Ad-1

Wednesday, January 6, 2021

দেওয়ানি কার্যবিধি- ১৯০৮

। ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারী কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয়?

উত্তর: অর্থের। (বিধি-১১,আদেশ-২১)।

২। জারীর জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না?

উত্তর: ১২ বছর পর। 

৩। অনধিক ৫০ টাকার ডিক্রি জারীতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে?

উত্তর: ৬ সপ্তাহ। 

দে: কা: ধারা-৫৮ক

৪। দেওয়ানি আদালতের ডিক্রি জারীর ক্ষেত্রে তামাদির মেয়াদ?

উত্তর: ০৩ বছর।

৫। আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে?

উত্তর: উক্ত ডিক্রি প্রচারকারী আদালত।

৬। ডিক্রি জারীর জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হয়?

উত্তর: ০৩ বছর।

৭। রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারীর জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়?

উত্তর: ডিক্রি প্রদানকারী আদালতে। দে: কা: ধারা-৩৮

৮। ডিক্রি জারীমূলে কোন সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হয়?

উত্তর: ১৫ দিন।

৯। জারীর দরখাস্ত ডিক্রির কত দিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?

উত্তর: ০২ বছর। 

দে: কা: আদেশ-২১, বিধি- ২২।

১০। দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রি জারী মামলা দায়ের করতে হয়?

উত্তর: ০৩ বছর।

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post