মোল্লা নাসিরের গল্প থেকে::
মোল্লা নাসির রাতে ঘরের এ পাশ থেকে ও পাশ পায়চারি করছে আর করছে।স্ত্রী জিজ্ঞেস করে: কী,আজ তুমি খুব টেনশনে আছ?
নাসির: হ্যাঁ,আগামিকাল আমার পাওনাদারকে টাকা দেওয়ার কথা। কিন্তু টাকা তো জোগাড় করতে পারিনি।
স্ত্রী: তাহলে এত পায়চারি না করে কাল ওনাকে গিয়ে বলো আগামিকাল দিতে পারব না, পরে দেব।
মোল্লা নাসির স্ত্রীর কথা মতো পাওনাদারকে তা বলে আসল।
স্ত্রী: কী?? বলেছ?? ওনাকে পরে দিবা??
নাসির: হ্যাঁ,বলেছি।
স্ত্রী: তো কী বললেন?
নাসির: কিছুই বলেনি।তবে আসার সময় দেখলাম ওর পায়চারি আমার চেয়ে আরও বেশি বেড়ে গেছে।
বি:দ্র: আমার অবস্থা এখন অনেকটা পাওনাদারের মতোই।
এমন কি কেউ আছেন???যে টাকা ধার দিয়ে কমপক্ষে দশ টাকা মোবাইল বিল দিতে হয়নি???
Ad-1
Tuesday, December 1, 2020
ঋণদাতার টেনশন
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
সুভা
রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...
Most Popular Post
-
বাংলা ছন্দ ছন্দ: কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ...
-
অলঙ্কার এর সংজ্ঞাঃ অলঙ্কার কথাটি এসেছে সংস্কৃত 'অলম' শব্দ থেকে।অলম শব্দের অর্থ ভূষণ।ভূষণ অর্থ সজ্জা,গহনা ইত্যাদি। তাই আভিধানিক অর্থে...
-
উত্তর 'অ' ধ্বনির উচ্চারণ অ-এর মতো হলে তাকে অ-বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে।অ-ধ্বনির বিবৃত উচ্চারণে ঠোঁট তেমন বাঁকা বা গোল হয় না।যে...
-
নৌকাডুবি (১৯০৬) চরিত্র ও তথ্য সমূহ ১. রমেশঃকলকাতা/Law/বাবার চিঠি/ ২. হেমনলিনীঃমাতৃহীন/ ৩. কমলাঃ ৪. ডাক্তার নলিনাক্ষঃ * গঙ্গার প্রবল ঘুর্ণিঝড়...
-
উত্তর: অ-ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়ম নিম্নরুপ।যথা: ১. 'অ'অথবা নিহিত 'অ'-ধ্বনির পর ই-কার বা উ-কার হলে, তবে অ-ধ্বনির উচ্চারণ...
-
অর্থালঙ্কার: অর্থালঙ্কারের প্রকারভেদ: অর্থালঙ্কার পাঁচ প্রকার।যথা: ১. সাদৃশ্যমূলক ২. বিরোধমূলক ৩. শৃঙ্খলামূলক ৪. ন্যায়মূলক ৫. গূঢ়ার্থ...
-
উত্তর: তৎসম শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।নিম্নে এর পাঁচটি নিয়ম বর্ণনা দেওয়া হলো... ১. ঋ,র,ষ এরপর মূর্ধন্য-ণ হয়। ...
No comments:
Post a Comment