★CV:
CV এর পূর্ণ রূপ হলো Curriculam Vitae. ইংরেজি ভাষায় Curriculam এবং Vitae শব্দ দুটো এসেছে ল্যাটিন ভাষা থেকে। Curriculam শব্দের অর্থ পাঠ্যক্রম (course/courses) আর Vitae শব্দের অর্থ জীবন (Life)। সুতরাং Curriculam Vitae বলতে বোঝায় Courses of life. যাকে বাংলায় জীবনবৃত্তান্ত বলা হয়।
জীবনবৃত্তান্তের আরো দুটি ইংরেজি পরিভাষা হল Biodata এবং Resume (রিজিউম)
★BIODATA
Biodata শব্দের পূর্ণরূপ হলো Biological data (বায়োলজিকল ডাটা) এটি সাধারণত চিকিৎসাক্ষেত্রে এবং জেলহাজতে ব্যবহার করা হয়। এটিতে বিশেষভাবে ব্যক্তির শারীরিক তথ্যাদির বিবরণ থাকে।হাসপাতালে ডাক্তাররা রোগীর রোগ নির্ণয়ে Biodata ব্যবহার করে থাকেন। জেলখানায়ও কর্তৃপক্ষ কয়েদির Biodata সংরক্ষণ করে থাকে।
★RESUME
CV ও Resume এর মাঝে তেমন পার্থক্য নেই। তবে CV তে Resumeএর চেয়ে বেশি তথ্য অন্তর্ভুক্ত থাকেে।
Rasume সাধারনত ১/২ পৃষ্ঠার মধ্যে লিখতে হয়। CV তে আরো বেশি হতে পারে।
CV তে যা থাকতে পারেঃ
Contact Address
Objective
Personal Details
Educational Qualifications
Experience
Scholarship
Computer Skill
Language Skill
Publication
Professional Membership
Interest/Hobby
No comments:
Post a Comment