হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১। আমাদের জীবন কিসের স্বপন?
ক) দুঃস্বপন খ) দিবা স্বপন গ) নিশার স্বপন ঘ) বাস্তব স্বপন
২। মাইকেল মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন?
ক) শামসুর রাহমান খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ) সুকুমার রায়
৩। ‘জীবন সঙ্গীত’ কবিতা অনুযায়ী কিসে মুক্তি নেই?
ক) সংসারে খ) বৈরাগ্যে গ) পরিবারে ঘ) সংগ্রামে
৪। ‘অনিত্য’ শব্দের আভিধানিক অর্থ হলো—
ক)
অস্থায়ী খ) স্থায়ী
গ) চিরন্তন ঘ) শাশ্বত
৫। ‘A Psalm of life’ কবিতাটি কোন কবির?
ক) William Wordsworth খ) Robert Herrick
গ) Henry Wadsworth Longfellow ঘ) William Shakespeare
৬। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কী করতে নিষেধ করেছেন?
ক) হাসতে খ) ক্রন্দন করতে গ) যুদ্ধ করতে ঘ) সংসার করতে
৭। প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
ক) কলকাতা হিন্দু কলেজের খ) কলকাতা সংস্কৃত কলেজের
গ) প্রেসিডেন্সি কলেজের ঘ) জগন্নাথ কলেজের
৮। কিসের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন?
ক) মাতৃপ্রেমের খ) ভাষাপ্রেমের গ) প্রকৃতিপ্রেমের ঘ) স্বদেশপ্রেমের
৯। ‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবাত্মা কী?
ক) অনিত্য খ) নিত্য গ) আকিঞ্চন ঘ) আদিত্য
১০। ভবের উন্নতির জন্য কী করতে বলা হয়েছে?
ক) নিজের কাজ খ) দুঃখবোধ গ) সুখের আশা ঘ) স্বপ্ন দেখা
১১। ‘জীবন সঙ্গীত’ কবিতায় মিথ্যা সুখের কল্পনা করলে কী হয়?
ক) দুঃখ কমে খ) দুঃখ বাড়ে গ) সুখ বাড়ে ঘ) সুখ আসে
১২। ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় না?
ক) দুঃখের আশা খ) সুখের আশা গ) মানবকল্যাণ ঘ) সংসার
১৩। ‘জীবন সঙ্গীত’ কবিতার মধ্য দিয়ে কবি যে দিকটি ফুটিয়ে তুলেছেন—
ক) মানবজীবনের গুরুত্ব খ) সন্ন্যাসজীবন গ) সময়ের গুরুত্ব ঘ) মানুষের কর্তব্য
১৪। ‘সংসারে-সমরাঙ্গনে’ বলতে বোঝানো হয়েছে?
ক) পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ খ) যুদ্ধ ক্ষেত্রে সংসারের কথা ভুলে না যাওয়া
গ) যুদ্ধ ক্ষেত্রের সৈনিকের মতো সংসারের দুঃখ-কষ্ট মোকাবেলা করা ঘ) বৈরাগী জীবন গ্রহণ করা
১৫। ‘জীবন সঙ্গীত’ কবিতার তাৎপর্য হিসেবে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?
ক) মানবজন্ম অত্যন্ত মূল্যবান খ) মানবজীবন অর্থহীন
গ) মুক্তিই একমাত্র কাম্য ঘ) জীবনটা একটি রণক্ষেত্র
১৬। কিসের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে বরণীয় হতে হবে?
