ক. জাহানারা ইমাম খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন
নিচের উদ্দীপকটি পড়ে ২
ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালে পাকিস্তানি
হানাদার বাহিনীর অতর্কিত হামলায় এ দেশের মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা। এক
অঞ্চলের মানুষ ছুটে চলে অন্য অঞ্চলে।
২. উদ্দীপকের বিষয়বস্তুর
সঙ্গে সম্পর্কিত রচনা কোনটি?
ক. একাত্তরের দিনগুলি খ. বাঙলা শব্দ গ. শিক্ষা ও মনুষ্যত্ব ঘ.
বই পড়া
৩. উদ্দীপকের এক অঞ্চলের
মানুষ অন্য অঞ্চলে যাওয়ার কারণ হলো—
i. নিরাপত্তা পাবার আশায় ii. প্রাণ বাঁচানোর প্রয়োজনে
iii. পাকিস্তানি বাহিনীর
কবল থেকে রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.
i, ii ও iii
৪. ‘মুষলধারে’ কথাটি
নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. ঝড়-বৃষ্টি হলে খ. শিলা-বৃষ্টি হলে গ. একাধারে বৃষ্টি হলে ঘ.
টাপুর-টুপুর বৃষ্টি হলে
৫. হানাদারদের হাত হতে
বাঁচার জন্য অনিক নানাবাড়ি চলে গেছে। এখানে অনিকের নানাবাড়ি চলে যাওয়ার বিষয়টির
সঙ্গে ‘একাত্তরের দিনগুলি’ রচনার আলোকে রচনার কোনটি সাদৃশ্যপূর্ণ?
ক. মৃত্যুর ভয় খ. রাজাকারদের ভয় গ. মুক্তিবাহিনীর ভয় ঘ.
গ্রামবাসীর ভয়
৬. ‘পেছনে হাত বাঁধা,
গুলিতে মরা লাশ।’ বাক্যটিতে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে ওঠে?
ক. পাকিস্তানিদের ভালোবাসা খ. পাকিস্তানিদের নিষ্ঠুরতা
গ.
মুক্তিযোদ্ধাদের ভালোবাসা ঘ.
মুক্তিযোদ্ধাদের নিষ্ঠুরতা
৭. ‘এ পাড়ার অনেকেই চলে
যাচ্ছে বাড়ি ছেড়ে’—বাড়ি ছাড়ার কারণ?
i. যুদ্ধের কবল থেকে
রেহাই পেতে ii. নিরাপদে থাকার জন্য iii. প্রাণের ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.
i, ii ও iii
৮. জাহানারা ইমাম তাঁর
শ্বশুরের জন্য বাড়ি ছাড়তে পারছিলেন না। কেননা তাঁর শ্বশুর ছিলেন—
i. মুমূর্ষু ii. অন্ধ iii. বুড়ো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.
i, ii ও iii
১৭। চরমপত্র বলতে কী বোঝায়?
ক) আদেশ খ)
উপদেশ গ) অনুরোধ ঘ)
জিজ্ঞাসা
১৮। কোন নামটা জাহানারা ইমাম আগে কখনো শোনেননি?
ক) সিজার আহমদ খ)
সালেহ আহমদ গ) সিয়াম আহমদ ঘ) শাফিন আহমদ
১৯। ‘গেরিলা’ কারা?
ক) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিকামী খ) অতর্কিত
আক্রমণকারী
গ) বিশেষ সাজে সজ্জিত সেনাসদস্য ঘ) সম্মুখযুদ্ধে
অব্যর্থ সেনাদল
ক) বগুড়া জেলার দশটিকা খ) মুর্শিদাবাদের সুন্দরপুর
গ) জয়পুরহাটের বিল্লা ঘ) ফরিদপুরের আম্বুরখানা
২১। ‘এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে।’ তারা বাড়ি ছাড়ছিল
র) নিরাপত্তার জন্য রর) প্রাণ বাঁচানোর জন্য ররর)
যুদ্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২২। ‘একাত্তরের দিনগুলি’ দিনপঞ্জিকায় প্রকাশ পায় শহীদ
জননীর
র) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা রর) ছেলে
হারানোর আনন্দ ররর) গভীর বেদনার ইঙ্গিত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৩। কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?
ক) দুই দিন খ) তিন দিন গ) চার দিন ঘ) পাঁচ দিন
২৪। সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বার?
ক) শনিবার খ) রোববার গ) সোমবার ঘ) মঙ্গলবার
২৫। তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব? এখানে ‘কাদের’
বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
ক) মুক্তিযোদ্ধাদের খ) মিলিটারিদের গ) পরিবারের সদস্যদের ঘ) দরিদ্র
মানুষদের
২৬। সৈয়দ শামসুল হক পেশা হিসেবে প্রথম কোনটিকে গ্রহণ
করেছিলেন?
ক) সাংবাদিকতা খ) শিক্ষকতা গ) আইনজীবী ঘ) চাকরি
২৭। পাকবাহিনী আত্মসমর্পণের সময় তাদের সৈন্যসংখ্যা
কত হাজার ছিল?
ক) নব্বই হাজার খ) বিরানব্বই হাজার গ) পঁচানব্বই হাজার ঘ) নিরানব্বই হাজার
২৮। পাকবাহিনী আত্মসমর্পণ করে কখন?
ক) সকালে খ) দুপুরে গ) বিকেলে ঘ) রাতে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর
দাও।
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
২৯। উদ্দীপকের ‘মুখের’ সাথে তুলনীয়
ক) রুমি খ) লেখিকা গ) স্বদেশ ঘ) মুক্তিযোদ্ধার মা
৩০। উক্ত তুলনীয় অনুষঙ্গকে ‘একাত্তরের দিনগুলি’ রচনা
যে সূত্রে গেঁথেছে তা হলোÑ
ক) স্বাজাত্যবোধ খ) ঐক্যবোধ গ) মাতৃমুক্তি ঘ) দেশপ্রেম
No comments:
Post a Comment