন্য ।
৭. লােকলজ্জার ভয় পরিহার করলে — সদিচ্ছা বাস্তবায়ন হয় ।
৮. বুদবুদের মতাে চিন্তা মিশে যায় — হৃদয়ের তলে।
৯. সদা শব্দের অর্থ— সবসময়। ‘প্রশমিতে’ শব্দের অর্থ — নিবারণ করতে।
১০. সযতনে’ শব্দটি দ্বারা বােঝায়– যত্ন সহকারে।
১১. “নিরমল' অর্থ- পবিত্র ।
১২. উপেক্ষা’ শব্দের অর্থ— অবহেলা করা। |
১৩. কবিতায় ‘সংকল্প’ শব্দের অর্থ— মনের দৃঢ় ইচ্ছা।
১৪. ‘ছল' শব্দের অর্থ— ছুতা।
১৫. ‘মিয়মাণ’ শব্দটির অর্থ— কাতর; বিষাদগ্রস্ত।
১৬. পরিষ্কার বা অমলিন অর্থ বােঝাতে ব্যবহার হয়— শুভ্র শব্দটি।
১৭. সংশয় শব্দের অর্থ— দ্বিধা। কাজ করতে গেলে মানুষ দ্বিধাগ্রস্ত হয়।
১৮. কাজে দ্বিধাগ্রস্তের কারণ— সমালােচনার ভয়।
১৯. সমাজে অবদান রাখতে চাইলে — দ্বিধা করা যাবে না।
২০. লােকলজ্জা ও সমালােচনাকে উপেক্ষা করতে হবে— দৃঢ় মনােবল নিয়ে
২১. কবিতার মূল মর্মবাণী– নিঃসংকোচচিত্ত । |
২২. কবিতার মূল উদ্দেশ্য মানুষকে — কর্মোদ্যমী করা ।
২৩. ‘পাছে লােকে কিছু বলে' কবিতার রচয়িতা- কামিনী রায় ।
২৪. কামিনী রায় জন্মগ্রহণ করেন — ১৮৬৪ সালে ।
২৫. কামিনী রায় অধ্যাপনা করেন — কলকাতার বেথুন কলেজে।
২৬. কামিনী রায়ের কবিতার বিশেষত্ব হলাে— আনন্দ বেদনার সহজ-সরল প্রকাশ।
২৭. কামিনী রায়ের কবিতায় — রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট।
২৮. কামিনী রায়ের ছােটদের কবিতা সংগ্রহের নাম— গুঞ্জন।
২৯. কামিনী রায় জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন — কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
৩০. কামিনী রায় মৃত্যুবরণ করেন — ১৯৩৩ সালে ।
নমুনা সৃজনশীল প্রশ্নঃ
১২. বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর অনিকের ইচ্ছা হলো, গ্রামে গিয়ে বয়স্কদের জন্য নৈশ স্কুল চালুর পাশাপাশি তার বাবার কাজে সহযোগিতা করা। কিন্তু তার বন্ধুরা সবাই বড় বড় চাকরি করছে। তাই সে দ্বিধাগ্রস্ত। বন্ধুদের সমালোচনার ভয়ে সে তার পরিকল্পনা বাদ দিল।
ক) হৃদয়ে কিসের মতো শুভ্র চিন্তা ওঠে?
খ) শক্তি মরে ভীতির কবলে—কেন?
গ) উদ্দীপকের অনিকের মধ্য দিয়ে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?
ঘ) ‘দ্বিধাদ্বন্দ্ব মানুষের কাজকে ব্যর্থতায় পর্যবসিত করে’—উক্তিটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
১৩. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে, পবিত্রতা আনে
সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক) ‘সদা’ শব্দের অর্থ কী?১
খ) ‘সংশয়ে সংকল্প সদা টলে’কেন? ২
গ) উদ্দীপকের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকের নিন্দুকের প্রভাব আর ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বর্ণিত নিন্দুকের প্রভাবকে একসূত্রে
গাঁথা যায় কি? যুক্তিসহ বুঝিয়ে লেখ।।৪
No comments:
Post a Comment