ক) মহান ব্যক্তিদের পথ অনুসরণে খ) সংসারী হওয়ার মাধ্যমে
গ) সংগ্রাম করে ঘ) কাজ করে
১৭। ‘জীবন সঙ্গীত’ কবিতার উপজীব্য বিষয়গুলো হলো—
i. মানবকল্যাণ ii. জীবনের গুরুত্ব iii. বরণীয় জীবন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
১৮। ‘বরণীয়’ শব্দের আভিধানিক অর্থ—
i. সম্মানের যোগ্য ii. গ্রহণীয় iii. বর্জনীয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
১৯। ‘সংকল্প করেছ যাহা’ তারপর হবে—
i. পালন কর তাহা ii. সাধন করহ তাহা iii. কাজ কর তাহা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২০। কবি ‘হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়’ যে সময়ে আর্থিক সংকটে পড়েন—
i. কলেজে পড়ার সময় ii. স্কুলে পড়ার সময় iii. চাকরিজীবনে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
২১। ‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘সংসারে-সমরাঙ্গনে’ শব্দটি যতবার ব্যবহৃত হয়েছে—
ক) ২ বার খ) ৪ বার গ) ৫ বার ঘ) ৬ বার
২২। জগতে যারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন—
i. মহাজ্ঞানী ii. মহান ব্যক্তি iii. বৈরাগী
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii গ) i ও iii ঘ) i ও ii
২৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় যেভাবে যুদ্ধ করার ইঙ্গিত পাওয়া যায়—
i. সাহসের সঙ্গে ii. দৃঢ় পণে iii. বীর্যবান হয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২৪। ‘জীবন সঙ্গীত’ কবিতার প্রেক্ষাপটে যেটি সঠিক—
i. মহাজ্ঞানীরা প্রাতঃস্মরণীয় ii. মানব আয়ু শৈবালের নীরের মতো
iii. সহায়-সম্পদ, বল ক্ষণস্থায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় যে চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন কবি—
i. দুঃখের দিনের ii. অতীত সুখের দিনের iii. দুঃখের আশার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে সে ভিজে দিবা-রাতি
মোদের ক্ষুধার অন্ন যোগায় চায় নাক সে খ্যাতি। ’
২৬। উদ্দীপকের বক্তব্য যে কবিতার ভাববস্তুকে নির্দেশ করে—
ক) বৃষ্টি খ) ঝর্ণার গান গ) কপোতাক্ষ নদ ঘ) জীবন সঙ্গীত
২৭। উল্লিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্যকে, তা হলো—
i. শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান ii. অন্যের প্রতি দায়িত্ববোধ iii. মানুষের স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ৭ মে, ২০১২ ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ বিজয়ের পর আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে।
২৮। নিচের যেটিকে লতিফুর রহমানের সফলতার কারণ বলে মেনে নিতে পারি—
i. জীবনের গুরুত্বোপলব্ধি ii. কর্মনিষ্ঠ iii. মানুষের চাওয়া-পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
২৯। উল্লিখিত অনুভূতি যে কবিতার ভাব নির্দেশ করে—
ক) পল্লিজননী খ) বৃষ্টি গ) জীবন সঙ্গীত
ঘ) কপোতাক্ষ নদ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘উদয়ের পথে শুনি কার বাণী।
ভয় নাই—ওরে ভয় নাই।
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই। ’
৩০। আলোচ্য উদ্দীপকের জয়গানের সঙ্গে নিচের যেটি সংগতিপূর্ণ—
i. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়
ii. সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর।
iii. কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ।
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
৩১। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে?
ক) কপোতাক্ষ নদ খ) বৃষ্টি গ) ঝর্ণার গান ঘ) জীবন সঙ্গীত
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয়
তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল
সব যুগে যুগে সব কালে টিকা ভাস্বরে শোভে ভাল। ’
৩২। উদ্দীপকের মূল প্রতিপাদ্য নিচের যেটির সঙ্গে মিল রয়েছে—
i. করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন,সংসারে-সমরাঙ্গনে মাঝে;
ii. মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন,হয়েছে প্রাতঃস্মরণীয়
iii. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
৩৩। কবিতাংশে বর্ণিত তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) বৃষ্টি খ) জীবন সঙ্গীত গ) কপোতাক্ষ নদ ঘ) পল্লিজননী
১। আমাদের জীবন কিসের স্বপন?
ক) দুঃস্বপন খ) দিবা স্বপন গ) নিশার স্বপন ঘ) বাস্তব স্বপন
২। মাইকেল মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন?
