Ad-1

Tuesday, December 1, 2020

ঋণদাতার টেনশন

মোল্লা নাসিরের গল্প থেকে::
মোল্লা নাসির রাতে ঘরের এ পাশ থেকে ও পাশ পায়চারি করছে আর করছে।স্ত্রী জিজ্ঞেস করে: কী,আজ তুমি খুব টেনশনে আছ?
নাসির: হ্যাঁ,আগামিকাল আমার পাওনাদারকে টাকা দেওয়ার কথা। কিন্তু টাকা তো জোগাড় করতে পারিনি।
স্ত্রী: তাহলে এত পায়চারি না করে কাল ওনাকে গিয়ে বলো আগামিকাল দিতে পারব না, পরে দেব।
মোল্লা নাসির স্ত্রীর কথা মতো পাওনাদারকে তা বলে আসল।
স্ত্রী: কী??  বলেছ??  ওনাকে পরে দিবা??
নাসির: হ্যাঁ,বলেছি।
স্ত্রী: তো কী বললেন?
নাসির: কিছুই বলেনি।তবে আসার সময় দেখলাম ওর পায়চারি আমার চেয়ে আরও বেশি বেড়ে গেছে।
বি:দ্র: আমার অবস্থা এখন অনেকটা পাওনাদারের মতোই।
এমন কি কেউ আছেন???যে টাকা ধার দিয়ে কমপক্ষে দশ টাকা মোবাইল বিল দিতে হয়নি???

No comments:

Post a Comment

Recent Post

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে। ২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ...

Most Popular Post