২। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর।
উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে—
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের ভাব ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ?
গ) আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে ঘ) আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে
৪। দেশজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমিতে রচিত শিল্পকর্মের নিদর্শন ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
৫। চর্যাপদের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
৬। মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন কোনটি?
৭। ‘আমার পরিচয়’ কবিতায় প্রকাশ পেয়েছে বাঙালির—
নিচের কোনটি সঠিক?
৯। ‘আমার পরিচয়’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
১০। ‘আমার পরিচয়’ কবিতায় কবি হাজার চরণচিহ্ন কোথায় ফেলে এসেছেন?
১১। জয় বাংলা স্লোগানটি কিসের প্রতীক?
১২। বরেন্দ্রভূমে সোনা মসজিদ কোথায় অবস্থিত?
১৩। এক সাথে আছি, এক সাথে বাঁচি—কথাটি কবির কোন চেতনার বহিঃপ্রকাশ?
১৪।বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় ‘আমার পরিচয়’ কবিতায় কোনটিতে মুদ্রিত হয়ে আছে?
গ) জোড় বাংলার মন্দির-বেদিতে ঘ) সার্বভৌম বারোভূঁইয়াদের মধ্যে
১৫। ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান
সেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ মুসলিম ক্রিশ্চান’
গ) এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে ঘ) সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই
১৬। ‘আমার পরিচয়’ কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিষ্ঠা করেছেন—
১৭। ‘আমার পরিচয়’ কবিতায় কবি বাঙালি রাষ্ট্রভাষার ঠিকানা কোথায় পেয়েছেন?
১৮। ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
১৯। ‘মহুয়ার পালা’ কী?
গ) মৈমনসিংহ গীতিকার একটি পালা ঘ) মধ্যযুগের একটি গীতিকাব্য
২০। চর্যাপদের পদগুলোর রচয়িতা হলেন—
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২৩। ‘আমার পরিচয়’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ) বাঙালির অসাম্প্রদায়িক জীবনবোধ ঘ) আন্দোলন, বিপ্লব-বিদ্রোহ ও মতাদর্শের বিকাশ
২৪। হাজী শরীয়ত ফরায়েজি আন্দোলন করেছিলেন—
ii. সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত রূপ সম্পর্কে সচেতন করার জন্য
iii. সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য
নিচের কোনটি সঠিক?
২৬। সাদৃশ্যগত দিকটিতে ফুটে উঠেছে—
iii. মুসলিম ঐতিহ্যের সুমহান নিদর্শন
নিচের কোনটি সঠিক?
২৮। ১৯৭১-এর ৭ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাঙলি পাকিস্তান শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়—উদ্দীপকের ভাবের সাথে ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণটি সাদৃশ্যপূর্ণ?
গ) এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে ঘ) এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
২৯। বাংলা আমার
আমি বাংলার
বাংলা আমার জন্মভূমি
গঙ্গা-যমুনা, পদ্মা মেঘনা
বহিছে যাহার চরণ চুমি
উদ্দীপকের সাথে ‘আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য রয়েছে—
নিচের কোনটি সঠিক?
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ঘ।
ক. সওদাগরের গ্রাম খ. বিদ্রোহী
গ্রাম গ. চিত্রকলার গ্রাম ঘ. বারো ভূঁইয়ার গ্রাম
১৭। কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?
ক. সওদাগরের খ. বারো ভূঁইয়ার গ. পাল যুগের
ঘ. কৈবর্তের।
১৮। ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
ক. চিত্রকলা খ. শণ গ. মাটি ঘ. পাঠকাঠি
১৯। বাঙালির আগমনস্থল জোড়াবাংলার কোথায়?
ক. মন্দির-বেদিতে খ. পাহাড়পুর গ. ডিঙার বহরে ঘ. পলি মাটিতে
২০। ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালি বারো ভূঁইয়াদের কোন ক্ষমতার অধিকারী বলা
হয়েছে?
ক. স্বাধীন খ. পরাধীন গ. বাউল ঘ. সার্বভৌম
২১। ‘আমার পরিচয়’ কবিতায় সার্বভৌম কারা?
ক. উনসত্তরের খ. ছয় দফার গ. রাষ্ট্র ভাষার ঘ. দেশ বিভাগের
২২। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই।’—এটি হলো বাঙালির—
ক. চেতনা খ. প্রাণের কথা গ. আদিকথা
ঘ. বীজমন্ত্র
২৩। কবি পেছনে কী ফেলে এসেছেন?
ক. বীজমন্ত্র খ. পলিমাটি গ. চরণচিহ্ন ঘ. বিভেদের রেখা
২৪। সৈয়দ শামসুল হক সব বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁকতে চেয়েছেন?
ক. সাম্যের খ. প্রেমের গ. বীজমন্ত্রের ঘ. শান্তির
২৫। কবি হাজার চরণচিহ্ন কোথায় ফেলে এসেছেন?
ক. সামনে খ. রাজপথে গ. বীজমন্ত্রে ঘ. পেছনে
২৬। ‘আমার পরিচয়’ কবিতায় কে বাংলায় কথা বলেন?
ক. ক্ষুদিরাম খ. কবি গ. তিতুমীর ঘ. অবন ঠাকুর
২৭। কবি বাংলার কোন পথ দিয়ে চলেন?
ক. রাজপথ খ. জলপথ গ. আলপথ ঘ. স্থলপথ
২৮। কবি কোমল পলিমাটিতে কীভাবে চলেন?
ক. ধীরে ধীরে খ. আলপথ দিয়ে গ. লাল রাজপথে ঘ. বরেন্দ্রভূমে
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
ও বাংলাদেশ, আমি দেখেছি
তোমার বিশালতা
তুমি আমার অনুভূতি, আমার আকুলতা।
২৯। উদ্দীপকটিতে ‘আমার পরিচয়’ কবিতার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক. স্বদেশের শ্রেষ্ঠত্ব খ. বিদেশের
প্রাধান্য গ. চিত্রকলার বৈশিষ্ট্য ঘ. ভাষার ঐতিহ্য
৩০। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্য হলো—
i. আমি জন্মেছি বাংলায়,আমি বাংলায় কথা বলি
ii. আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি
iii. এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ.
i, ii ও iii.
উত্তর:-১৬. খ ১৭. ঘ
১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. ঘ।
No comments:
Post a Comment