Ad-1

Monday, March 7, 2022

নিমগাছ

১। নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা?
ক) বিজ্ঞরা
    খ) কবিরাজরা    গ) কবিরা         ঘ) পড়শিরা 
২। নিচের কোনটিকে বনফুল আর এক আবর্জনাবলেছেন?
ক) বাড়ির পাশে গজালে
        খ) মুগ্ধদৃষ্টিতে কেউ চেয়ে থাকলে
গ) খোস দাদ হাজা চুলকানিতে লাগালে
    ঘ) শান দিয়ে বাঁধিয়ে দিলে
৩। আবর্জনা জমে এসে চারদিকে’-‘নিমগাছগল্পে উক্তিটিতে প্রকাশ পেয়েছে
i) নিমগাছের প্রতি উপেক্ষা
        ii) নিমগাছটির প্রতি অবহেলা       iii) নিমগাছটির প্রতি গুরুত্বহীনতা
নিচের কোনটি সঠিক?

. i  ii      . Iiiii      . i iii       . i, ii iii
৪। নিমগাছগল্পে নিচের কোনটি উল্লেখ আছে?
ক) বেগুন
     খ) শিম         গ) টমেটো         ঘ) লাউ
৫। নিমগাছগল্প রচনায় লেখক কিভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন?
ক) সংক্ষিপ্ত আকারে বিপুল বক্তব্য উপস্থাপনে
     খ) ঔষধি গাছ নিয়ে লিখে
গ) সাংসারিক অবস্থা তুলে ধরে
        ঘ) বৃক্ষের প্রতি সচেতনতা বাড়িয়ে
৬। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’- এ কথায় বোঝা যায়
i) আত্মত্যাগ
         ii) দায়বদ্ধতা         iii) অর্বাচীনতা
নিচের কোনটি সঠিক?

. i    . i ii       . ii iii      . i, ii iii
৭। নিমগাছ কাটে না, কিন্তু য
ত্নও করে নাবলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) গৃহিণীকে বিদায় করে না কিন্তু প্রাপ্যটুকুও দেয় না
    খ) যত না নিলেও নিমগাছ বেড়ে ওঠে
গ) যত না নিলেও নিমগাছ ঠিকই উপকার করে
    ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
৮। বনফুলের প্রকৃত নাম কী?
ক) বালাইঘোষ মুখোপাধ্যায়
        খ) বালাইচাঁদ মুখোপাধ্যায়   গ) রামচাঁদ মুখোপাধ্যায়             ঘ) হরিপদ ঘোষ
৯। বনফুল কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বিহারে
         খ) আসামে        গ) উড়িষ্যায়         ঘ) পশ্চিমবঙ্গে
১০। কবিরাজদের চরিত্রে ফুটে উঠেছে
ii) স্বার্থপরতা
         ii) স্বার্থান্ধতা             iii) বিধির বিধান
নিচের কোনটি সঠিক?

. i            . ii            . i ii       . i, ii iii
১১। বনফুল গল্পের বৈশিষ্ট্য হলো
ক) ক্ষুদ্র আঙ্গিকে রচিত
        খ) বৃহৎ আঙ্গিকে রচিত
গ) পরাবাস্তব বিষয়ে রচিত
            ঘ) গাম্ভীর্যের আধিক্যে রচিত
১২। সে ও আমিবনফুলের কোন ধরনের রচনা?
ক) গল্প
             খ) উপন্যাস             গ) প্রবন্ধ                 ঘ) নাটক
উত্তর : ১.খ ২.ঘ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.ক ১০.ক ১১.খ ১২.ক।
 

 

. বাড়ির পেছনে স্তূপের মধ্যে কোন গাছটি দাঁড়িয়ে রইল?
. আমগাছ . জামগাছ . নিসিন্দাগাছ . নিমগাছ
. নিমগাছটির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
. কবির        . কবিরাজের           . গৃহকর্তার     . লক্ষ্মীবউটির
১০. নিমের হাওয়া ভালো কেন?
. জীবাণু ধ্বংস করে বলে        . সুগন্ধি বলে
. দুর্গন্ধ নেই বলে       . দখিনা বাতাস বলে
১১. কিসের চারপাশে আবর্জনা জমে আছে?

. আমগাছের           . জামগাছের    . নিসিন্দাগাছের         . নিমগাছের
১২. কবি লোকটি নিমগাছের
i.
ছাল তুলল না  ii. পাতা ছিঁড়ল না       iii. ডাল ভাঙল না
নিচের কোনটি সঠিক?
. i ii       . i iii       . ii iii      . i, ii iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঔষধিবিদ্যা বা কবিরাজি চিকিত্সায় বাসক পাতা একটি নির্ভরযোগ্য নাম। কেননা, ঠান্ডা, কাশিতে বাসক পাতার রস বিশেষ উপকারী।
১৩. উদ্দীপকের বাসক পাতানিমগাছগল্পের নিমগাছের কোন অংশটিকে নির্দেশ করে?
. পাতা        . ফুল          . ডাল         . বাকল
১৪. উক্ত অংশটির বিশেষ উপকারিতা রয়েছে
i.
ঠান্ডা কমাতে   ii. চর্মরোগ সারাতে      iii. যকৃত ভালো রাখতে
নিচের কোনটি সঠিক?
. i ii       . i iii       . ii iii              . i, ii iii
১৫. বনফুলের রচনায় বৈশিষ্ট্য কোনটি?
. ব্যঙ্গ-বিদ্রূপ           . গুরুগম্ভীর    . তাত্পর্যপূর্ণ বক্তব্য     . তত্ত্বনিষ্ঠ
১৬. ঔষধি গাছের গুরুত্ব নিচের কোন রচনায় দেখা যায়?
. মমতাদি             . নিমগাছ             . আম আঁটির ভেঁপু     . শিক্ষা মনুষ্যত্ব
১৭. ‘অব্যর্থশব্দটি ব্যাকরণের কোন নিয়মকে অবলম্বন করে গঠিত?
. সমাস        . সন্ধি                 . প্রত্যয়                . উপসর্গ
১৮. ‘ছালশব্দটি কোন অর্থে প্রয়োগ করা যায়?
. বাকল       . পাতা         . কাণ্ড                 . শিকড়
১৯. কবিরা কেমন?
. অন্যমনস্ক            . অহংকারী    . সৌন্দর্যের পূজারি              . মানববিদ্বেষী
২০. বাড়ির বউ নিমগাছটির মতো
i.
অবহেলিত             ii. উপকারী             iii. কর্মবিমুখ
নিচের কোনটি সঠিক?
. i iii      . i ii       . ii iii              . i, ii iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি সৃজনই প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবন ধারণের জন্য সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।
২১. উদ্দীপক নিমগাছগল্পে আমরা দেখতে পাই
i.
বৃক্ষের দরকার নেই            ii. বৃক্ষের উপকারিতা     iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
. i            . ii            . i iii               . ii iii
২২. উদ্দীপক নিমগাছরচনায় কী প্রকাশিত হয়েছে?
. বৃক্ষের জয়গান               . বৃক্ষের নিন্দা          . বৃক্ষের সৌন্দর্য        . বৃক্ষনিধনের অপকারিত


No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post