Ad-1

Friday, October 22, 2021

আবুল ফজল প্রখ্যাত সাহিত্যিক। 

জন্ম ও মৃত্যুঃ ১ জুলাই ১৯০৩-৪ মে ১৯৮৩

জন্মস্থানঃ-  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়ায়।

কর্ম জীবনঃতিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

  • চৌচির(১৯৩৪)
  • রেখাচিত্র

শরৎচন্দ্র

 শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাঁড়া।

বড়দিদি (১৯১৩) রচিত প্রথম প্রকাশিত উপন্যাস।

2. বানান নিয়ে কথা
১৯৩৫ সালে রবীন্দ্রনাথের অনুরোধে 'কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি ' - গঠিত হয়।
3. রবীন্দ্র,01861-757841
4. কাজী,01899-243-298
5. আখতারুজ্জামান ইলিয়াস
6. ময়ুখ চৌধুরী
তাকে বাংলা কবিতার তিরিশ দশকের ব্যক্তিবাদী ধারার উত্তরাধিকারী মনে করা হয়।
কাব্যঃ 
কালো বরফের প্রতিবেশী, অর্ধেক রয়েছি জলে,অর্ধেক জালে,প্যারিসের নীলরুটি,আমার আসতে একটু দেরী হতে পারে,পলাতক পেণ্ডুলাম,ক্যাঙ্গারুর বুকপকেট,চরণেরা হেঁটে যাচ্ছে মুণ্ডুহীন

কাব্যসংকলন

ডান হাতের পাঁচটি আঙুল 

7. বাশার ঘাটি
8. ৭ জন বীরশ্রেষ্ঠ
১. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন
২. মতিউর রহমান
৩. মোস্তফা কামাল
৪.

No comments:

Post a Comment

Recent Post

আমি কোনো আগন্তুক নই

১. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় বর্ণিত কে অকাল বার্ধক্যে নত? ক. কবি খ. কদম আলী  গ. জমিলার মা  ঘ. মাছরাঙা ২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ব...

Most Popular Post