ক) শামসুর রাহমান খ) সত্যেন্দ্রনাথ দত্ত গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ) সুকুমার রায়
৩। ‘জীবন সঙ্গীত’ কবিতা অনুযায়ী কিসে মুক্তি নেই?
ক) সংসারে খ) বৈরাগ্যে গ) পরিবারে ঘ) সংগ্রামে
৪। ‘অনিত্য’ শব্দের আভিধানিক অর্থ হলো—
৫। ‘A Psalm of life’ কবিতাটি কোন কবির?
ক) William Wordsworth খ) Robert Herrick
গ) Henry Wadsworth Longfellow ঘ) William Shakespeare
৬। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কী করতে নিষেধ করেছেন?
ক) হাসতে খ) ক্রন্দন করতে গ) যুদ্ধ করতে ঘ) সংসার করতে
৭। প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?
ক) কলকাতা হিন্দু কলেজের খ) কলকাতা সংস্কৃত কলেজের
গ) প্রেসিডেন্সি কলেজের ঘ) জগন্নাথ কলেজের
৮। কিসের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন?
ক) মাতৃপ্রেমের খ) ভাষাপ্রেমের গ) প্রকৃতিপ্রেমের ঘ) স্বদেশপ্রেমের
৯। ‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবাত্মা কী?
ক) অনিত্য খ) নিত্য গ) আকিঞ্চন ঘ) আদিত্য
১০। ভবের উন্নতির জন্য কী করতে বলা হয়েছে?
ক) নিজের কাজ খ) দুঃখবোধ গ) সুখের আশা ঘ) স্বপ্ন দেখা
১১। ‘জীবন সঙ্গীত’ কবিতায় মিথ্যা সুখের কল্পনা করলে কী হয়?
ক) দুঃখ কমে খ) দুঃখ বাড়ে গ) সুখ বাড়ে ঘ) সুখ আসে
১২। ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় না?
ক) দুঃখের আশা খ) সুখের আশা গ) মানবকল্যাণ ঘ) সংসার
১৩। ‘জীবন সঙ্গীত’ কবিতার মধ্য দিয়ে কবি যে দিকটি ফুটিয়ে তুলেছেন—
ক) মানবজীবনের গুরুত্ব খ) সন্ন্যাসজীবন গ) সময়ের গুরুত্ব ঘ) মানুষের কর্তব্য
১৪। ‘সংসারে-সমরাঙ্গনে’ বলতে বোঝানো হয়েছে?
ক) পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ খ) যুদ্ধ ক্ষেত্রে সংসারের কথা ভুলে না যাওয়া
গ) যুদ্ধ ক্ষেত্রের সৈনিকের মতো সংসারের দুঃখ-কষ্ট মোকাবেলা করা ঘ) বৈরাগী জীবন গ্রহণ করা
১৫। ‘জীবন সঙ্গীত’ কবিতার তাৎপর্য হিসেবে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?
ক) মানবজন্ম অত্যন্ত মূল্যবান খ) মানবজীবন অর্থহীন
গ) মুক্তিই একমাত্র কাম্য ঘ) জীবনটা একটি রণক্ষেত্র
১৬। কিসের মাধ্যমে আমাদের এই পৃথিবীতে বরণীয় হতে হবে?
