ব্রহ্ম মানে বিশাল,অণ্ড মানে - ডিম্ব।ব্রহ্মাণ্ড মানে বিশাকার ডিম্ব।
পৃথিবীর নিচে রয়েছে সপ্ত পাতাল লোক।প্রতি ১০ হাজার যোজন অন্তর রয়েছে এই পাতাল লোক।আর তা হলোঃ-
১. অতল
২. বিতল
৩. সুতল
৪. তলাতল
৫. মহাতল
৬. রসাতল
৭. পাতাল।
পরমেশ্বর হচ্ছে শ্রীকৃষ্ণ।শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদি।অর্থাৎ তাঁর সৃষ্টিকর্তা কেউ নেই।তাঁর আগে কেউ বা কিছু নেই। তাঁকে নারায়ণ বলেন,কেউ গোবিন্দ বলেন।
তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়।ব্রহ্মার আবির্ভাবের পর মধু নামক এক অসুর আবির্ভূত হয়।
সেই মধু নামক অসুরকে ভগবান বিনষ্ট করলেন।সেজন্য ভগবানের একটি নাম হলো মধুসূদন। আর ভগবান মধুসূদন নিজের মুখ,বাহু,উরু ও পাদ থেকে একশত জন করে যথাক্রমে ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য ও শুদ্র উৎপন্ন করলেন।
জগৎ তিন ধরনের।
১. জড় জগৎ বা পৃথিবী
২. বৈকুণ্ঠ জগৎ বা চিন্ময় জগৎ।
৩. ব্রহ্মাণ্ড জগৎ।
No comments:
Post a Comment