১. কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লিজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
ক. এঁদো ডোবা খ. ছোট কুঁড়েঘর গ. নিবু নিবু দীপ ঘ. ঘোর ঘোর আন্ধার
২. পল্লিজননী কবিতায় উল্লিখিত ছেলেটি কোন বয়সী?
ক. শিশু খ. বালক গ. কিশোর ঘ. যুবক
৩. কোথা থেকে পচা পাতার ঘ্রাণ বের হচ্ছে?
ক. এঁদো ডোবা খ. এঁদো পুকুর গ. পচা নর্দমা ঘ. মজা পুকুর
৪. ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
ক. বিকেল খ. দুপুর গ. সন্ধ্যা ঘ. সকাল
৫. ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মৃদু শাসন খ. সোহাগ গ. সান্ত্বনা ঘ. দোয়া
৬. স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
ক. পীরের দোয়া কামনা খ. রোজা মানত
গ. নামাজের ঘরে মোমবাতি মানত ঘ. চোখের জলে মোনাজাত
৭. পল্লিজননী কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
৮. কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
ক. অন্য পাখিদের ভয়ে খ. স্বাচ্ছন্দ্যবোধ করে গ. সাপখোপের ভয়ে ঘ. ওখানেই তার বাস
৯. ‘যে কথা ভাবিতে পরান শিহরে’— কোন কথা?
ক. সংসারের খ. ছেলের মৃত্যুর গ. আয়–রোজগারের ঘ. নিঃসঙ্গ জীবনের
১০. ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
ক. করিমের খ. রহিমের গ. আবীরের ঘ. মাসুদের
১১. ‘ওঝা’ বোঝাতে পল্লিজননী কবিতায় কোন নামটি এসেছে?
ক. আজিজ খ. সোলেমান গ. করিম ঘ. রহিম
১২. ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?
ক. ঘুড়ি খ. লাটাই গ. বাঁশি ঘ. বড়শি
১৩. ‘পল্লিজননী’ কবিতায় কোন সিকার নাম করা হয়েছে?
ক. সমুদ্রকলি খ. ফুলঝুরি গ. সাতনরি ঘ. বসন্তবাহার
১৪. মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
১৫. ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক
২. পল্লিজননী কবিতায় উল্লিখিত ছেলেটি কোন বয়সী?
৩. কোথা থেকে পচা পাতার ঘ্রাণ বের হচ্ছে?
৪. ছেলে কোনটার জন্য গভীর আগ্রহ ব্যক্ত করেছে?
৫. ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
৬. স্রষ্টার সাহায্য প্রত্যাশায় মা কোন কাজটি করেছেন?
গ. নামাজের ঘরে মোমবাতি মানত ঘ. চোখের জলে মোনাজাত
৭. পল্লিজননী কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
৮. কানাকুয়ো বাঁশবনে বসে ডাকে কেন?
৯. ‘যে কথা ভাবিতে পরান শিহরে’— কোন কথা?
১০. ছেলে কার সঙ্গে খেলতে যাওয়ার বায়না ধরে?
১১. ‘ওঝা’ বোঝাতে পল্লিজননী কবিতায় কোন নামটি এসেছে?
১২. ছেলে কোনটিকে যতন করে রাখার আবদার তুলেছে?
১৩. ‘পল্লিজননী’ কবিতায় কোন সিকার নাম করা হয়েছে?
১৪. মা ছেলের রোগমুক্তির জন্য কজনের কাছে আকুতি জানিয়েছেন?
১৫. ছেলের রোগমুক্তির জন্য মা কয় জায়গায় মানত করেছেন?
সঠিক উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক
No comments:
Post a Comment