Ad-1

Tuesday, December 1, 2020

ঋণদাতার টেনশন

মোল্লা নাসিরের গল্প থেকে::
মোল্লা নাসির রাতে ঘরের এ পাশ থেকে ও পাশ পায়চারি করছে আর করছে।স্ত্রী জিজ্ঞেস করে: কী,আজ তুমি খুব টেনশনে আছ?
নাসির: হ্যাঁ,আগামিকাল আমার পাওনাদারকে টাকা দেওয়ার কথা। কিন্তু টাকা তো জোগাড় করতে পারিনি।
স্ত্রী: তাহলে এত পায়চারি না করে কাল ওনাকে গিয়ে বলো আগামিকাল দিতে পারব না, পরে দেব।
মোল্লা নাসির স্ত্রীর কথা মতো পাওনাদারকে তা বলে আসল।
স্ত্রী: কী??  বলেছ??  ওনাকে পরে দিবা??
নাসির: হ্যাঁ,বলেছি।
স্ত্রী: তো কী বললেন?
নাসির: কিছুই বলেনি।তবে আসার সময় দেখলাম ওর পায়চারি আমার চেয়ে আরও বেশি বেড়ে গেছে।
বি:দ্র: আমার অবস্থা এখন অনেকটা পাওনাদারের মতোই।
এমন কি কেউ আছেন???যে টাকা ধার দিয়ে কমপক্ষে দশ টাকা মোবাইল বিল দিতে হয়নি???

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post