ক) মহান ব্যক্তিদের পথ অনুসরণে খ) সংসারী হওয়ার মাধ্যমে
গ) সংগ্রাম করে ঘ) কাজ করে
১৭। ‘জীবন সঙ্গীত’ কবিতার উপজীব্য বিষয়গুলো হলো—
i. মানবকল্যাণ ii. জীবনের গুরুত্ব iii. বরণীয় জীবন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
১৮। ‘বরণীয়’ শব্দের আভিধানিক অর্থ—
i. সম্মানের যোগ্য ii. গ্রহণীয় iii. বর্জনীয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
১৯। ‘সংকল্প করেছ যাহা’ তারপর হবে—
i. পালন কর তাহা ii. সাধন করহ তাহা iii. কাজ কর তাহা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২০। কবি ‘হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়’ যে সময়ে আর্থিক সংকটে পড়েন—
i. কলেজে পড়ার সময় ii. স্কুলে পড়ার সময় iii. চাকরিজীবনে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
২১। ‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘সংসারে-সমরাঙ্গনে’ শব্দটি যতবার ব্যবহৃত হয়েছে—
ক) ২ বার খ) ৪ বার গ) ৫ বার ঘ) ৬ বার
২২। জগতে যারা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন—
i. মহাজ্ঞানী ii. মহান ব্যক্তি iii. বৈরাগী
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii গ) i ও iii ঘ) i ও ii
২৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় যেভাবে যুদ্ধ করার ইঙ্গিত পাওয়া যায়—
i. সাহসের সঙ্গে ii. দৃঢ় পণে iii. বীর্যবান হয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২৪। ‘জীবন সঙ্গীত’ কবিতার প্রেক্ষাপটে যেটি সঠিক—
i. মহাজ্ঞানীরা প্রাতঃস্মরণীয় ii. মানব আয়ু শৈবালের নীরের মতো
iii. সহায়-সম্পদ, বল ক্ষণস্থায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
২৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় যে চিন্তা করে কাতর হতে নিষেধ করেছেন কবি—
i. দুঃখের দিনের ii. অতীত সুখের দিনের iii. দুঃখের আশার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে সে ভিজে দিবা-রাতি
মোদের ক্ষুধার অন্ন যোগায় চায় নাক সে খ্যাতি। ’
২৬। উদ্দীপকের বক্তব্য যে কবিতার ভাববস্তুকে নির্দেশ করে—
ক) বৃষ্টি খ) ঝর্ণার গান গ) কপোতাক্ষ নদ ঘ) জীবন সঙ্গীত
২৭। উল্লিখিত বক্তব্য সমর্থন করে নিচের যে মন্তব্যকে, তা হলো—
i. শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের জয়গান ii. অন্যের প্রতি দায়িত্ববোধ iii. মানুষের স্বার্থপরতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ৭ মে, ২০১২ ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড’ বিজয়ের পর আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবারের সঙ্গে।
২৮। নিচের যেটিকে লতিফুর রহমানের সফলতার কারণ বলে মেনে নিতে পারি—
i. জীবনের গুরুত্বোপলব্ধি ii. কর্মনিষ্ঠ iii. মানুষের চাওয়া-পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
২৯। উল্লিখিত অনুভূতি যে কবিতার ভাব নির্দেশ করে—
ক) পল্লিজননী খ) বৃষ্টি গ) জীবন সঙ্গীত
ঘ) কপোতাক্ষ নদ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘উদয়ের পথে শুনি কার বাণী।
ভয় নাই—ওরে ভয় নাই।
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই। ’
৩০। আলোচ্য উদ্দীপকের জয়গানের সঙ্গে নিচের যেটি সংগতিপূর্ণ—
i. সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়
ii. সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর।
iii. কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ।
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
৩১। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতাকে নির্দেশ করে?
ক) কপোতাক্ষ নদ খ) বৃষ্টি গ) ঝর্ণার গান ঘ) জীবন সঙ্গীত
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘দুর্গম পথ পাড়ি দিয়ে যারা দুর্জয়ে করে জয়
তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল
সব যুগে যুগে সব কালে টিকা ভাস্বরে শোভে ভাল। ’
৩২। উদ্দীপকের মূল প্রতিপাদ্য নিচের যেটির সঙ্গে মিল রয়েছে—
i. করো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবন,সংসারে-সমরাঙ্গনে মাঝে;
ii. মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন,হয়েছে প্রাতঃস্মরণীয়
iii. কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
৩৩। কবিতাংশে বর্ণিত তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) বৃষ্টি খ) জীবন সঙ্গীত গ) কপোতাক্ষ নদ ঘ) পল্লিজননী
উত্তর : ১. গ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ।
No comments:
Post a Comment