কায়কোবাদ
তথ্য কণিকা
১. কবি রিক্ত হাতে দাঁড়িয়েছেন — প্রভুর দুয়ারে।
২. প্রভুর গুণগানে আত্মহারা — পাখি ।
৩. প্রভুকে ভুলে গেলে প্রাণে জাগে— অবসাদ।
৪. স্রষ্টার প্রসাদ রয়েছে — তরুলতা শিরে।
৫, প্রভুর কাছে আরতি জানাতে কবি জানেন না — ভক্তি।
৬. ‘প্রার্থনা কবিতায় কবি বর্ণনা করেছেন — স্রষ্টার মহিমা।
৭, প্রার্থনা' কবিতায় নিঃসম্বল হলেন- কবি ।
৮. কবি আঁখি জল সঁপতে চেয়েছেন — স্রষ্টার কাছে ।
৯. স্রষ্টাকে ডাকতে হয়– একাগ্রচিত্তে।
১০. ক্রোড়' শব্দের অর্থ — কোল ।
১১. আরতি' শব্দের অর্থ — প্রার্থনা।
১২. চারু' শব্দের অর্থ— সুন্দর ।
১৩. পেষণে’ শব্দের অর্থ— অত্যাচারে ।
১৪. স্তুতি' শব্দের অর্থ — প্রশংসা।
১৫, নিকুঞ্জ' শব্দের অর্থ— বাগান।
১৬. ‘প্রার্থনা কবিতাটি লিখেছেন— কায়কোবাদ।
১৭. প্রার্থনা' কবিতার মূল বিষয়— স্রষ্টার অনন্ত মহিমা ।
১৮, ‘প্রার্থনা' কবিতাটি— ভক্তিমূলক।
১৯. ‘প্রার্থনা’ কবিতা সংবলিত হয়েছে— ‘অশ্রুমালা' কাব্যগ্রন্থ থেকে।
২০. প্রার্থনা' কবিতা পাঠের উদ্দেশ্য— স্রষ্টার মহিমাকীর্তন।
নমুনা সৃজনশীল প্রশ্নঃ
মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করা হলেও পৃথিবীর সব সৃষ্টিই স্রষ্টার গুনগানে সদা মশগুল।ক্ষুদ্র পিপীলিকা ও তাঁ সেক্সির অপার মহিমা থেকে বঞ্চিত নয়।
উদ্দীপক -২
ভাই তোমার দয়া বিনা পাবনা তো ক্ষমা
ওগো মোর দয়াময়
তব করুণা লভিলে হৃদয়
আজিকে ধন্য হয়।
ক) একাগ্র হৃদয় স্রষ্টাকে স্মরণ করলে কী নিভে যায়?
খ) তুমি মোর পথের সম্বল বলতে কি বুঝানো হয়েছে?
গ) ১নং উদ্দীপকে 'প্রার্থনা' কবিতার ফুটে উঠা দিকটি ব্যাখ্যা করো।
ঘ) ২নং উদ্দীপকটি 'প্রার্থনা'-কবিতার মূলভাব কে ধারণ করে। মূল্যায়ন করো।
ক. উদ্ধৃতিটির মর্মকথা কোন কবিতার বিষয়বস্তু?
খ. স্রষ্টার প্রতি কবি কেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেনÑ ব্যাখ্যা করো।
গ. উদ্ধৃত অংশটি তোমার পঠিত কবিতার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ।
ঘ. উদ্ধৃতির আলোকে স্রষ্টার মঙ্গলময় স্বরূপ বিশ্লেষণ করো।
No comments:
Post a Comment